Ajker Patrika

ভাই তো ভাইই হয়

ভাই তো ভাইই হয়

দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান, সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ সিনেমা দিয়ে। কিন্তু একের পর এক ফ্লপ ছবির নাম জড়িয়ে গেছে শাহরুখের নামের সঙ্গে। তাই তাঁর আত্মবিশ্বাস কিছুটা নড়বড়ে হয়ে গেছে কি না, কে জানে!

সে কারণে হয়তো কিছুটা ভর করতে চাইছেন সালমান খানের কাঁধে। তাই শাহরুখ নিজেই সালমানকে অনুরোধ করেছিলেন ‘পাঠান’ ছবিতে অভিনয়ের জন্য। শাহরুখকে না বলেননি সালমান।

পাঠান সিনেমায় সালমান খানের অংশের শুটিং শেষ হয়েছে। নতুন খবর হলো, সিনেমার ১০ দিনের শুটের জন্য সালমান কোনো পারিশ্রমিক নেননি। শুটিং শুরুর আগে বলেছেন, আগে ভালোভাবে কাজটা শেষ হোক। শুটিং শেষে আদিত্য চোপড়া পারিশ্রমিক নিয়ে কথা বলতে গেলে সালমান বলেছেন, শাহরুখ তাঁর ভাইয়ের মতো, শাহরুখের জন্য সে সবকিছু করতে পারে। সালমান তাঁর পারিশ্রমিক ‘পাঠান’ এবং ‘টাইগার থ্রি’ তে ব্যবহার করতে বলেছেন। আদিত্য চোপড়া সালমানের ব্যবহারে খুশি হয়ে সালমানকে দামি গিফট দেওয়ার চিন্তা করছেন বলে জানান বলিউড হাঙ্গামাকে।

এই ঘটনা আদিত্য চোপড়া যখন শাহরুখকে বলেছেন, শাহরুখ একদমই অবাক না হয়ে উত্তরে বলেন, ভাই তো ভাইই হয়।

এর আগে শাহরুখ-ক্য়াটরিনা ও অনুশকা শর্মা অভিনীত ‘জিরো’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল বলিউড ভাইজানকে। এ ছাড়া ‘কুছ কুছ হোতা হ্য়ায়’, ‘করণ অর্জুন’, ‘হাম তুমহারে হ্য়ায় সনম’ -এর মতো বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন শাহরুখ-সালমান।

২০১৮ সালে শাহরুখের জিরো বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। তাই পাঠান ছবিটি কেমন হয়, সেদিকেই তাকিয়ে বাদশার ভক্তমহল।

সূত্র: বলিউড হাঙ্গামা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত