ভারতের প্রথম সুন্দরী হিসেবে বিশ্বসুন্দরীর মুকুট জিতেছিলেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। ঠিক ২৯ বছর আগে আজকের এই দিনে তাঁর মাথায় উঠেছিল ‘মিস ইউনিভার্স’ বা বিশ্বসুন্দরীর মুকুট। বিশেষ দিনটিকে স্মরণ করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সুস্মিতা।
আজ রোববার সকালে ইনস্টাগ্রামে একটি পুরোনো ছবি পোস্ট করেন অভিনেত্রী। সঙ্গে জুড়ে দিয়েছেন আবেগঘন ক্যাপশন। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘ছবিটা ঠিক ২৯ বছরের পুরোনো, অসাধারণ মানুষ ও দুর্দান্ত ফটোগ্রাফার প্রবুদ্ধ দাশ গুপ্তর তোলা। ১৮ বছর বয়সী আমাকে তিনি খুব সুন্দর করে বন্দী করেছিলেন। মুখে হাসি নিয়ে বলেছিলেন, তুমি বুঝতে পারছ যে তুমিই প্রথম মিস ইউনিভার্স যার ছবি আমি তুললাম। আমি খুব গর্বিত স্বরে বলেছিলাম, এটা আসলে ভারতের সর্বপ্রথম মিস ইউনিভার্স।’
সুস্মিতা সেন এ প্রতিযোগিতায় জিতেছিলেন বিশ্বের আরও ৭৭টি দেশ থেকে আসা প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে। ১৯৯৪ সালে তিনিই প্রথম ভারতীয় নারী যিনি ‘মিস ইউনিভার্স’-এর খেতাব জেতেন।
সুস্মিতা সেন তাঁর ক্যাপশনে আরও লেখেন, ‘মাতৃভূমিকে প্রতিনিধিত্ব করা ও খেতাব জেতা এতই সম্মানের, যে ২৯ বছর পরও আনন্দে চোখে জল চলে আসে। আমি এই দিনটিকে অত্যন্ত গর্বের সঙ্গে উদ্যাপন করি এবং স্মরণ করি কারণ ইতিহাস সাক্ষ্য দেয়, ভারত সর্বপ্রথম ২১ মে ১৯৯৪ সালে ফিলিপাইনের ম্যানিলায় ‘মিস ইউনিভার্স’ খেতাব জিতেছিল।’
এ পোস্ট করার সঙ্গে সঙ্গে ভক্তদের শুভেচ্ছা বার্তা ও ভালোবাসায় ভরে যেতে থাকে তাঁর পোস্টের মন্তব্যের ঘর। ক্যাপশনের শেষ অংশে সুস্মিতা লিখেছেন, ‘সমস্ত ভালোবাসা, ভালো লাগা ও সবচেয়ে মিষ্টি বার্তাগুলোর জন্য ধন্যবাদ। সব সময় উদ্যাপন করি! অনেক ভালোবাসা! দুগ্গা দুগ্গা।’
ভারতের প্রথম সুন্দরী হিসেবে বিশ্বসুন্দরীর মুকুট জিতেছিলেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। ঠিক ২৯ বছর আগে আজকের এই দিনে তাঁর মাথায় উঠেছিল ‘মিস ইউনিভার্স’ বা বিশ্বসুন্দরীর মুকুট। বিশেষ দিনটিকে স্মরণ করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সুস্মিতা।
আজ রোববার সকালে ইনস্টাগ্রামে একটি পুরোনো ছবি পোস্ট করেন অভিনেত্রী। সঙ্গে জুড়ে দিয়েছেন আবেগঘন ক্যাপশন। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘ছবিটা ঠিক ২৯ বছরের পুরোনো, অসাধারণ মানুষ ও দুর্দান্ত ফটোগ্রাফার প্রবুদ্ধ দাশ গুপ্তর তোলা। ১৮ বছর বয়সী আমাকে তিনি খুব সুন্দর করে বন্দী করেছিলেন। মুখে হাসি নিয়ে বলেছিলেন, তুমি বুঝতে পারছ যে তুমিই প্রথম মিস ইউনিভার্স যার ছবি আমি তুললাম। আমি খুব গর্বিত স্বরে বলেছিলাম, এটা আসলে ভারতের সর্বপ্রথম মিস ইউনিভার্স।’
সুস্মিতা সেন এ প্রতিযোগিতায় জিতেছিলেন বিশ্বের আরও ৭৭টি দেশ থেকে আসা প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে। ১৯৯৪ সালে তিনিই প্রথম ভারতীয় নারী যিনি ‘মিস ইউনিভার্স’-এর খেতাব জেতেন।
সুস্মিতা সেন তাঁর ক্যাপশনে আরও লেখেন, ‘মাতৃভূমিকে প্রতিনিধিত্ব করা ও খেতাব জেতা এতই সম্মানের, যে ২৯ বছর পরও আনন্দে চোখে জল চলে আসে। আমি এই দিনটিকে অত্যন্ত গর্বের সঙ্গে উদ্যাপন করি এবং স্মরণ করি কারণ ইতিহাস সাক্ষ্য দেয়, ভারত সর্বপ্রথম ২১ মে ১৯৯৪ সালে ফিলিপাইনের ম্যানিলায় ‘মিস ইউনিভার্স’ খেতাব জিতেছিল।’
এ পোস্ট করার সঙ্গে সঙ্গে ভক্তদের শুভেচ্ছা বার্তা ও ভালোবাসায় ভরে যেতে থাকে তাঁর পোস্টের মন্তব্যের ঘর। ক্যাপশনের শেষ অংশে সুস্মিতা লিখেছেন, ‘সমস্ত ভালোবাসা, ভালো লাগা ও সবচেয়ে মিষ্টি বার্তাগুলোর জন্য ধন্যবাদ। সব সময় উদ্যাপন করি! অনেক ভালোবাসা! দুগ্গা দুগ্গা।’
বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৩ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
৭ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
১৭ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
১৮ ঘণ্টা আগে