Ajker Patrika

অক্ষয়-টাইগারের সিনেমার প্রচার অনুষ্ঠানে দর্শকদের জুতা নিক্ষেপ

অক্ষয়-টাইগারের সিনেমার প্রচার অনুষ্ঠানে দর্শকদের জুতা নিক্ষেপ

মুক্তির অপেক্ষায় অক্ষয় কুমার ও টাইগার শ্রফ অভিনীত বলিউড সিনেমা ‘বড়ে মিয়া ছোটে মিয়া’। ঈদের মুক্তি পেতে যাওয়া সিনেমাটির প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেতারা। সম্প্রতি লক্ষ্ণৌতে অনুষ্ঠিত হয়েছে একটি ইভেন্ট, সেখানে স্টান্ট করে দেখিয়েছেন অক্ষয় আর টাইগার। তবে অতিরিক্ত ভিড়ে ক্ষুব্ধ হয়ে মঞ্চের দিকে জুতো ছুড়ে মারতে শুরু করেন দর্শকেরা।

এক্সে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ভিড় এতই জমে গিয়েছিল যে দর্শকেরা কিছুক্ষণের মধ্যে মঞ্চের দিকে জুতো ছুড়ে মারতে শুরু করেন। এমনকি পাথর মারতেও শুরু করেন কিছু দর্শক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিপেটা করতে হয়। ভাইরাল ভিডিও ও ছবিতে ইভেন্টের জায়গায় অনেক জুতো পড়ে থাকতে দেখা গেছে। তবে এতে অভিনেতাদের মধ্য কেউ আহত হয়েছেন কিনা তা জানা যায়নি।

এতে সমালোচনার মুখে পড়েছে প্রযোজনা সংস্থা। এক নেটিজেন লিখেছেন, ‘এত বড় ইভেন্ট করার আগে দর্শকদের জন্য নির্দিষ্ট সংখ্যক আসন রাখা দরকার ছিল। তাঁরা যাতে শান্তি করে স্টান্ট দেখতে পারেন, সেটা লক্ষ্য হওয়া উচিত ছিল।’ আরেকজন লিখেছেন তারকাদের দেখতে উপচে পড়া ভিড়, এটা প্রমাণ করতে গিয়ে ব্যর্থ হলেন প্রযোজক। অকারণে কিছু মানুষ আহত হলেন। তারকাদেরও হয়রানি হলো।’

 

উল্লেখ্য, টাইগার জিন্দা হ্যায় খ্যাত জনপ্রিয় পরিচালক আলী আব্বাস জাফর পরিচালিত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমায় টাইগার শ্রফ ও অক্ষয় কুমার ছাড়াও অভিনয় করেছেন সোনাক্ষী সিন্হা, পৃথ্বীরাজ সুকুমারন। সিনেমাটির প্রথম দফার শুটিং হয়েছিল মুম্বাইতে। এরপর সিনেমাটির দৃশ্য ধারণ হয় স্কটল্যান্ডে। সিনেমাটির জন্য ভারতের বিভিন্ন শহর ঘুরে প্রচার করার কথা রয়েছে অক্ষয়-টাইগারের। সিনেমাটি নিয়ে যে উৎসাহ আছে দর্শকদের মধ্যে তা বলাই যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত