গত শুক্রবার ভারতের মুম্বাইয়ে ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে একসঙ্গে জড়ো হয়েছিল গোটা বলিউড। গতকাল শনিবার ছিল এই তারকাখচিত ইভেন্টের দ্বিতীয় দিন। এই দিন বলিউড তারকাদের সঙ্গে সেখানে হাজির হয়েছেন হলিউডের এক ঝাঁক তারকা।
শুধু অংশগ্রহণই নয়, ভারতীয় ঢংয়ে সেজে সবার নজরও কেড়েছেন তারা। শাহরুখ ও সালমান থানের সঙ্গে ছবিও তোলেন তাঁরা।
গতকাল শনিবার ইভেন্টের দ্বিতীয় দিনে উপস্থিত হয়েছিলেন টম হল্যান্ড, জেনডায়া, জিজি হাদিদ, পেনালোপে ক্রুজ এবং রচ পোস এর মতো হলিউড তারকারা। এ ছাড়া একসঙ্গে তুলা তাদের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল।
শাড়ি পরে হাজির হয়েছিলেন জেনডায়া ও জিজি। সোনালি-সাদা জমকালো শাড়ি পরেছিলেন জিজি। তাঁর হাত ভরা চুরি, টেনে বাঁধা চুল সবার নজর কেড়েছে।
অন্যদিকে নেভি ব্লু রঙের সিকুইন শাড়ি আর সোনালি ব্লাউজে জেনডায়াকে দেখে যেকেউ ভারতীয়ই ভাববে। মাঝে সিঁথি করে চুল বেঁধে তিনি হাতে পরেছিলেন চুরি।
স্পাইডারম্যান তারকা টম হল্যান্ড দেখা গেছে পুরো ফরমাল লুকে। কালো স্যুট, বো টাই আর সাদা শার্টে নজর কেড়েছেন সকলের।
হালকা গোলাপি রঙ্গের ফেদার গাউন পরেছিলেন পেনালোপে ক্রুজ। গলায় পরেছিলেন নেকলেস। কপালে তিনি ফেলে রেখেছিলেন চুল।
গত শুক্রবার ভারতের মুম্বাইয়ে ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে একসঙ্গে জড়ো হয়েছিল গোটা বলিউড। গতকাল শনিবার ছিল এই তারকাখচিত ইভেন্টের দ্বিতীয় দিন। এই দিন বলিউড তারকাদের সঙ্গে সেখানে হাজির হয়েছেন হলিউডের এক ঝাঁক তারকা।
শুধু অংশগ্রহণই নয়, ভারতীয় ঢংয়ে সেজে সবার নজরও কেড়েছেন তারা। শাহরুখ ও সালমান থানের সঙ্গে ছবিও তোলেন তাঁরা।
গতকাল শনিবার ইভেন্টের দ্বিতীয় দিনে উপস্থিত হয়েছিলেন টম হল্যান্ড, জেনডায়া, জিজি হাদিদ, পেনালোপে ক্রুজ এবং রচ পোস এর মতো হলিউড তারকারা। এ ছাড়া একসঙ্গে তুলা তাদের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল।
শাড়ি পরে হাজির হয়েছিলেন জেনডায়া ও জিজি। সোনালি-সাদা জমকালো শাড়ি পরেছিলেন জিজি। তাঁর হাত ভরা চুরি, টেনে বাঁধা চুল সবার নজর কেড়েছে।
অন্যদিকে নেভি ব্লু রঙের সিকুইন শাড়ি আর সোনালি ব্লাউজে জেনডায়াকে দেখে যেকেউ ভারতীয়ই ভাববে। মাঝে সিঁথি করে চুল বেঁধে তিনি হাতে পরেছিলেন চুরি।
স্পাইডারম্যান তারকা টম হল্যান্ড দেখা গেছে পুরো ফরমাল লুকে। কালো স্যুট, বো টাই আর সাদা শার্টে নজর কেড়েছেন সকলের।
হালকা গোলাপি রঙ্গের ফেদার গাউন পরেছিলেন পেনালোপে ক্রুজ। গলায় পরেছিলেন নেকলেস। কপালে তিনি ফেলে রেখেছিলেন চুল।
১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
১৩ ঘণ্টা আগেবিজ্ঞাপনের মডেল হওয়ার পর গত বছর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা চৌধুরী। সম্পর্কে তিনি মেহজাবীন চৌধুরীর ছোট বোন। নিজ অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়ে বোন মালাইকাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন মেহজাবীন। অভিনয়ের প্রথম প্রশিক্ষণও বড় বোনের কাছেই পেয়েছেন মালাইকা।
১৩ ঘণ্টা আগে৫ মে শুরু হয়েছে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি। প্রথম রাউন্ড শেষে ফাইনালে উঠেছে গিগাবাইট টাইটানস ও স্বপ্নধরা স্পারটান্স। দল দুটির মেন্টর হিসেবে আছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
১৩ ঘণ্টা আগেসিনেমার কোনো সীমান্ত নেই, সিনেমা মানে না কাঁটাতারের বিধিনিষেধ—প্রতিবছর কান চলচ্চিত্র উৎসবে সেটা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, সেলস এজেন্ট ও সাংবাদিকেরা হাজির হন ‘বড় পর্দার অলিম্পিক’খ্যাত এ উৎসবে। নির্মাতারা আসেন তাঁদের সিনেমা দেখাতে। সেসব বিক্রির প্রক্রিয়া
১৩ ঘণ্টা আগে