Ajker Patrika

নারীবিদ্বেষী ‘অ্যানিমেল’-এর সাফল্যে উদ্বেগ শর্মিলার

আপডেট : ২৮ জুন ২০২৪, ১৩: ১২
নারীবিদ্বেষী ‘অ্যানিমেল’-এর সাফল্যে উদ্বেগ শর্মিলার

বাঁধাধরা রীতি ভেঙে চুরমার করেছিলেন তিনি। প্রথাগত পথ ছেড়ে বিকিনি পরে হাজির হয়েছিলেন বড় পর্দায়। অভিনয়দক্ষতার পাশাপাশি নারীর ক্ষমতায়ন নিয়ে বার্তা দিতেও পিছপা হননি কখনো শর্মিলা ঠাকুর। ভারতের বর্ষীয়ান অভিনেত্রী এবার মুখ খুললেন বলিউডের চলতে থাকা ট্রেন্ড নিয়ে। ব্যবসার খাতিরে কি বিদ্বেষের বিষ ছড়ানো হচ্ছে? এই তর্কের মাঝে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তাঁর চিন্তার মূলে বছরের অন্যতম ব্যবসাসফল ‘অ্যানিমেল’ সিনেমা।

সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত সিনেমাকে শুধু হিংস্র নয়, প্রবলভাবে নারীবিদ্বেষী বলেই মনে হয়েছে শর্মিলা ঠাকুরের। অভিনেত্রী মুখ খুলেছেন ‘অ্যানিমেল’ আর ‘লাপাতা লেডিস’-এর কনটেন্টের তফাত আর ব্যবসার তারতম্য নিয়েও। এক ইউটিউব চ্যানেলে সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন শর্মিলা ঠাকুর। সেখানেই তিনি মুখ খুলেছেন বিভিন্ন বিষয়ে।

‘অ্যানিমেল’ সিনেমার কনটেন্ট নিয়ে আক্রমণ করে বর্ষীয়ান অভিনেত্রী বলেন, ‘কিছুদিন আগে ‘‘অ্যানিমেল’’ নামে একটা সিনেমা এসেছিল। সিনেমাটা শুধু হিংস্রই নয়, প্রবলভাবে নারীবিদ্বেষীও। তবে অনেক নারী দর্শকও সিনেমাটা দেখে বলেছেন ‘‘এমনভাবে ভালোবাসার মতো মানুষ চাই’’। এ রকম একটা সিনেমা প্রবলভাবে চললে সেটাকে সহজে নস্যাৎ করে দেওয়া যায় না। বিষয়টা ঘিরে কী হচ্ছে সেটা দেখতে, বুঝতে হয়।’

লক্ষণীয়, এর আগে জাভেদ আখতার, কঙ্গনা রনৌত থেকে তাপসী পান্নু, ‘অ্যানিমেল’ সিনেমার কনটেন্ট নিয়ে মুখ খুলেছেন একাধিক পরিচিত নাম। জাভেদ আখতার বলেছিলেন, ‘একটা সিনেমায় একজন পুরুষ এক নারীকে জুতো চাটতে বলছে। নারীকে চড় মারায় ভুল কিছু নেই বলে দাবি করছে। আর সেই সিনেমা সুপারডুপার হিট হচ্ছে! বিষয়টা ভয়ংকর।’

‘অ্যানিমেল’ মুক্তির পর সোশ্যাল মিডিয়ায়ও ঝড় বয়েছে সমালোচনার। তবে উল্টো চিত্রটাও সত্যি। সাম্প্রতিক সময়ে ভারতে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক থেকে অন্যতম সুপারহিট রণবীর কাপুর অভিনীত সিনেমাটি। শুধু ভারতে ৫০০ কোটি রুপির বেশি এবং বিশ্বজুড়ে হাজার কোটি রুপির কাছাকাছি ব্যবসা করেছিল ‘অ্যানিমেল’।

অন্যদিকে, সিনেমা হলে ব্যবসার ভিত্তিতে খুব ভালো জায়গায় না থাকলেও ওটিটি ভিউয়ের বিচারে ‘অ্যানিমেল’কে টপকে গেছে ‘লাপাতা লেডিস’। কিরণ রাও পরিচালিত সিনেমা নিয়ে শর্মিলা ঠাকুর বলেছেন, ‘অল্প বাজেটের মধ্যে থিয়েটারে ভালো ফল পেয়েছে ‘‘লাপাতা লেডিস’’। উল্টোদিকে ‘‘অ্যানিমেল’’ তৈরিতে যেমন খরচ করা হয়েছিল, সিনেমাটি ব্যবসাও করেছে সেরকম। আর সেই দুটোর মধ্যে তফাত বিশাল। সামনের দিনগুলোতে এই ধারা বদলাবে বলেও মনে হয় না।’

তিনি আরও বলেন, ‘ছোট বাজেটের সিনেমা তাদের বিনিয়োগ করা টাকা হয়তো বাজার থেকে তুলে নিতে পারবে, কিন্তু ওরকম ব্যাপকভাবে ব্যবসা রণবীর কাপুর বা রণবীর সিংরাই এনে দিতে পারবেন।’

শর্মিলা ঠাকুর। ছবি: নূর এ আলমপাশাপাশি কারিনা কাপুর খানের শেষ সিনেমা ‘ক্রু’ নিয়েও মুখ খুলেছেন বর্ষীয়ান অভিনেত্রী। সিনেমার চিত্রনাট্যকে ‘অ্যাবসার্ড’ বলেই দাবি করেছেন অভিনেত্রীর শাশুড়ি। যদিও সিনেমার বার্তা ঘিরে তাঁর মত, ‘বলা হয় মেয়েরাই নাকি মেয়েদের শত্রু, এখানে তেমনটা না দেখিয়ে অন্য দিকটা তুলে ধরা হয়েছে। তিনজনের মধ্যে বন্ধুত্ব দেখানো হয়েছে দারুণভাবে।’

শর্মিলা ঠাকুরের এই সাক্ষাৎকার সামনে আসার পরই নেট মহল ফের সরগরম। ব্যবসার নিরিখে বিদ্বেষের বিষকে প্রশ্রয় দেওয়া যায়, নাকি ভালো কনটেন্টই একমাত্র কিং? আপাতত চর্চা চললেও এর উত্তর নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত