ভারতের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান ‘পূজা এন্টারটেইনমেন্ট’। একাধিক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে কোভিডের পর একটানা ফ্লপের কারণে দেনায় জর্জরিত প্রযোজক বাসু ভগনানি। এদিকে গত কয়েক দিন ধরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়ার অভিযোগ এনেছেন একাধিক কর্মী। জানা গেছে, কর্মীদের প্রায় দুই বছরের বেতন বকেয়া রাখা হয়েছে। এ নিয়ে চলছে তুমুল আলোচনা। আলোচনার মাঝেই বলিউড হাঙ্গামার খবর, বিক্রি করে দেওয়া হচ্ছে মুম্বাইতে ‘পূজা এন্টারটেইনমেন্ট’ এর সাত তলা ভবন। ২৫০ কোটি রুপিতে ভবনটি বিক্রি করে দেনা পরিশোধে উদ্যোগী হচ্ছেন বাসু ভগনানি।
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে, ইতিমধ্যে প্রতিষ্ঠানটি প্রায় ৮০ শতাংশ কর্মচারীকে বরখাস্ত করেছে। আপাতত জুহুতে একটি দুই বেডরুমের ফ্ল্যাটে অফিস স্থানান্তরিত করা হচ্ছে।
কোভিড মহামারির পর ‘বেল বটম’ সিনেমা নিয়ে আসে প্রযোজনা প্রতিষ্ঠানটি। অক্ষয় কুমার অভিনীত সিনেমাটি বক্স অফিসে সুবিধা করতে পারেনি। ১৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি আয় করে মাত্র ৫০ কোটি রুপি। প্রযোজনা প্রতিষ্ঠানটির পরবর্তী বড় বাজেটের সিনেমা ‘মিশন রানীগঞ্জ’। সিনেমাটিতেও প্রধান চরিত্রে দেখা গেছে অক্ষয় কুমার ও পরিণীতি চোপড়াকে। সিনেমাটিও বক্স অফিসে লাভের মুখ দেখতে পারেনি।
এরপর প্রতিষ্ঠানটি বড় ধাক্কা খায় ‘গণপথ’ সিনেমায়। টাইগার শ্রফ, অমিতাভ বচ্চন ও কৃতি শ্যানন অভিনীত সিনেমার বাজেট ছিল প্রায় ১৯০ কোটি রুপি। কিন্তু বক্স অফিস থেকে সিনেমাটি আয় করে মাত্র ১৩ কোটি রুপি। এ ছাড়া ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স চুক্তি করেও সিনেমাটি কেনেনি।
তবে প্রতিষ্ঠানটির কফিনে শেষ পেরেক একসঙ্গে ঠোকেন অক্ষয়-টাইগার। ‘পূজা এন্টারটেইনমেন্ট’ প্রযোজিত শেষ সিনেমা—অক্ষয় কুমার, টাইগার শ্রফ অভিনীত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’। সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ৩৫০ কোটি রুপির বড় বাজেটের সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিস থেকে আয় করে মাত্র ১১০ কোটি রুপি। বলা যায় এরপরই কার্যত পঙ্গু হয়ে যায় প্রতিষ্ঠানটি। দেনা পরিশোধের জন্য ভবন বিক্রি করা ছাড়া আর কোনো উপায় ছিল না প্রতিষ্ঠানটির হাতে।
উল্লেখ্য, অভিনেতা ও প্রযোজক জ্যাকি ভগনানির বাবা বাসু ভগনানির মালিকানাধীন ‘পূজা এন্টারটেইনমেন্ট’ ১৯৮৬ সাল থেকে প্রযোজনা শুরু করে। প্রতিষ্ঠানটি থেকে—‘কুলি নং ১’, ‘বিবি নং ১’, ‘রংরেজ’, ‘শাদি নং ১’, ‘জওয়ানি জানেমান’-এর মতো একাধিক সিনেমা প্রযোজনা করেছে।
ভারতের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান ‘পূজা এন্টারটেইনমেন্ট’। একাধিক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে কোভিডের পর একটানা ফ্লপের কারণে দেনায় জর্জরিত প্রযোজক বাসু ভগনানি। এদিকে গত কয়েক দিন ধরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়ার অভিযোগ এনেছেন একাধিক কর্মী। জানা গেছে, কর্মীদের প্রায় দুই বছরের বেতন বকেয়া রাখা হয়েছে। এ নিয়ে চলছে তুমুল আলোচনা। আলোচনার মাঝেই বলিউড হাঙ্গামার খবর, বিক্রি করে দেওয়া হচ্ছে মুম্বাইতে ‘পূজা এন্টারটেইনমেন্ট’ এর সাত তলা ভবন। ২৫০ কোটি রুপিতে ভবনটি বিক্রি করে দেনা পরিশোধে উদ্যোগী হচ্ছেন বাসু ভগনানি।
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে, ইতিমধ্যে প্রতিষ্ঠানটি প্রায় ৮০ শতাংশ কর্মচারীকে বরখাস্ত করেছে। আপাতত জুহুতে একটি দুই বেডরুমের ফ্ল্যাটে অফিস স্থানান্তরিত করা হচ্ছে।
কোভিড মহামারির পর ‘বেল বটম’ সিনেমা নিয়ে আসে প্রযোজনা প্রতিষ্ঠানটি। অক্ষয় কুমার অভিনীত সিনেমাটি বক্স অফিসে সুবিধা করতে পারেনি। ১৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি আয় করে মাত্র ৫০ কোটি রুপি। প্রযোজনা প্রতিষ্ঠানটির পরবর্তী বড় বাজেটের সিনেমা ‘মিশন রানীগঞ্জ’। সিনেমাটিতেও প্রধান চরিত্রে দেখা গেছে অক্ষয় কুমার ও পরিণীতি চোপড়াকে। সিনেমাটিও বক্স অফিসে লাভের মুখ দেখতে পারেনি।
এরপর প্রতিষ্ঠানটি বড় ধাক্কা খায় ‘গণপথ’ সিনেমায়। টাইগার শ্রফ, অমিতাভ বচ্চন ও কৃতি শ্যানন অভিনীত সিনেমার বাজেট ছিল প্রায় ১৯০ কোটি রুপি। কিন্তু বক্স অফিস থেকে সিনেমাটি আয় করে মাত্র ১৩ কোটি রুপি। এ ছাড়া ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স চুক্তি করেও সিনেমাটি কেনেনি।
তবে প্রতিষ্ঠানটির কফিনে শেষ পেরেক একসঙ্গে ঠোকেন অক্ষয়-টাইগার। ‘পূজা এন্টারটেইনমেন্ট’ প্রযোজিত শেষ সিনেমা—অক্ষয় কুমার, টাইগার শ্রফ অভিনীত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’। সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ৩৫০ কোটি রুপির বড় বাজেটের সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিস থেকে আয় করে মাত্র ১১০ কোটি রুপি। বলা যায় এরপরই কার্যত পঙ্গু হয়ে যায় প্রতিষ্ঠানটি। দেনা পরিশোধের জন্য ভবন বিক্রি করা ছাড়া আর কোনো উপায় ছিল না প্রতিষ্ঠানটির হাতে।
উল্লেখ্য, অভিনেতা ও প্রযোজক জ্যাকি ভগনানির বাবা বাসু ভগনানির মালিকানাধীন ‘পূজা এন্টারটেইনমেন্ট’ ১৯৮৬ সাল থেকে প্রযোজনা শুরু করে। প্রতিষ্ঠানটি থেকে—‘কুলি নং ১’, ‘বিবি নং ১’, ‘রংরেজ’, ‘শাদি নং ১’, ‘জওয়ানি জানেমান’-এর মতো একাধিক সিনেমা প্রযোজনা করেছে।
টেলিভিশন ও ওটিটিতে পরিচিতি পাওয়ার পর বড় পর্দায়ও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। ২০২৩ সালে ‘আরো এক পৃথিবী’ দিয়ে অভিষেক হয়েছে টালিউড ইন্ডাস্ট্রিতে। গত কোরবানির ঈদে ‘ইনসাফ’ দিয়ে যাত্রা শুরু করেছেন ঢালিউডে। এবার এই অভিনেত্রী আসছেন প্রযোজক হয়ে।
১ ঘণ্টা আগে৩৬ বছরে পদার্পণ করল নাটকের দল ‘নাট্যকেন্দ্র’। গত শুক্র ও শনিবার রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে দুই দিনের অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে নাট্যদলটি।
১ ঘণ্টা আগেদুজনই বিচ্ছেদের যন্ত্রণাদায়ক সময় পেরিয়ে এসেছেন। দুজনই খুঁজছেন জীবনসঙ্গী। সংসারে আবার থিতু হওয়ার তীব্র ইচ্ছা দুজনের মনেই। এ বছরের জুনে অরল্যান্ডো ব্লুমের সঙ্গে বিচ্ছেদ হয় মার্কিন গায়িকা কেটি পেরির। অন্যদিকে, কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ১৮ বছরের সংসার ভাঙে ২০২৩ সালে।
১ ঘণ্টা আগেফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের ৭০তম আসরটি হয়ে গেল ১১ অক্টোবর রাতে ভারতের আহমেদাবাদের ইকেএ অ্যারেনায়। উপস্থাপনায় ছিলেন শাহরুখ খান, করণ জোহর ও মনীশ পাল। এবারের আসরে সর্বোচ্চ ১৩টি বিভাগে পুরস্কার পেয়েছে কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’।
২ ঘণ্টা আগে