একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, ২৫০ কোটি রুপির ঋণ শোধ করতে মুম্বাইয়ের অফিস বিক্রি করেছেন প্রযোজক বাসু ভগনানি। তবে এরপরই এ প্রযোজক জানান, খবরটি ভুল, বিক্রি নয় নতুন করে সেখানে সুউচ্চ ভবন নির্মাণ করা হচ্ছে। কিন্তু সাম্প্রতিক সময়ে তাঁর প্রতিষ্ঠান যে আর্থিক সংকটে রয়েছেন, তা স্পষ্ট।
প্রযোজকের এই অবস্থার জন্য অনেকে দায়ী করেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে। বিশাল অঙ্কের পারিশ্রমিক ও একের পর এক ফ্লপ সিনেমা। ‘বেলবটম’, ‘মিশন রানীগঞ্জ’ আর সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে।
প্রযোজকের এমন পরিস্থিতে পাশে থাকার আশ্বাস দিয়েছেন অক্ষয় কুমার। ভারতীয় সংবাদমাধ্যমকে বাসু ভগনানি জানিয়েছেন, এ পরিস্থিতিতে সবার আগে অক্ষয় কুমার তাঁকে ফোন করেছেন। এমনকি যা ক্ষতি হয়েছে, তা ভার বহন করারও আশ্বাস দেন অভিনেতা।
এ ছাড়া বাসু ভগনানি জানিয়েছেন, সানি দেওল, সুনীল শেঠিসহ ইন্ডাস্ট্রির অনেকেই তাঁর খোঁজ নিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
সম্প্রতি ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান ‘পূজা এন্টারটেইনমেন্ট’ এর বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়ার অভিযোগ আনেন একাধিক কর্মী। জানা যায়, কর্মীদের প্রায় দুই বছরের বেতন বকেয়া রাখা হয়েছে। এ নিয়ে চলছে তুমুল আলোচনা। এর মাঝেই ভারতীয় সংবাদমাধ্যমের খবর, কোভিডের পর একটানা ফ্লপের কারণে দেনায় জর্জরিত প্রযোজক বাসু ভগনানি। দেনা পরিশোধে বিক্রি করে দেওয়া হচ্ছে মুম্বাইতে ‘পূজা এন্টারটেইনমেন্ট’ এর সাত তলা ভবন।
প্রতিবেদনে আরও দাবি করা হয়, ইতিমধ্যে প্রতিষ্ঠানটি প্রায় ৮০ শতাংশ কর্মচারীকে বরখাস্ত করেছে। আপাতত জুহুতে একটি দুই বেডরুমের ফ্ল্যাটে অফিস স্থানান্তরিত করা হচ্ছে।
উল্লেখ্য, অভিনেতা ও প্রযোজক জ্যাকি ভগনানির বাবা বাসু ভগনানির মালিকানাধীন ‘পূজা এন্টারটেইনমেন্ট’ ১৯৮৬ সাল থেকে প্রযোজনা শুরু করে। প্রতিষ্ঠানটি থেকে—‘কুলি নং ১’, ‘বিবি নং ১’, ‘রংরেজ’, ‘শাদি নং ১’, ‘জওয়ানি জানেমান’-এর মতো একাধিক সিনেমা প্রযোজনা করেছে। তাদের প্রযোজিত শেষ সিনেমা—অক্ষয় কুমার, টাইগার শ্রফ অভিনীত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’, যা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।
একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, ২৫০ কোটি রুপির ঋণ শোধ করতে মুম্বাইয়ের অফিস বিক্রি করেছেন প্রযোজক বাসু ভগনানি। তবে এরপরই এ প্রযোজক জানান, খবরটি ভুল, বিক্রি নয় নতুন করে সেখানে সুউচ্চ ভবন নির্মাণ করা হচ্ছে। কিন্তু সাম্প্রতিক সময়ে তাঁর প্রতিষ্ঠান যে আর্থিক সংকটে রয়েছেন, তা স্পষ্ট।
প্রযোজকের এই অবস্থার জন্য অনেকে দায়ী করেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে। বিশাল অঙ্কের পারিশ্রমিক ও একের পর এক ফ্লপ সিনেমা। ‘বেলবটম’, ‘মিশন রানীগঞ্জ’ আর সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে।
প্রযোজকের এমন পরিস্থিতে পাশে থাকার আশ্বাস দিয়েছেন অক্ষয় কুমার। ভারতীয় সংবাদমাধ্যমকে বাসু ভগনানি জানিয়েছেন, এ পরিস্থিতিতে সবার আগে অক্ষয় কুমার তাঁকে ফোন করেছেন। এমনকি যা ক্ষতি হয়েছে, তা ভার বহন করারও আশ্বাস দেন অভিনেতা।
এ ছাড়া বাসু ভগনানি জানিয়েছেন, সানি দেওল, সুনীল শেঠিসহ ইন্ডাস্ট্রির অনেকেই তাঁর খোঁজ নিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
সম্প্রতি ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান ‘পূজা এন্টারটেইনমেন্ট’ এর বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়ার অভিযোগ আনেন একাধিক কর্মী। জানা যায়, কর্মীদের প্রায় দুই বছরের বেতন বকেয়া রাখা হয়েছে। এ নিয়ে চলছে তুমুল আলোচনা। এর মাঝেই ভারতীয় সংবাদমাধ্যমের খবর, কোভিডের পর একটানা ফ্লপের কারণে দেনায় জর্জরিত প্রযোজক বাসু ভগনানি। দেনা পরিশোধে বিক্রি করে দেওয়া হচ্ছে মুম্বাইতে ‘পূজা এন্টারটেইনমেন্ট’ এর সাত তলা ভবন।
প্রতিবেদনে আরও দাবি করা হয়, ইতিমধ্যে প্রতিষ্ঠানটি প্রায় ৮০ শতাংশ কর্মচারীকে বরখাস্ত করেছে। আপাতত জুহুতে একটি দুই বেডরুমের ফ্ল্যাটে অফিস স্থানান্তরিত করা হচ্ছে।
উল্লেখ্য, অভিনেতা ও প্রযোজক জ্যাকি ভগনানির বাবা বাসু ভগনানির মালিকানাধীন ‘পূজা এন্টারটেইনমেন্ট’ ১৯৮৬ সাল থেকে প্রযোজনা শুরু করে। প্রতিষ্ঠানটি থেকে—‘কুলি নং ১’, ‘বিবি নং ১’, ‘রংরেজ’, ‘শাদি নং ১’, ‘জওয়ানি জানেমান’-এর মতো একাধিক সিনেমা প্রযোজনা করেছে। তাদের প্রযোজিত শেষ সিনেমা—অক্ষয় কুমার, টাইগার শ্রফ অভিনীত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’, যা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।
অভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
২ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৩ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৭ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৭ ঘণ্টা আগে