Ajker Patrika

কান উৎসবে ঐশ্বরিয়ার রুপালি আভা

আপডেট : ১৯ মে ২০২৩, ১২: ০৭
কান উৎসবে ঐশ্বরিয়ার রুপালি আভা

কান ফিল্ম ফেস্টিভ্যালে দীর্ঘদিন ধরেই ভারতকে প্রতিনিধিত্ব করছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। প্রতিবছরই কানের লাল গালিচায় দ্যুতি ছড়ান সাবেক এই মিস ওয়ার্ল্ড। তাঁর বেশির ভাগ পোশাক ফ্যাশন উৎসাহীদের কাছ থেকে বেশ প্রশংসা পেয়ে আসছে।

কানের লাল গালিচায় ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবি: এএফপিএ বছর কালো ও রুপালি গাউনে একটি বিশাল হুডে দেখা গেছে ঐশ্বরিয়াকে। সোফি কাউসারের তৈরি পোশাকটিতে রয়েছে বিশেষত্ব। পোশাকটির হুড অ্যালুমিনিয়াম পাইলেট এবং স্ফটিক দিয়ে বানানো হয়েছে। আর গাউনটি কালো ধনুকের মতো কাপড় দিয়ে তৈরি, যা ঐশ্বরিয়ার কোমরে যুক্ত রয়েছে।

কানের লাল গালিচায় ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবি: এএফপিপোশাকটিতে ঐশ্বরিয়াকে সুন্দর ও বেশ আকর্ষণীয় দেখিয়েছে। ২১ বছর আগে তিনি প্রথম রেড কার্পেটে হাঁটার পর থেকে কানে তাঁর প্রতিটি উপস্থিতি ও পোশাক বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা পেয়ে এসেছে।

কানের লাল গালিচায় ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবি: এএফপিঐশ্বরিয়া রাই বচ্চন ইন্ডিয়ানা জোন্স ও হ্যারিসন ফোর্ড অভিনীত পঞ্চম ইন্ডিয়ানা জোনস ফিল্ম ‘দ্য ডায়াল অব ডেসটিনি’র প্রিমিয়ারে লাল গালিচায় হাঁটেন। অ্যাশ প্রায় দুই দশক ধরে কানে প্রসাধনী জায়ান্ট ল’রিয়ালের প্রতিনিধিত্ব করেছেন।

কানের লাল গালিচায় ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবি: এএফপিঐশ্বরিয়া ছাড়াও কানের লাল গালিচায় ভারতীয় তারকাদের মধ্য এবার হেঁটেছেন সারা আলি খান, ম্রুণাল ঠাকুর, উর্বশী রাউতেলা, এশা গুপ্তা ও মানুষী ছিল্লার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

জোর করে বৃদ্ধের চুল কেটে দেওয়া বেআইনি ও সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন— ভাইরাল ভিডিও নিয়ে আসক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত