একেবারে শূন্য থেকে উঠে এসে নিজেকে বলিউডে প্রতিষ্ঠা করেছেন প্রচুর অভিনেতা। অভিনয় জগতে এসে দর্শকপ্রিয়তার পাশাপাশি আর্থিক সফলতা পেয়েছেন এমন উদাহরণও অসংখ্য। তবে তারকাখ্যাতি পাওয়ার পরই অভিনেতারা ভুলে যান পেছনের সময়। তাঁদের একাধিক চাহিদায় হিমশিম খেতে হয় প্রযোজক থেকে নির্মাতাদের। সম্প্রতি টিভি অভিনেতা দীপিকা কক্কর ও শোয়েব ইব্রাহিমের ব্লগে তারকাদের চাহিদা নিয়ে সরব হলেন পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান।
তারকা ও তাঁদের ক্রমবর্ধমান চাহিদা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ফারাহ। তিনি জানিয়েছেন, প্রযোজক এবং নির্মাতাদের কাছে একাধিক চাহিদার তালিকা দিয়ে দেন বহু তারকা। এখন অনেক অভিনেতার আলাদা ভ্যানিটি ভ্যান আছে। আবার অনেক তারকাই অভিনয় করার আগে নির্মাতাদের কাছে ভ্যানিটি ভ্যানসহ একাধিক জিনিসের শর্ত জুড়ে দেন।
ফারাহ খান আরও জানিয়েছেন, এখন ইন্ডাস্ট্রির কিছু তারকার ব্যক্তিগত প্রয়োজনে চারটি ভ্যানিটি ভ্যানের প্রয়োজন হয়। শুধু তাই নয়, সেটে ভ্যানিটি ভ্যান উপস্থিত থাকলেই তাঁরা কাজ করতে রাজি হন।
ফারাহ বলেন, ‘যতক্ষণ পর্যন্ত ভ্যানিটি ভ্যান সেটে না আসে, ততক্ষণ পর্যন্ত তাঁরা কাজ করেন না। আজকাল তারকারা চারটি ভ্যানিটি ভ্যান চান। একটি জিমের জন্য, দ্বিতীয়টি কর্মীদের জন্য, তৃতীয়টি নিজের জন্য এবং চতুর্থটি তাঁদের খাবারের ট্রাক হিসেবে ব্যবহার করা হয়, এটা আলাদা।’
একটা সময় ছিল যখন অভিনেতারা কম জিনিস দিয়েও সন্তুষ্ট থাকতেন। এমনকি গাছের আড়ালে গিয়েও কাপড় পাল্টাতেন। আউটডোর শুটিংয়ের সময় তোয়ালে বা বিছানার চাদর ব্যবহার করতেন, যেখানে আজকাল অভিনেতারা তাঁদের বিশেষ ভ্যানিটি ভ্যান সেটে না পৌঁছানো পর্যন্ত কাজ করেন না।
বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ফারাহ বলেন, ‘আগে নায়িকারা গাছের আড়ালে পোশাক বদলাতেন। আমরা তাঁদের জন্য তোয়ালে ধরে সেখানে দাঁড়িয়ে থাকতাম। আমি নিজে এটা করেছি। আপনি যখন আউটডোর শুটিং করতে যান, আপনাকে এমন করতে হতে পারে। একটা সময় এমনকি সুইজারল্যান্ডেও বাসের আড়ালে কাপড় পাল্টাতে হতো। আজ অভিনেতারা তাঁদের ভ্যানিটি ভ্যান না আসা পর্যন্ত তাঁরা নড়াচড়া করেন না।’
ফারাহ খান ভারতের বড় বড় সব তারকার সঙ্গে কাজ করেছেন। শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, অক্ষয় কুমার থেকে ক্যাটরিনার মতো একাধিক অভিনেতার সঙ্গে কাজ করেছেন তিনি। বড় বড় তারকার প্রয়োজন সম্পর্কে তাই খুব ভালো করেই জানা আছে ফারাহ খানের।
একেবারে শূন্য থেকে উঠে এসে নিজেকে বলিউডে প্রতিষ্ঠা করেছেন প্রচুর অভিনেতা। অভিনয় জগতে এসে দর্শকপ্রিয়তার পাশাপাশি আর্থিক সফলতা পেয়েছেন এমন উদাহরণও অসংখ্য। তবে তারকাখ্যাতি পাওয়ার পরই অভিনেতারা ভুলে যান পেছনের সময়। তাঁদের একাধিক চাহিদায় হিমশিম খেতে হয় প্রযোজক থেকে নির্মাতাদের। সম্প্রতি টিভি অভিনেতা দীপিকা কক্কর ও শোয়েব ইব্রাহিমের ব্লগে তারকাদের চাহিদা নিয়ে সরব হলেন পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান।
তারকা ও তাঁদের ক্রমবর্ধমান চাহিদা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ফারাহ। তিনি জানিয়েছেন, প্রযোজক এবং নির্মাতাদের কাছে একাধিক চাহিদার তালিকা দিয়ে দেন বহু তারকা। এখন অনেক অভিনেতার আলাদা ভ্যানিটি ভ্যান আছে। আবার অনেক তারকাই অভিনয় করার আগে নির্মাতাদের কাছে ভ্যানিটি ভ্যানসহ একাধিক জিনিসের শর্ত জুড়ে দেন।
ফারাহ খান আরও জানিয়েছেন, এখন ইন্ডাস্ট্রির কিছু তারকার ব্যক্তিগত প্রয়োজনে চারটি ভ্যানিটি ভ্যানের প্রয়োজন হয়। শুধু তাই নয়, সেটে ভ্যানিটি ভ্যান উপস্থিত থাকলেই তাঁরা কাজ করতে রাজি হন।
ফারাহ বলেন, ‘যতক্ষণ পর্যন্ত ভ্যানিটি ভ্যান সেটে না আসে, ততক্ষণ পর্যন্ত তাঁরা কাজ করেন না। আজকাল তারকারা চারটি ভ্যানিটি ভ্যান চান। একটি জিমের জন্য, দ্বিতীয়টি কর্মীদের জন্য, তৃতীয়টি নিজের জন্য এবং চতুর্থটি তাঁদের খাবারের ট্রাক হিসেবে ব্যবহার করা হয়, এটা আলাদা।’
একটা সময় ছিল যখন অভিনেতারা কম জিনিস দিয়েও সন্তুষ্ট থাকতেন। এমনকি গাছের আড়ালে গিয়েও কাপড় পাল্টাতেন। আউটডোর শুটিংয়ের সময় তোয়ালে বা বিছানার চাদর ব্যবহার করতেন, যেখানে আজকাল অভিনেতারা তাঁদের বিশেষ ভ্যানিটি ভ্যান সেটে না পৌঁছানো পর্যন্ত কাজ করেন না।
বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ফারাহ বলেন, ‘আগে নায়িকারা গাছের আড়ালে পোশাক বদলাতেন। আমরা তাঁদের জন্য তোয়ালে ধরে সেখানে দাঁড়িয়ে থাকতাম। আমি নিজে এটা করেছি। আপনি যখন আউটডোর শুটিং করতে যান, আপনাকে এমন করতে হতে পারে। একটা সময় এমনকি সুইজারল্যান্ডেও বাসের আড়ালে কাপড় পাল্টাতে হতো। আজ অভিনেতারা তাঁদের ভ্যানিটি ভ্যান না আসা পর্যন্ত তাঁরা নড়াচড়া করেন না।’
ফারাহ খান ভারতের বড় বড় সব তারকার সঙ্গে কাজ করেছেন। শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, অক্ষয় কুমার থেকে ক্যাটরিনার মতো একাধিক অভিনেতার সঙ্গে কাজ করেছেন তিনি। বড় বড় তারকার প্রয়োজন সম্পর্কে তাই খুব ভালো করেই জানা আছে ফারাহ খানের।
কয়েক বছর ধরেই ভাঙাগড়ার মধ্যে চলছে ব্যান্ড চিরকুট। দুই বছর আগে ব্যান্ড ছাড়েন ইমন চৌধুরী। ইমনের পথ ধরে গত বছর চিরকুট ছেড়েছেন জাহিদ নীরব। ব্যান্ডের পাশাপাশি একক ক্যারিয়ারে মনোযোগ দিয়েছেন ড্রামার ও সংগীত প্রযোজক পাভেল আরিন। তবে থেমে নেই চিরকুটের কার্যক্রম। নতুন সদস্য নিয়ে এগিয়ে চলেছেন দলটির প্রধান ও ভোক
১৬ ঘণ্টা আগেবাংলা আধুনিক সংগীতের তিনজন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, লিটন অধিকারী রিন্টু ও গোলাম মোর্শেদকে সম্মাননা দিল গীতিকবি সংঘ বাংলাদেশ। গত শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে গীতিকবি সংঘ বাংলাদেশ আয়োজিত প্রথম ‘গীতিকবি আড্ডা’ অনুষ্ঠানে তাঁদের এই সম্মাননা দেওয়া হয়।
১৬ ঘণ্টা আগেট্রাক ড্রাইভার আব্বাস একজন প্রেমিক মানুষ। সাত জেলায় সাতটি বিয়ে করেছে সে। সাত বউকে একে অপরের থেকে গোপন রেখে সুনিপুণভাবে সাত সংসার সামলায় সে। একদিন এক বৃদ্ধের সঙ্গে বিয়ে হওয়া থেকে যুবতী এক সুন্দরীকে রক্ষা করার পর সেই সুন্দরী তার প্রেমে পড়ে যায়। তাকে বিয়ে করতে চায়। কিন্তু আব্বাস জানে আট মানে সর্বনাশ,
১৬ ঘণ্টা আগেসংস্কৃতি অঙ্গনের সফল সন্তানদের মায়েদের হাতে মা দিবসে তুলে দেওয়া হলো ‘মা পদক ২০২৫’। আলী-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে, মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিংয়ের আয়োজনে ১০ মে বিকেল ৪টায় রাজধানীর হোটেল রিজেন্সিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পদক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভিনেত্রী ডলি জহুর। উপস্থিত ছিলেন
১৭ ঘণ্টা আগে