কিছুদিন আগেই ‘ছাওয়া’ সিনেমার শুটিং শেষ করেছেন ভিকি কৌশল। অবসর পেয়েই ক্যাটরিনাকে নিয়ে লন্ডনে পাড়ি দিয়েছেন অভিনেতা। বেকার স্ট্রিটের রাস্তায় এক নেটিজেনের ক্যামেরাবন্দী হন তারকা দম্পতি। সেখানে অভিনেত্রীকে পুরো শরীর ওভারকোটে ঢাকা অবস্থায় দেখা যায়। ভিকির পরনে ছিল ব্লু ডেনিম। সামনে থেকে দ্রুত এক ব্যক্তি হেঁটে আসছিলেন। তাঁর গতি দেখে সতর্ক হন অভিনেতা। হাত দিয়ে আলতো করে ক্যাটরিনাকে আগলে নেন।
এই ভিডিও দেখেই নেটিজেনদের বক্তব্য, ক্যাটরিনা নিশ্চিতভাবে অন্তঃসত্ত্বা। দীপিকার থেকে বেশি মাসের গর্ভাবস্থা ক্যাটরিনার, এমন ইঙ্গিতও দেওয়া হয়েছে কমেন্ট বক্সে।
এ রকম গুঞ্জন শুরু হয়েছে সম্প্রতি। আরও স্পষ্ট করে বললে অভিনেতা ভিকি কৌশলের জন্মদিনে পোস্ট করেন ক্যাটরিনা। সেখানে তিনটা হার্ট ইমোজি আর তিনটা কেকের ছবি ছিল। নেটিজেনদের প্রশ্ন, তাহলে কি পরিবারের তিন নম্বর সদস্য আসতে চলেছে? পাশাপাশি তাঁদের কৌতূহল, কেন একটা ছবিতেও ক্যাটরিনা নেই? তিনি কি সামনে আসতে চাইছেন না?
দীপিকার পর এবার ক্যাটরিনাও মা হওয়ার তালিকায় নাম লেখাতে পারেন বলেই মনে করছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘নিশ্চয়ই প্রেগন্যান্ট ক্যাটরিনা। তাঁকে আর ভিকিকে আগাম শুভেচ্ছা রইল।’
যদিও ক্যাটরিনার ক্ষেত্রে এমন রটনা নতুন নয়। এর আগেও একাধিকবার তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার রটনা শোনা গেছে। এবার এই রটনা ঘটনায় পরিণত হোক—এমনই আশা অনুরাগীদের।
কিছুদিন আগেই ‘ছাওয়া’ সিনেমার শুটিং শেষ করেছেন ভিকি কৌশল। অবসর পেয়েই ক্যাটরিনাকে নিয়ে লন্ডনে পাড়ি দিয়েছেন অভিনেতা। বেকার স্ট্রিটের রাস্তায় এক নেটিজেনের ক্যামেরাবন্দী হন তারকা দম্পতি। সেখানে অভিনেত্রীকে পুরো শরীর ওভারকোটে ঢাকা অবস্থায় দেখা যায়। ভিকির পরনে ছিল ব্লু ডেনিম। সামনে থেকে দ্রুত এক ব্যক্তি হেঁটে আসছিলেন। তাঁর গতি দেখে সতর্ক হন অভিনেতা। হাত দিয়ে আলতো করে ক্যাটরিনাকে আগলে নেন।
এই ভিডিও দেখেই নেটিজেনদের বক্তব্য, ক্যাটরিনা নিশ্চিতভাবে অন্তঃসত্ত্বা। দীপিকার থেকে বেশি মাসের গর্ভাবস্থা ক্যাটরিনার, এমন ইঙ্গিতও দেওয়া হয়েছে কমেন্ট বক্সে।
এ রকম গুঞ্জন শুরু হয়েছে সম্প্রতি। আরও স্পষ্ট করে বললে অভিনেতা ভিকি কৌশলের জন্মদিনে পোস্ট করেন ক্যাটরিনা। সেখানে তিনটা হার্ট ইমোজি আর তিনটা কেকের ছবি ছিল। নেটিজেনদের প্রশ্ন, তাহলে কি পরিবারের তিন নম্বর সদস্য আসতে চলেছে? পাশাপাশি তাঁদের কৌতূহল, কেন একটা ছবিতেও ক্যাটরিনা নেই? তিনি কি সামনে আসতে চাইছেন না?
দীপিকার পর এবার ক্যাটরিনাও মা হওয়ার তালিকায় নাম লেখাতে পারেন বলেই মনে করছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘নিশ্চয়ই প্রেগন্যান্ট ক্যাটরিনা। তাঁকে আর ভিকিকে আগাম শুভেচ্ছা রইল।’
যদিও ক্যাটরিনার ক্ষেত্রে এমন রটনা নতুন নয়। এর আগেও একাধিকবার তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার রটনা শোনা গেছে। এবার এই রটনা ঘটনায় পরিণত হোক—এমনই আশা অনুরাগীদের।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে