রাজস্থানের আজমিরে শুরু হয়েছে ‘জলি এলএলবি থ্রি’-র শুটিং। তার মাঝেই আইনি সমস্যায় পড়ল অক্ষয় কুমার ও আরশাদ ওয়ার্সির ছবিটি। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আজমিরের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চন্দ্রভান সিংহ রাঠোর ছবির প্রযোজক, পরিচালক ও অভিনেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
চন্দ্রভান সিংহের অভিযোগ, সিনেমাটিতে ভারতীয় বিচারব্যবস্থা, আইনজীবী ও বিচারকদের হাস্যকর ও ভুল ভাবে দেখানো হয়েছে। আজমির ডিআরএম অফিস ও পার্শ্ববর্তী গ্রামে শুটিংয়ের সময়েও ছবির ইউনিট ভারতীয় বিচারব্যবস্থার মান-সম্মান নিয়ে ছবিতে সচেতন ছিল না বলে তাঁর দাবি।
মূলত ‘জলি এলএলবি’-র প্রথম দু’টি ছবির প্রেক্ষিতে এই মামলা দায়ের করা হয়েছে। সিনেমাটিতে যেভাবে আইনজীবীকে লাঠি নিয়ে তাড়া করা বা বিচারকের নিয়ে হাস্যরসাত্মক দৃশ্য দেখানো হয়েছে, তা বিচারব্যবস্থার মর্যাদা ক্ষুণ্ন করেছে বলে অভিযোগ।
তবে এ বিষয়ে এখনো নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বলিউডের কোর্ট ড্রামা নিয়ে আলোচনা শুরু হলে প্রথমে আসে ‘জলি এলএলবি’র নাম। এই ফ্র্যাঞ্চাইজির আসছে ‘জলি এলএলবি ৩ ’। ইতিমধ্যে এই ছবির দুটি ভাগ মুক্তি পেয়েছে, যা বক্স অফিসে সফলতার সঙ্গে দর্শকপ্রিয়তা পেয়েছে। এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যায় আরশাদ ওয়ার্সিকে। ছবির দ্বিতীয় ভাগে তাঁর জায়গায় নেওয়া হয় অক্ষয় কুমারকে।
এবার দুই ভাগের দুই মুখ্য অভিনেতা একত্রিত হচ্ছেন। অক্ষয় ও আরশাদের কোর্ট ড্রামায় এবার দেখা যাবে টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখার্জিকে।
রাজস্থানের আজমিরে শুরু হয়েছে ‘জলি এলএলবি থ্রি’-র শুটিং। তার মাঝেই আইনি সমস্যায় পড়ল অক্ষয় কুমার ও আরশাদ ওয়ার্সির ছবিটি। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আজমিরের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চন্দ্রভান সিংহ রাঠোর ছবির প্রযোজক, পরিচালক ও অভিনেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
চন্দ্রভান সিংহের অভিযোগ, সিনেমাটিতে ভারতীয় বিচারব্যবস্থা, আইনজীবী ও বিচারকদের হাস্যকর ও ভুল ভাবে দেখানো হয়েছে। আজমির ডিআরএম অফিস ও পার্শ্ববর্তী গ্রামে শুটিংয়ের সময়েও ছবির ইউনিট ভারতীয় বিচারব্যবস্থার মান-সম্মান নিয়ে ছবিতে সচেতন ছিল না বলে তাঁর দাবি।
মূলত ‘জলি এলএলবি’-র প্রথম দু’টি ছবির প্রেক্ষিতে এই মামলা দায়ের করা হয়েছে। সিনেমাটিতে যেভাবে আইনজীবীকে লাঠি নিয়ে তাড়া করা বা বিচারকের নিয়ে হাস্যরসাত্মক দৃশ্য দেখানো হয়েছে, তা বিচারব্যবস্থার মর্যাদা ক্ষুণ্ন করেছে বলে অভিযোগ।
তবে এ বিষয়ে এখনো নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বলিউডের কোর্ট ড্রামা নিয়ে আলোচনা শুরু হলে প্রথমে আসে ‘জলি এলএলবি’র নাম। এই ফ্র্যাঞ্চাইজির আসছে ‘জলি এলএলবি ৩ ’। ইতিমধ্যে এই ছবির দুটি ভাগ মুক্তি পেয়েছে, যা বক্স অফিসে সফলতার সঙ্গে দর্শকপ্রিয়তা পেয়েছে। এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যায় আরশাদ ওয়ার্সিকে। ছবির দ্বিতীয় ভাগে তাঁর জায়গায় নেওয়া হয় অক্ষয় কুমারকে।
এবার দুই ভাগের দুই মুখ্য অভিনেতা একত্রিত হচ্ছেন। অক্ষয় ও আরশাদের কোর্ট ড্রামায় এবার দেখা যাবে টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখার্জিকে।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে