২৪ বছরে পা দিলেন আরিয়ান খান। জন্মদিনের দিন মাদক মামলায় এনসিবি-র অফিসে হাজিরা দিতে হয়েছে আরিয়ানকে। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ক্ষোভ প্রকাশ করে শাহরুখ খান আর আরিয়ান খানের ভক্তরা। বম্বে হাই কোর্টের নির্দেশ অনুযায়ী প্রতি শুক্রবার এনসিবি-র অফিসে হাজিরা দিতে হবে আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট আর মুনমুন ধমেচাকে। আজ শুক্রবার জন্মদিনেও আরিয়ান খান হাজিরা দিয়েছেন।
শাহরুখের ছেলের পক্ষে টুইট করতে দেখা যায় অনেককে। একজন লিখেছেন, ‘জন্মদিনের দিনই এনসিবি অফিসে আসতে হবে? আগের বা পরের দিন এলে চলত না?’ এমন অনেক মন্তব্য টুইটারে পাওয়া যায়।
টুইটারে শুভেচ্ছা বার্তাও পাচ্ছেন আরিয়ান খান। উল্লেখযোগ্যভাবে বলা যায়, জন্মদিনে ৫০০ গাছ উপহার পাওয়ার কথা। গাছগুলো উপহার দিয়েছেন বাবা শাহরুখ খানের প্রিয় বন্ধু জুহি চাওলা। শাহরুখ পু্ত্রের জন্মদিনে এমনই উদ্যোগ নিয়েছেন জুহি চাওলা।
টুইটারে আরিয়ানকে লেখা জন্মদিনের শুভেচ্ছা-বার্তায় আরিয়ানদের শৈশবে তোলা একটা ছবি পোস্ট করেন। ছবিতে জুহির দুই সন্তান জাহ্নবী এবং অর্জুনের সঙ্গে দেখা যাচ্ছে আরিয়ানকে।
বন্ধুপুত্রকে জুহি লিখেছেন— ‘শুভ জন্মদিন আরিয়ান। এত বছর ধরে তোমার জন্য আমাদের শুভেচ্ছা একই রকম আছে। ঈশ্বর তোমাকে ভাল রাখুন এবং পথ দেখান। অনেক ভালবাসা রইল। তোমার নামে ৫০০টি গাছ রোপন করবো আমরা।’
শাহরুখ খানের সঙ্গে জুহির বন্ধুত্ব বহুদিনের। পেশার গণ্ডি পেরিয়ে একে অপরের পাশে থেকেছেন ব্যক্তি জীবনেও। মাদক-কাণ্ডে আরিয়ানের জামিনদার হয়েছিলেন অভিনেত্রী। শাহরুখপুত্রকে জেল থেকে বের করতে এক লক্ষ টাকার বন্ডেও সই করেন তিনি। আরিয়ানকে নিজের ছেলের মতোই ভালবাসেন জুহি।
প্রায় এক মাস জেলে কাটিয়ে আপাতত ঘরে ফিরেছেন আরিয়ান। তবে এই মুহূর্তে চার দেওয়ালের ঘেরাটোপেই পরিবারের সান্নিধ্যেই দিন কাটছে তারকা সন্তানের।
২৪ বছরে পা দিলেন আরিয়ান খান। জন্মদিনের দিন মাদক মামলায় এনসিবি-র অফিসে হাজিরা দিতে হয়েছে আরিয়ানকে। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ক্ষোভ প্রকাশ করে শাহরুখ খান আর আরিয়ান খানের ভক্তরা। বম্বে হাই কোর্টের নির্দেশ অনুযায়ী প্রতি শুক্রবার এনসিবি-র অফিসে হাজিরা দিতে হবে আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট আর মুনমুন ধমেচাকে। আজ শুক্রবার জন্মদিনেও আরিয়ান খান হাজিরা দিয়েছেন।
শাহরুখের ছেলের পক্ষে টুইট করতে দেখা যায় অনেককে। একজন লিখেছেন, ‘জন্মদিনের দিনই এনসিবি অফিসে আসতে হবে? আগের বা পরের দিন এলে চলত না?’ এমন অনেক মন্তব্য টুইটারে পাওয়া যায়।
টুইটারে শুভেচ্ছা বার্তাও পাচ্ছেন আরিয়ান খান। উল্লেখযোগ্যভাবে বলা যায়, জন্মদিনে ৫০০ গাছ উপহার পাওয়ার কথা। গাছগুলো উপহার দিয়েছেন বাবা শাহরুখ খানের প্রিয় বন্ধু জুহি চাওলা। শাহরুখ পু্ত্রের জন্মদিনে এমনই উদ্যোগ নিয়েছেন জুহি চাওলা।
টুইটারে আরিয়ানকে লেখা জন্মদিনের শুভেচ্ছা-বার্তায় আরিয়ানদের শৈশবে তোলা একটা ছবি পোস্ট করেন। ছবিতে জুহির দুই সন্তান জাহ্নবী এবং অর্জুনের সঙ্গে দেখা যাচ্ছে আরিয়ানকে।
বন্ধুপুত্রকে জুহি লিখেছেন— ‘শুভ জন্মদিন আরিয়ান। এত বছর ধরে তোমার জন্য আমাদের শুভেচ্ছা একই রকম আছে। ঈশ্বর তোমাকে ভাল রাখুন এবং পথ দেখান। অনেক ভালবাসা রইল। তোমার নামে ৫০০টি গাছ রোপন করবো আমরা।’
শাহরুখ খানের সঙ্গে জুহির বন্ধুত্ব বহুদিনের। পেশার গণ্ডি পেরিয়ে একে অপরের পাশে থেকেছেন ব্যক্তি জীবনেও। মাদক-কাণ্ডে আরিয়ানের জামিনদার হয়েছিলেন অভিনেত্রী। শাহরুখপুত্রকে জেল থেকে বের করতে এক লক্ষ টাকার বন্ডেও সই করেন তিনি। আরিয়ানকে নিজের ছেলের মতোই ভালবাসেন জুহি।
প্রায় এক মাস জেলে কাটিয়ে আপাতত ঘরে ফিরেছেন আরিয়ান। তবে এই মুহূর্তে চার দেওয়ালের ঘেরাটোপেই পরিবারের সান্নিধ্যেই দিন কাটছে তারকা সন্তানের।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৯ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৩ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৪ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৮ ঘণ্টা আগে