শুটিং শুরু হতে না হতেই সমস্যার মুখে নীতেশ তিওয়ারি পরিচালিত রণবীর কাপুরের বিগ বাজেটের ‘রামায়ণ’। পোশাকের সমস্যায় আগেই একবার পিছিয়েছিল এর শুটিং। এবার কপিরাইট লঙ্ঘনের অভিযোগে মাস দু-একের মধ্যেই ফের বন্ধ হলো কাজ। সঙ্গে রয়েছে সিনেমাটির প্রাক্তন প্রযোজক মধু মন্টেনার আর্থিক ক্ষতিপূরণসংক্রান্ত মামলাও।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, সিনেমাটির প্রযোজনার দায়িত্ব থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন প্রযোজক মধু মন্টেনা, তবে মামলার মিটমাট না হওয়া অবধি শুটিং বন্ধ রাখার আরজি জানিয়েছেন তিনি।
তবে কি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাবে ছবিটি? শোনা যাচ্ছে, বিশাল বাজেটের এই ছবি নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চান না নির্মাতারাও। সব সমস্যা মিটলে ফের শুরু হবে শুটিং।
তবে বছরের শেষ থেকে সঞ্জয় লীলা বানসালির ছবিতে কাজ শুরু করার কথা রণবীরের। আর ‘বর্ডার টু’র শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন সানি দেওল। তাই ‘রামায়ণ’-এর জন্য অতিরিক্ত সময় দিতে পারবেন না অনেকেই। সব মিলিয়ে আদতে কত দিনে এর কাজ শেষ হয়, তা দেখার অপেক্ষা।
উল্লেখ্য, সিনেমাটিতে রাম চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে। আর সীতার চরিত্রে অভিনয় করবেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। আর হনুমান চরিত্রে দেখা যাবে সানি দেওলকে। ২০২৬ সালে মুক্তি পেতে পারে ‘রামায়ণের পার্ট ১’। শুটিং হওয়ার পর ৬০০ দিন ধরে কেবল পোস্ট প্রোডাকশনের কাজ চলবে এই ছবির!
শুটিং শুরু হতে না হতেই সমস্যার মুখে নীতেশ তিওয়ারি পরিচালিত রণবীর কাপুরের বিগ বাজেটের ‘রামায়ণ’। পোশাকের সমস্যায় আগেই একবার পিছিয়েছিল এর শুটিং। এবার কপিরাইট লঙ্ঘনের অভিযোগে মাস দু-একের মধ্যেই ফের বন্ধ হলো কাজ। সঙ্গে রয়েছে সিনেমাটির প্রাক্তন প্রযোজক মধু মন্টেনার আর্থিক ক্ষতিপূরণসংক্রান্ত মামলাও।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, সিনেমাটির প্রযোজনার দায়িত্ব থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন প্রযোজক মধু মন্টেনা, তবে মামলার মিটমাট না হওয়া অবধি শুটিং বন্ধ রাখার আরজি জানিয়েছেন তিনি।
তবে কি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাবে ছবিটি? শোনা যাচ্ছে, বিশাল বাজেটের এই ছবি নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চান না নির্মাতারাও। সব সমস্যা মিটলে ফের শুরু হবে শুটিং।
তবে বছরের শেষ থেকে সঞ্জয় লীলা বানসালির ছবিতে কাজ শুরু করার কথা রণবীরের। আর ‘বর্ডার টু’র শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন সানি দেওল। তাই ‘রামায়ণ’-এর জন্য অতিরিক্ত সময় দিতে পারবেন না অনেকেই। সব মিলিয়ে আদতে কত দিনে এর কাজ শেষ হয়, তা দেখার অপেক্ষা।
উল্লেখ্য, সিনেমাটিতে রাম চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে। আর সীতার চরিত্রে অভিনয় করবেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। আর হনুমান চরিত্রে দেখা যাবে সানি দেওলকে। ২০২৬ সালে মুক্তি পেতে পারে ‘রামায়ণের পার্ট ১’। শুটিং হওয়ার পর ৬০০ দিন ধরে কেবল পোস্ট প্রোডাকশনের কাজ চলবে এই ছবির!
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১০ ঘণ্টা আগে