Ajker Patrika

টম ক্রুজের ভক্তদের জন্য দুঃসংবাদ

বিনোদন ডেস্ক, ঢাকা
টম ক্রুজের ভক্তদের জন্য দুঃসংবাদ

চলতি বছরে বড়পর্দায় হাজির হওয়ার কথা থাকলেও সেই সম্ভাবনা বাতিল করেছেন টম ক্রুজ। ভ্যারাইটিতে প্রকাশিত এক প্রতিবেদন বলছে, ফের পিছিয়েছে টম ক্রজের ‘টপ গান: ম্যাভরিক’ এবং ‘মিশন ইম্পসিবল ৭’। কেন মুক্তির তারিখ ঘোষণা করেও ফের পিছালো টম ক্রুজের ছবি? তাও আবার একসঙ্গে দুটি ছবি। তা নিয়েও প্রশ্ন উঠেছে।

জানা গেছে, এর একমাত্র করোনা। চলতি বছরের ১৯ নভেম্বর বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল ‘টপ গান: ম্যাভেরিক’-এর। ছবিটি পুরোপুরি মুক্তির জন্য প্রস্তুতও। তা পিছিয়ে করা হয়েছে ২০২২ এর ২৭ মে। আবার আগামী বছর ২৭ মে তে মুক্তি পাওয়ার কথা ছিল টমের ‘মিশন ইম্পসিবল’ সিরিজের ৭ নম্বর ছবির। তা পিছিয়ে আপাতত করা হয়েছে ২০২২ এর ৩০ সেপ্টেম্বর। গত দেড় বছরে এই করোনার কারণে একাধিকবার মুক্তির তারিখ পিছিয়েছে এই দুই ছবির।

টম ক্রজপ্রযোজক সংস্থা বলছে, ছবির যে বাজেট তা নিয়ে এই সময় মুক্তি দিতে উৎসাহ পাচ্ছে না। তাছাড়া ওটিটি প্লাটফর্মেও ছবিগুলো মুক্তি দেওয়া সম্ভব নয়। কারণ এই পরিমাণ বাজেট দিতে তারা এখনো প্রস্তুত নয়। তাই যত দিন না বিশ্বজুড়ে সব সিনেমা হল খুলছে এবং দর্শকরা ঝাঁকে ঝাঁকে ফের হলমুখী না হচ্ছেন, তার আগে টম ক্রুজের এই দুই ছবি মুক্তি পেলে ভরাডুবির আশঙ্কাই বেশি।

টম ক্রজএই দুই ছবির বাজেট আকাশছোঁয়া। তাছাড়া ১৯৮৬ সালের পর ‘টপ গান’ এর সিক্যুয়েলের জন্য দর্শকদের আগ্রহ বেড়েই চলেছে। অন্যদিকে, ‘মিশন ইম্পসিবল' সিরিজকে বলা হয় হলিউডের ইতিহাসের অন্যতম সুপারহিট সিরিজ।

তাই অন্যভাবে দেখলে, যত অপেক্ষা বাড়বে তত হয়ত হলমুখী হওয়া দর্শকের সংখ্যাটা বাড়বে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত