করোনা মহামারির পর থেকে বলিউডে চলছে ব্যবসায় খরা। গত বছর বেশ কিছু সিনেমা বক্স অফিসে বাজিমাত করলেও চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যবসা কমেছে ৭০০ কোটি রুপির বেশি। তারকাদের পারিশ্রমিক কমানোর পরামর্শ দিচ্ছেন বাণিজ্য বিশ্লেষকেরা। তারকাদের ক্রমবর্ধমান পারিশ্রমিক ও সিনেমা নির্মাণের মূল্যবৃদ্ধি নিয়ে চিন্তিত অভিনেতা কার্তিক আরিয়ান ও নির্মাতা কবীর খান। সম্প্রতি মুক্তি প্রতীক্ষিত সিনেমার প্রচারে এসে এ বিষয়ে কথা বলেছেন তাঁরা।
মুক্তির অপেক্ষায় কবীর খান পরিচালিত ও কার্তিক অভিনীত সিনেমা ‘চান্দু চ্যাম্পিয়ন’। সিনেমাটির প্রচারে সম্প্রতি বলিউডের বক্স অফিস খরা ও সিনেমার বাজেট নিয়ে কথা বলেছেন কবীর ও কার্তিক।
কবীর খান বলেন, ‘মহামারির পরে দর্শকের সিনেমা দেখার অভ্যাস বদলে গেছে। হলে গিয়ে সিনেমা দেখা কমেছে, আবার ওটিটি কনটেন্ট দেখার বহর বেড়েছে। ফলে সেই মতো চিন্তাভাবনা করতে হবে নির্মাতাদের।’
তবে সিনেমার ব্যবসা অনুযায়ী পারিশ্রমিক ঠিক করা উচিত বলে মনে করেন কার্তিক। অভিনেতার কথায়, ‘সিনেমা মুক্তির পরে তার স্বত্ব বিক্রি শুরু হয়। তা থেকে একটা পরিমাণ টাকা পাওয়া যায়। যদি কোনো তারকার স্টার ভ্যালু আর পুরো প্রজেক্টের ভ্যালু ব্যবসায় লাভ দেয়, তাহলে তারকাদের পারিশ্রমিক বৃদ্ধির মানে থাকে। কিন্তু সেটা যদি না হয়, তাহলে তো নিজের অংশ থেকে লভ্যাংশ কমাতে হবে। এভাবেই সুস্থ আলোচনা চলতে পারে।’
উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় আছে কার্তিক আরিয়ানের ‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমাটি। কবীর খান পরিচালিত এই স্পোর্টস ড্রামায় উঠে আসবে প্যারা অলিম্পিকের গোল্ড মেডেল প্রাপ্ত মুরলিকান্ত পেটকরের কথা। ১৪ জুন মুক্তি পাবে সিনেমাটি।
করোনা মহামারির পর থেকে বলিউডে চলছে ব্যবসায় খরা। গত বছর বেশ কিছু সিনেমা বক্স অফিসে বাজিমাত করলেও চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যবসা কমেছে ৭০০ কোটি রুপির বেশি। তারকাদের পারিশ্রমিক কমানোর পরামর্শ দিচ্ছেন বাণিজ্য বিশ্লেষকেরা। তারকাদের ক্রমবর্ধমান পারিশ্রমিক ও সিনেমা নির্মাণের মূল্যবৃদ্ধি নিয়ে চিন্তিত অভিনেতা কার্তিক আরিয়ান ও নির্মাতা কবীর খান। সম্প্রতি মুক্তি প্রতীক্ষিত সিনেমার প্রচারে এসে এ বিষয়ে কথা বলেছেন তাঁরা।
মুক্তির অপেক্ষায় কবীর খান পরিচালিত ও কার্তিক অভিনীত সিনেমা ‘চান্দু চ্যাম্পিয়ন’। সিনেমাটির প্রচারে সম্প্রতি বলিউডের বক্স অফিস খরা ও সিনেমার বাজেট নিয়ে কথা বলেছেন কবীর ও কার্তিক।
কবীর খান বলেন, ‘মহামারির পরে দর্শকের সিনেমা দেখার অভ্যাস বদলে গেছে। হলে গিয়ে সিনেমা দেখা কমেছে, আবার ওটিটি কনটেন্ট দেখার বহর বেড়েছে। ফলে সেই মতো চিন্তাভাবনা করতে হবে নির্মাতাদের।’
তবে সিনেমার ব্যবসা অনুযায়ী পারিশ্রমিক ঠিক করা উচিত বলে মনে করেন কার্তিক। অভিনেতার কথায়, ‘সিনেমা মুক্তির পরে তার স্বত্ব বিক্রি শুরু হয়। তা থেকে একটা পরিমাণ টাকা পাওয়া যায়। যদি কোনো তারকার স্টার ভ্যালু আর পুরো প্রজেক্টের ভ্যালু ব্যবসায় লাভ দেয়, তাহলে তারকাদের পারিশ্রমিক বৃদ্ধির মানে থাকে। কিন্তু সেটা যদি না হয়, তাহলে তো নিজের অংশ থেকে লভ্যাংশ কমাতে হবে। এভাবেই সুস্থ আলোচনা চলতে পারে।’
উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় আছে কার্তিক আরিয়ানের ‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমাটি। কবীর খান পরিচালিত এই স্পোর্টস ড্রামায় উঠে আসবে প্যারা অলিম্পিকের গোল্ড মেডেল প্রাপ্ত মুরলিকান্ত পেটকরের কথা। ১৪ জুন মুক্তি পাবে সিনেমাটি।
মুস্তাফা জামান আব্বাসী উপমহাদেশের বিখ্যাত সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আব্বাসউদ্দীন আহমদ ছিলেন বাংলা পল্লিগীতির কিংবদন্তি শিল্পী, যিনি এই ধারার সংগীতকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে তুলেছিলেন। তাঁর চাচা আব্দুল করিম ছিলেন ভাওয়াইয়া ও ভাটিয়ালি ধারার জনপ্রিয় শিল্পী। বড় ভাই মোস্তফা কামাল...
৮ ঘণ্টা আগেগত রোজার ঈদে ‘চক্কর’ সিনেমায় পুলিশের গোয়েন্দা কর্মকর্তা মঈনুল চরিত্রে হত্যা রহস্য উন্মোচন করতে দেখা গেছে মোশাররফ করিমকে। আবারও তিনি আসছেন রহস্য উদ্ঘাটন করতে। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গর দর্শকদের জন্য তৈরি হলো মোশাররফ করিম অভিনীত ওয়েব ফিল্ম ‘মির্জা’। এতেও তিনি থাকছেন গোয়েন্দা চরিত্রে; তবে প্রাইভেট গোয়েন
৯ ঘণ্টা আগেআগামীকাল ১১ মে, বুদ্ধপূর্ণিমা। এ উপলক্ষে ঢাকাসহ ৬টি জেলায় একযোগে সাংস্কৃতিক উৎসব আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আজ সন্ধ্যা ৭টায় ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে অনুষ্ঠিত হবে এই আয়োজন।
৯ ঘণ্টা আগেকান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্থান করে নিয়েছে আদনান আল রাজীব পরিচালিত ‘আলী’। কানের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে দেশের কোনো সিনেমার তালিকাবদ্ধ হওয়ার ঘটনা এটাই প্রথম। এবার জানা গেল কান উৎসবের মার্শে দ্যু ফিল্মে প্রদর্শিত হবে এবাদুর রহমানের সিনেমা ‘বাঙালি বিলাস’।
১০ ঘণ্টা আগে