Ajker Patrika

অস্কারে পাঠানো হলো না আমির-কিরণের ‘লাপাত্তা লেডিজ’

লাপাত্তা লেডিজ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত
লাপাত্তা লেডিজ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

বিশ্বমঞ্চে প্রদর্শনীর সুযোগ পেল না ভারতের ‘গাঁয়ের বধূদের’ গল্প ‘লাপাত্তা লেডিজ’। অস্কারের জন্য ভারত থেকেই নমিনেশন দেওয়া হয়নি আমির খান ও কিরণ রাওয়ের এই সিনেমা। সেরা আন্তর্জাতিক ছবির তালিকায় নির্বাচনের জন্য মোট ১৫টি ছবিকে বেছে নেওয়া হয়েছে। কিন্তু সেখানে ভারত থেকে পাঠানো তালিকায় নাম নেই এই সিনেমায়। এ খবরে হতাশ অনুরাগীরা।

গত বছর সিনেমা হলে মুক্তি পায় কিরণ রাও পরিচালিত ‘লাপাত্তা লেডিজ’। স্পর্শ শ্রীবাস্তব, নীতাংশি গোয়েল ও প্রতিভা রান্টা অভিনীত এই সিনেমার অন্যতম প্রযোজক আমির খান। প্রায় পাঁচ কোটি টাকা বাজেটে তৈরি সিনেমার আয় ২৫ কোটি টাকার একটু বেশি। তবে সমালোচকমহলে তা সমাদৃত এবং পরবর্তীকালে ওটিটিতে বহু দর্শক সিনেমাটিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। কিন্তু অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে জায়গা করে নিতে পারল না।

প্রসঙ্গত, এর আগে ‘লাগান’ সিনেমার সৌজন্যে অস্কার অনুষ্ঠানে যাওয়ার সুযোগ পেয়েছিলেন আমির খান। সেরা বিদেশি ক্যাটাগরিতে চূড়ান্ত মনোনয়ন পেয়েছিল আশুতোষ গোয়ারিকর পরিচালিত সিনেমাটি। কিন্তু সে বছর এই পুরস্কার পায় ‘নো ম্যানস ল্যান্ড’। ‘লাগান’ সিনেমার সহকারী পরিচালক ছিলেন কিরণ। আর ‘লাপাত্তা লেডিজ’ তাঁর পরিচালনায় তৈরি এবং সিনেমাটির প্রযোজনাতেও তিনি অংশীদার। সিনেমাটির জন্য আমেরিকায় গিয়েও প্রচার-প্রচারণা চালিয়েছিলেন কিরণ-আমির। কিন্তু তাতে লাভ বিশেষ হলো না।

তবে ভারতীয়দের আশা এখনো রয়েছে। অস্কারের দৌড়ে রয়েছে গুণীত মঙ্গার লাইভ অ্যাকশন শর্ট ‘অনুজা’। আর সেরা ১৫ আন্তর্জাতিক সিনেমার তালিকায় এখনো লড়াই করছে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ পরিচালক সন্ধ্যা সুরির সিনেমা সন্তোষ। সিনেমাটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সাহানা গোস্বামী।

এবারে সেরা ১৫ সিনেমাগুলোকে অস্কারের জুরি সদস্যদের দেখানো হবে। তারপর ভোটের মাধ্যমে বাছা হবে চূড়ান্ত মনোনয়নের তালিকা।

উল্লেখ্য, ভারত থেকে যখন লাপাত্তা লেডিজকে অস্কারে পাঠানো হয়, তখন অনেকেই তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁদের বক্তব্য ছিল, আমির-কিরণের ছবির বদলে পায়েল কাপাডিয়ার কানজয়ী সিনেমা ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’কে আন্তর্জাতিক মঞ্চের লড়াইয়ের জন্য পাঠানো উচিত ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত