‘বীরানা’ খ্যাত ভারতের বর্ষীয়ান চিত্রগ্রাহক গাঙ্গু রামসে মারা গেছেন। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকাল রোববার মৃত্যু হয় গাঙ্গু রামসের। দীর্ঘদিন ধরেই বার্ধক্য জনিত নানান সমস্যায় ভুগছিলেন তিনি। রোববার মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাঁর পরিবার।
সত্তর আশির দশকে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে হরর ফিল্ম মানেই ছিল রামসে ব্রাদার্স। সেই রামসে ব্রাদার্সদের মধ্যে অন্যতম ছিলেন গাঙ্গু রামসে। যার ক্যামেরার কারুকাজে হিন্দি ছবির দর্শক পেয়েছে হরর ঘরানার একাধিক ছবি। যার মধ্যে ১৯৮৮ সালে মুক্তি পাওয়া ‘বীরানা’ ছিল অন্যতম চর্চিত ছবি।
গাঙ্গু রামসে-র বাবাও ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন। তিনিও ছিলেন বিখ্যাত চিত্রগ্রাহক ও প্রযোজক। বাবার প্রযোজনায় ৫০টি ছবির চিত্রগ্রাহক ছিলেন গাঙ্গু রামসে। যার মধ্যে ছিল ‘পুরানা মন্দির’, ‘বীরানা’, ‘খোঁজ’, ‘বন্ধ দরওয়াজা’, ‘খোঁজ’, ‘পুরানি হাভেলি’, ‘দো গজ জমিন কে নিচে’, ‘তাহখানা’র মত গা ছমছম করা ছবি। নব্বইয়ের দশকে ‘রামসে ব্রাদার্স’ এর হরর ছবি ভীষণভাবেই জনপ্রিয় ছিল।
গাঙ্গু রামসে টেলিভিশনেও তাঁর কৃতিত্বের ছাপ রেখেছেন। এর মধ্যে রয়েছে— ‘দ্য জি হরর শো’, ‘স্যাটারডে সাসপেন্স,’ ‘এক্স জোন’, ‘নাগিন’-এর মতো গুরুত্বপূর্ণ শো।
‘বীরানা’ খ্যাত ভারতের বর্ষীয়ান চিত্রগ্রাহক গাঙ্গু রামসে মারা গেছেন। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকাল রোববার মৃত্যু হয় গাঙ্গু রামসের। দীর্ঘদিন ধরেই বার্ধক্য জনিত নানান সমস্যায় ভুগছিলেন তিনি। রোববার মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাঁর পরিবার।
সত্তর আশির দশকে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে হরর ফিল্ম মানেই ছিল রামসে ব্রাদার্স। সেই রামসে ব্রাদার্সদের মধ্যে অন্যতম ছিলেন গাঙ্গু রামসে। যার ক্যামেরার কারুকাজে হিন্দি ছবির দর্শক পেয়েছে হরর ঘরানার একাধিক ছবি। যার মধ্যে ১৯৮৮ সালে মুক্তি পাওয়া ‘বীরানা’ ছিল অন্যতম চর্চিত ছবি।
গাঙ্গু রামসে-র বাবাও ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন। তিনিও ছিলেন বিখ্যাত চিত্রগ্রাহক ও প্রযোজক। বাবার প্রযোজনায় ৫০টি ছবির চিত্রগ্রাহক ছিলেন গাঙ্গু রামসে। যার মধ্যে ছিল ‘পুরানা মন্দির’, ‘বীরানা’, ‘খোঁজ’, ‘বন্ধ দরওয়াজা’, ‘খোঁজ’, ‘পুরানি হাভেলি’, ‘দো গজ জমিন কে নিচে’, ‘তাহখানা’র মত গা ছমছম করা ছবি। নব্বইয়ের দশকে ‘রামসে ব্রাদার্স’ এর হরর ছবি ভীষণভাবেই জনপ্রিয় ছিল।
গাঙ্গু রামসে টেলিভিশনেও তাঁর কৃতিত্বের ছাপ রেখেছেন। এর মধ্যে রয়েছে— ‘দ্য জি হরর শো’, ‘স্যাটারডে সাসপেন্স,’ ‘এক্স জোন’, ‘নাগিন’-এর মতো গুরুত্বপূর্ণ শো।
কয়েক বছর ধরেই ভাঙাগড়ার মধ্যে চলছে ব্যান্ড চিরকুট। দুই বছর আগে ব্যান্ড ছাড়েন ইমন চৌধুরী। ইমনের পথ ধরে গত বছর চিরকুট ছেড়েছেন জাহিদ নীরব। ব্যান্ডের পাশাপাশি একক ক্যারিয়ারে মনোযোগ দিয়েছেন ড্রামার ও সংগীত প্রযোজক পাভেল আরিন। তবে থেমে নেই চিরকুটের কার্যক্রম। নতুন সদস্য নিয়ে এগিয়ে চলেছেন দলটির প্রধান ও ভোক
১৫ ঘণ্টা আগেবাংলা আধুনিক সংগীতের তিনজন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, লিটন অধিকারী রিন্টু ও গোলাম মোর্শেদকে সম্মাননা দিল গীতিকবি সংঘ বাংলাদেশ। গত শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে গীতিকবি সংঘ বাংলাদেশ আয়োজিত প্রথম ‘গীতিকবি আড্ডা’ অনুষ্ঠানে তাঁদের এই সম্মাননা দেওয়া হয়।
১৬ ঘণ্টা আগেট্রাক ড্রাইভার আব্বাস একজন প্রেমিক মানুষ। সাত জেলায় সাতটি বিয়ে করেছে সে। সাত বউকে একে অপরের থেকে গোপন রেখে সুনিপুণভাবে সাত সংসার সামলায় সে। একদিন এক বৃদ্ধের সঙ্গে বিয়ে হওয়া থেকে যুবতী এক সুন্দরীকে রক্ষা করার পর সেই সুন্দরী তার প্রেমে পড়ে যায়। তাকে বিয়ে করতে চায়। কিন্তু আব্বাস জানে আট মানে সর্বনাশ,
১৬ ঘণ্টা আগেসংস্কৃতি অঙ্গনের সফল সন্তানদের মায়েদের হাতে মা দিবসে তুলে দেওয়া হলো ‘মা পদক ২০২৫’। আলী-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে, মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিংয়ের আয়োজনে ১০ মে বিকেল ৪টায় রাজধানীর হোটেল রিজেন্সিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পদক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভিনেত্রী ডলি জহুর। উপস্থিত ছিলেন
১৬ ঘণ্টা আগে