Ajker Patrika

হল নোংরা করার অভিযোগ, যুক্তরাজ্যে মাঝপথে বন্ধ হলো তেলুগু ছবির প্রদর্শনী

বিনোদন ডেস্ক
আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১৬: ৫১
হল নোংরা করার অভিযোগে ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়। ছবি: সংগৃহীত
হল নোংরা করার অভিযোগে ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের এক সিনেমা হলে ভারতীয় সিনেমার প্রদর্শনী বন্ধ হয়ে গেল মাঝপথে। সিনেমা চলাকালে রঙিন কাগজ উড়িয়ে উদ্‌যাপন করছিলেন ভারতীয় দর্শকেরা। কাগজের টুকরো পুরো হলে ছড়িয়ে একেবারে যাচ্ছেতাই অবস্থা! দর্শকদের এমন আচরণ ভালোভাবে নেয়নি হল কর্তৃপক্ষ। হল নোংরা করার অভিযোগে মাঝপথে প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়।

দর্শক সারিতে বসে থাকা ভারতীয় দর্শকদের সঙ্গে সিনেমা হলের কর্মীদের কথা–কাটাকাটির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা গেছে, সিনেমা হলের মেঝে নোংরা হয়ে আছে রঙিন কাগজের টুকরোতে। ছড়িয়ে–ছিটিয়ে পড়ে রয়েছে আরও অনেক কিছু।

যুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা। তাঁদের একজনকে বলতে শোনা যায়, ‘এ কেমন আচরণ! হলে আসবেন, সিনেমা দেখবেন, বাড়ি চলে যাবেন। কিন্তু আপনাদের আচরণ তো মানুষের মতো নয়!’ এভাবে দর্শকদের সঙ্গে হলের কর্মীদের কিছুক্ষণ বাদানুবাদ চলে।

ভিডিওটি প্রকাশ্যে আসতেই এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। সিনেমা হলে এমন আচরণ কাম্য নয় বলে মতামত অনেকের। অনেকে আবার এতটা রূঢ় আচরণ করার জন্য হলের কর্মীদেরও সমালোচনা করছেন।

কেউ কেউ বলছেন, ভারতের সিনেমা হলে এভাবে উদ্‌যাপনের রেওয়াজ থাকলেও বিদেশে সেসব হয় না। তাই বিদেশে গিয়ে সে দেশের নিয়মকানুন মেনে চলা উচিত।

উল্লেখ্য, তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’ নির্মিত হয়েছে সপ্তদশ শতাব্দীর প্রেক্ষাপটে। এক বিদ্রোহীর গল্প তুলে ধরা হয়েছে এতে, জনগণের পাশে দাঁড়িয়ে যে অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে।

সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ২৪ জুলাই। এই ঐতিহাসিক অ্যাকশন সিনেমায় অভিনয় করেছেন পবন কল্যাণ, ববি দেওল, নিধি আগারওয়াল, নার্গিস ফাখরি, নোরা ফাতেহি, যিশু সেনগুপ্ত প্রমুখ। মুক্তির দুই দিনে সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৭৭ কোটি রুপি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত