Ajker Patrika

কোটিপতি হওয়ার সুযোগ নিয়ে আবারো হটসিটে অমিতাভ

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ১২: ০২
কোটিপতি হওয়ার সুযোগ নিয়ে আবারো হটসিটে অমিতাভ

টেলিভিশনের পর্দায় অত্যন্ত জনপ্রিয় রিয়্যালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’। শো-এর মূল আকর্ষণ, সঞ্চালকের আসনে অভিনেতা অমিতাভ বচ্চন। দর্শকদের একাংশ এই শো-এর অন্ধভক্ত। শো’তে হাজির প্রতিটা প্রতিযোগি কঠিন প্রশ্নের উত্তর দিয়ে বাড়ি নিয়ে যেতে পারেন হাজার থেকে লক্ষ এমনকি সব প্রশ্নের উত্তর দিলে মিলতে পারে কোটি টাকাও।

আবারও শুরু হয়েছে সনি টিভির আলোচিত শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’। করোনা পরিস্থিতিতেও কোটিপতি হওয়ার দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছেন অমিতাভ বচ্চন। আজ সোমবার রাত থেকে শুরু হচ্ছে সিজন ১৩–এর প্রচার।

শোয়ের টিজারে দেখা যাচ্ছে, আলোঝলমল পথ পেরিয়ে বিগ বি এগিয়ে আসছেন হটসিটের দিকে। বলছেন, ‘কখনো কি ভেবেছেন আপনার বাস্তবতা আর স্বপ্নের মধ্যে দূরত্ব কতখানি? মাত্র তিন শব্দের ব্যবধান।’ এরপরই অমিতাভ বচ্চন জানালেন কোটিপতি হওয়ার সুবর্ণ সুযোগ নিয়ে আসছেন তিনি। 

অমিতাভ বচ্চনসনি টিভির পক্ষ থেকে জানানো হয়েছে, বাছাই প্রক্রিয়া হয়েছে টেলিভিশনে প্রশ্নের মাধ্যমে। ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মূল পর্বে পৌঁছানোর জন্য চারটি ধাপ পার হতে হয়েছে। রেজিস্ট্রেশন, স্ক্রিনিং, অনলাইন অডিশন ও পার্সোনাল ইন্টারভিউ। একেবারে শেষ পর্যায়ে সবার সাক্ষাৎকার নেওয়া হয়েছে ভিডিও কলে। তারপরই এ শোয়ে অংশগ্রহণের জন্য নির্বাচন করা হয়েছে প্রতিযোগিদের।

গত বছর করোনা সংক্রমণের কারণে ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে অনেক পরিবর্তন আনা হয়েছিল। দর্শক ছাড়া অনুষ্ঠিত হয়েছিল কেবিসি। উপস্থাপক অমিতাভ বচ্চন ও উত্তরদাতার মধ্যে ৬ ফুট দূরত্ব বাড়ানো হয়েছিল। কিন্তু এত কিছুর পরও টিমের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। বিষয়টি মাথায় রেখেই এবার মূল পর্বের আগের সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে অনলাইনে।

তবে এবারের ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে অনেক নতুন আকর্ষণ যোগ করা হয়েছে। প্রতি শুক্রবার থাকছে বিশেষ আয়োজন। এদিন সমাজের বিভিন্ন ক্ষেত্রের তারকারা যোগ দেবেন। আগামী ২৭ আগস্ট এ শোয়ে যোগ দিতে আসছেন সৌরভ গাঙ্গুলি ও বীরেন্দর শেবাগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত