Ajker Patrika

মাদক মামলায় আরেক অভিনেতা গ্রেপ্তার

মাদক মামলায় আরেক অভিনেতা গ্রেপ্তার

বাড়িতে মাদক রাখার অভিযোগে গ্রেপ্তার করা হল বলিউড অভিনেতা আরমান কোহলিকে। গতকাল শনিবার তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার করেছে ভারতের কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)। টানা ১২ ঘণ্টা জেরার পর রবিবার সকালে আরমানকে গ্রেপ্তার করেন এনসিবি-র গোয়েন্দারা। আজ রবিবার দুপুরে মুম্বাইয়ের আদালতে তোলা হবে এই অভিনেতাকে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে তদন্তকারীরা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিনেতাকে।

বিগ বস-এর সপ্তম সিজনের প্রতিযোগী আরমান। শনিবারই তাঁর মুম্বাইয়ের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল এনসিবি-র গোয়েন্দারা। তল্লাশির পর আরমানের বাড়ি থেকে মাদক উদ্ধার করা হয়। এরপরই জিজ্ঞাসাবাদের জন্য অভিনেতাকে হেফাজতে নেয় এনসিবি। এনসিবি-র মুম্বাইয়ের জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে জানিয়েছেন, মাদক প্রশ্নে তদন্তকারীদের যথাযথ জবাব দিতে পারেননি আরমান। তাই গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। তবে এর বেশি কিছু বলতে চাননি সমীর। তিনি জানিয়েছেন, আরমানকে জিজ্ঞাসাবাদ পর্ব এখনও চলছে। শীঘ্রই এ বিষয়ে বাকি তথ্যও জানানো হবে।

মুম্বাইয়ের মাদক পাচার চক্রের খোঁজে বেশ তৎপর হয়ে উঠেছে পুলিশ। গেল কয়েকদিনে গ্রেপ্তার হওয়া বেশ কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করেই মাদকচক্রে বলিউডের বিভিন্ন তারকা যুক্ত আছে বলে জানা যায়। আরমানের নামও প্রকাশ্যে আসে। এই অভিযানে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে সাত জনকে। যার মধ্যে একজন টেলিভিশন অভিনেতা গৌরব দীক্ষিত। এ ছাড়া দু’জন নাইজেরিয়ান নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে।

বলিউডে ‘জানি দুশমন’, ‘এলওসি: কারগিল’, ‘প্রেম রতন ধন পায়ো’-সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন আরমান। তবে তাঁর ক্যারিয়ারে হিট ছবির সংখ্যা বেশ কম। ২০১৩ সালে ‘বিগ বস’-এর সপ্তম সিজনে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন আরমান। সেখানেও বিতর্কে জড়ান। অন্য এক প্রতিযোগীকে শারীরিক হেনস্থার অভিযোগে গ্রেপ্তার করা হয় তাঁকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব: জাকসু নির্বাচন কমিশন

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত