প্রেমিক জহির ইকবালকে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। গত রোববার (২৩ জুন) মুম্বাইয়ে পারিবারিকভাবে বিয়ে সেরেছেন তাঁরা। ২৩ জুন বিয়ের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করেন অভিনেত্রী।
সেসব ছবিতে, সোনাক্ষীর পরনে ছিল মায়ের সাদা শাড়ি ও হীরা-মুক্ত খচিত অলংকার। বিশেষ এ দিনের জন্য তিনি ৪৪ বছরের পুরোনো শাড়ি আর অলংকারে বেছে নিয়েছিলেন।
বিয়ের দুই দিন পর আজ ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি প্রকাশ্যে এনেছেন সোনাক্ষী। এদিন অভিনেত্রীকে বেনারসি শাড়িতে দেখা গেছে, আর বর জহির ইকবাল পরেছিলেন সাদা পোশাক।
ছবিগুলো শেয়ার করে সোনাক্ষী লিখেছেন, ‘কী অসাধারণ একটা দিন ছিল। সব বন্ধু, আত্মীয়স্বজন, সহকর্মী আর ভালোবাসার মানুষদের সমর্থন, উত্তেজনা, উচ্ছ্বাস, উষ্ণতার কোনো কমতি ছিল না।’
সোনাক্ষী আরও লেখেন, ‘বিষয়টা এমন যে দুটি মানুষ প্রেমে পড়ে যা চেয়েছে, প্রার্থনা করেছে, আশা করেছে, পুরো ব্রহ্মাণ্ড তাঁদের সেটা উপহার দিতে এগিয়ে এসেছে, পূর্ণ করেছে।’
অভিনেত্রী আরও লেখেন, ‘আমরা সত্যিই সৌভাগ্যবান, আশীর্বাদপ্রাপ্ত। ভালোবাসা আমাদের ঘিরে থাকুক।’
বিয়ের ছবি শেয়ার করে সোনাক্ষী লিখেছিলেন, সাত বছর আগে এই দিনে (২৩ জুন) একে অপরের মাঝে ভালোবাসার খোঁজ পেয়েছিলেন তাঁরা।
ইসলাম কিংবা হিন্দু—কোনো ধর্মীয় রীতিতে নয়, আইনি বিবাহ সেরেছেন তাঁরা। বিয়েতে সোনাক্ষীর বাবা অভিনেতা-রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পশ্চিম বান্দ্রায় অবস্থিত সোনাক্ষীর নিজস্ব অ্যাপার্টমেন্টে এ বিয়ের অনুষ্ঠান হয়।
এদিন রাতেই বিলাসবহুল হোটেল ‘বাস্তিয়ান’তে আয়োজন করা হয় সোনাক্ষী-জাহিরের জমজমাট বিবাহোত্তর সংবর্ধনা। বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনদের সঙ্গে হাসিমুখে ক্যামেরায় ধরা দেন নবদম্পতি।
রেখা, সালমান খান, কাজল, অদিতি রাও হায়দারিসহ অন্য অভিনেতাসহ বলিউডের সব নামকরা ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়েছিলেন তাঁরা।
প্রেমিক জহির ইকবালকে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। গত রোববার (২৩ জুন) মুম্বাইয়ে পারিবারিকভাবে বিয়ে সেরেছেন তাঁরা। ২৩ জুন বিয়ের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করেন অভিনেত্রী।
সেসব ছবিতে, সোনাক্ষীর পরনে ছিল মায়ের সাদা শাড়ি ও হীরা-মুক্ত খচিত অলংকার। বিশেষ এ দিনের জন্য তিনি ৪৪ বছরের পুরোনো শাড়ি আর অলংকারে বেছে নিয়েছিলেন।
বিয়ের দুই দিন পর আজ ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি প্রকাশ্যে এনেছেন সোনাক্ষী। এদিন অভিনেত্রীকে বেনারসি শাড়িতে দেখা গেছে, আর বর জহির ইকবাল পরেছিলেন সাদা পোশাক।
ছবিগুলো শেয়ার করে সোনাক্ষী লিখেছেন, ‘কী অসাধারণ একটা দিন ছিল। সব বন্ধু, আত্মীয়স্বজন, সহকর্মী আর ভালোবাসার মানুষদের সমর্থন, উত্তেজনা, উচ্ছ্বাস, উষ্ণতার কোনো কমতি ছিল না।’
সোনাক্ষী আরও লেখেন, ‘বিষয়টা এমন যে দুটি মানুষ প্রেমে পড়ে যা চেয়েছে, প্রার্থনা করেছে, আশা করেছে, পুরো ব্রহ্মাণ্ড তাঁদের সেটা উপহার দিতে এগিয়ে এসেছে, পূর্ণ করেছে।’
অভিনেত্রী আরও লেখেন, ‘আমরা সত্যিই সৌভাগ্যবান, আশীর্বাদপ্রাপ্ত। ভালোবাসা আমাদের ঘিরে থাকুক।’
বিয়ের ছবি শেয়ার করে সোনাক্ষী লিখেছিলেন, সাত বছর আগে এই দিনে (২৩ জুন) একে অপরের মাঝে ভালোবাসার খোঁজ পেয়েছিলেন তাঁরা।
ইসলাম কিংবা হিন্দু—কোনো ধর্মীয় রীতিতে নয়, আইনি বিবাহ সেরেছেন তাঁরা। বিয়েতে সোনাক্ষীর বাবা অভিনেতা-রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পশ্চিম বান্দ্রায় অবস্থিত সোনাক্ষীর নিজস্ব অ্যাপার্টমেন্টে এ বিয়ের অনুষ্ঠান হয়।
এদিন রাতেই বিলাসবহুল হোটেল ‘বাস্তিয়ান’তে আয়োজন করা হয় সোনাক্ষী-জাহিরের জমজমাট বিবাহোত্তর সংবর্ধনা। বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনদের সঙ্গে হাসিমুখে ক্যামেরায় ধরা দেন নবদম্পতি।
রেখা, সালমান খান, কাজল, অদিতি রাও হায়দারিসহ অন্য অভিনেতাসহ বলিউডের সব নামকরা ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়েছিলেন তাঁরা।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১০ ঘণ্টা আগে