বক্স অফিসে শতকোটির মাইলফলক স্পর্শ করল রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমা ‘তু ঝুটি ম্যায় মক্কার’। মুক্তির মাত্র ৯ দিনে বিশ্বব্যাপী শতকোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে সিনেমাটি। বলিউড চলচ্চিত্র বিশ্লেষক সাকনিল্কের বরাত দিয়ে সংবাদটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদন থেকে জানা যায় এখন পর্যন্ত সিনেমাটির মোট আয় ১০৩.৭৫ কোটি রুপি। গতকাল বৃহস্পতিবার এর আয় ছিল ৪.৭৭ কোটি রুপি। মুক্তির মাত্র দুই দিনেই ২৬ কোটি রুপিরও বেশি আয় করেছে সিনেমাটি। প্রথম দিনে ১৫ দশমিক ৭৩ কোটি রুপি আয় দিয়ে শুরু করা সিনেমাটির দ্বিতীয় দিনের আয় ১০ দশমিক ৩৪ কোটি রুপি। সব মিলিয়ে প্রথম দুই দিনে সিনেমাটির আয় ছিল ২৬ দশমিক ০৭ কোটি রুপি।
লাভ রঞ্জন পরিচালিত ‘তু ঝুটি ম্যায় মক্কর’ ছবিটি ভারতের ৩ হাজার ৬০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। সিনেমাটির অগ্রিম টিকিট বুকিংয়ের প্রথম দিনেই ৩০ হাজার টিকিট বিক্রি হয়। মুক্তির আগে প্রায় ৮৫ হাজার অগ্রিম টিকিট বিক্রি হয়।
এটির মাধ্যমেই প্রথমবারের মতো জুটি বেঁধে একসঙ্গে অভিনয় করেছেন রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর। ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবিতে রণবীর কাপুরের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া। আর এই ছবির মাধ্যমেই অভিনয় জগতে পা রেখেছেন প্রযোজক-পরিচালক বনি কাপুর। রণবীরের বাবার ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন—স্ট্যান্ডআপ কমেডিয়ান অনুভব সিং বাসসিকে। লাভ রঞ্জন পরিচালিত সিনেমাটি কিছুদিন পরে নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বক্স অফিসে শতকোটির মাইলফলক স্পর্শ করল রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমা ‘তু ঝুটি ম্যায় মক্কার’। মুক্তির মাত্র ৯ দিনে বিশ্বব্যাপী শতকোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে সিনেমাটি। বলিউড চলচ্চিত্র বিশ্লেষক সাকনিল্কের বরাত দিয়ে সংবাদটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদন থেকে জানা যায় এখন পর্যন্ত সিনেমাটির মোট আয় ১০৩.৭৫ কোটি রুপি। গতকাল বৃহস্পতিবার এর আয় ছিল ৪.৭৭ কোটি রুপি। মুক্তির মাত্র দুই দিনেই ২৬ কোটি রুপিরও বেশি আয় করেছে সিনেমাটি। প্রথম দিনে ১৫ দশমিক ৭৩ কোটি রুপি আয় দিয়ে শুরু করা সিনেমাটির দ্বিতীয় দিনের আয় ১০ দশমিক ৩৪ কোটি রুপি। সব মিলিয়ে প্রথম দুই দিনে সিনেমাটির আয় ছিল ২৬ দশমিক ০৭ কোটি রুপি।
লাভ রঞ্জন পরিচালিত ‘তু ঝুটি ম্যায় মক্কর’ ছবিটি ভারতের ৩ হাজার ৬০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। সিনেমাটির অগ্রিম টিকিট বুকিংয়ের প্রথম দিনেই ৩০ হাজার টিকিট বিক্রি হয়। মুক্তির আগে প্রায় ৮৫ হাজার অগ্রিম টিকিট বিক্রি হয়।
এটির মাধ্যমেই প্রথমবারের মতো জুটি বেঁধে একসঙ্গে অভিনয় করেছেন রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর। ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবিতে রণবীর কাপুরের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া। আর এই ছবির মাধ্যমেই অভিনয় জগতে পা রেখেছেন প্রযোজক-পরিচালক বনি কাপুর। রণবীরের বাবার ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন—স্ট্যান্ডআপ কমেডিয়ান অনুভব সিং বাসসিকে। লাভ রঞ্জন পরিচালিত সিনেমাটি কিছুদিন পরে নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন চার সিনেমা। দেশের তিনটি সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় আছে হলিউডের এক সিনেমা। সিনেমাগুলো হলো ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘উদীয়মান সূর্য’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ সপ্তাহের মুক্তি পাওয়া সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
১০ মিনিট আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ ঘণ্টা আগেবুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৮ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
১৩ ঘণ্টা আগে