বিশ্বমঞ্চে প্রদর্শনীর সুযোগ পেল না ভারতের ‘গাঁয়ের বধূদের’ গল্প ‘লাপাত্তা লেডিজ’। অস্কারের জন্য ভারত থেকেই নমিনেশন দেওয়া হয়নি আমির খান ও কিরণ রাওয়ের এই সিনেমা। সেরা আন্তর্জাতিক ছবির তালিকায় নির্বাচনের জন্য মোট ১৫টি ছবিকে বেছে নেওয়া হয়েছে। কিন্তু সেখানে ভারত থেকে পাঠানো তালিকায় নাম নেই এই সিনেমায়। এ খবরে হতাশ অনুরাগীরা।
গত বছর সিনেমা হলে মুক্তি পায় কিরণ রাও পরিচালিত ‘লাপাত্তা লেডিজ’। স্পর্শ শ্রীবাস্তব, নীতাংশি গোয়েল ও প্রতিভা রান্টা অভিনীত এই সিনেমার অন্যতম প্রযোজক আমির খান। প্রায় পাঁচ কোটি টাকা বাজেটে তৈরি সিনেমার আয় ২৫ কোটি টাকার একটু বেশি। তবে সমালোচকমহলে তা সমাদৃত এবং পরবর্তীকালে ওটিটিতে বহু দর্শক সিনেমাটিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। কিন্তু অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে জায়গা করে নিতে পারল না।
প্রসঙ্গত, এর আগে ‘লাগান’ সিনেমার সৌজন্যে অস্কার অনুষ্ঠানে যাওয়ার সুযোগ পেয়েছিলেন আমির খান। সেরা বিদেশি ক্যাটাগরিতে চূড়ান্ত মনোনয়ন পেয়েছিল আশুতোষ গোয়ারিকর পরিচালিত সিনেমাটি। কিন্তু সে বছর এই পুরস্কার পায় ‘নো ম্যানস ল্যান্ড’। ‘লাগান’ সিনেমার সহকারী পরিচালক ছিলেন কিরণ। আর ‘লাপাত্তা লেডিজ’ তাঁর পরিচালনায় তৈরি এবং সিনেমাটির প্রযোজনাতেও তিনি অংশীদার। সিনেমাটির জন্য আমেরিকায় গিয়েও প্রচার-প্রচারণা চালিয়েছিলেন কিরণ-আমির। কিন্তু তাতে লাভ বিশেষ হলো না।
তবে ভারতীয়দের আশা এখনো রয়েছে। অস্কারের দৌড়ে রয়েছে গুণীত মঙ্গার লাইভ অ্যাকশন শর্ট ‘অনুজা’। আর সেরা ১৫ আন্তর্জাতিক সিনেমার তালিকায় এখনো লড়াই করছে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ পরিচালক সন্ধ্যা সুরির সিনেমা সন্তোষ। সিনেমাটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সাহানা গোস্বামী।
এবারে সেরা ১৫ সিনেমাগুলোকে অস্কারের জুরি সদস্যদের দেখানো হবে। তারপর ভোটের মাধ্যমে বাছা হবে চূড়ান্ত মনোনয়নের তালিকা।
উল্লেখ্য, ভারত থেকে যখন লাপাত্তা লেডিজকে অস্কারে পাঠানো হয়, তখন অনেকেই তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁদের বক্তব্য ছিল, আমির-কিরণের ছবির বদলে পায়েল কাপাডিয়ার কানজয়ী সিনেমা ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’কে আন্তর্জাতিক মঞ্চের লড়াইয়ের জন্য পাঠানো উচিত ছিল।
বিশ্বমঞ্চে প্রদর্শনীর সুযোগ পেল না ভারতের ‘গাঁয়ের বধূদের’ গল্প ‘লাপাত্তা লেডিজ’। অস্কারের জন্য ভারত থেকেই নমিনেশন দেওয়া হয়নি আমির খান ও কিরণ রাওয়ের এই সিনেমা। সেরা আন্তর্জাতিক ছবির তালিকায় নির্বাচনের জন্য মোট ১৫টি ছবিকে বেছে নেওয়া হয়েছে। কিন্তু সেখানে ভারত থেকে পাঠানো তালিকায় নাম নেই এই সিনেমায়। এ খবরে হতাশ অনুরাগীরা।
গত বছর সিনেমা হলে মুক্তি পায় কিরণ রাও পরিচালিত ‘লাপাত্তা লেডিজ’। স্পর্শ শ্রীবাস্তব, নীতাংশি গোয়েল ও প্রতিভা রান্টা অভিনীত এই সিনেমার অন্যতম প্রযোজক আমির খান। প্রায় পাঁচ কোটি টাকা বাজেটে তৈরি সিনেমার আয় ২৫ কোটি টাকার একটু বেশি। তবে সমালোচকমহলে তা সমাদৃত এবং পরবর্তীকালে ওটিটিতে বহু দর্শক সিনেমাটিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। কিন্তু অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে জায়গা করে নিতে পারল না।
প্রসঙ্গত, এর আগে ‘লাগান’ সিনেমার সৌজন্যে অস্কার অনুষ্ঠানে যাওয়ার সুযোগ পেয়েছিলেন আমির খান। সেরা বিদেশি ক্যাটাগরিতে চূড়ান্ত মনোনয়ন পেয়েছিল আশুতোষ গোয়ারিকর পরিচালিত সিনেমাটি। কিন্তু সে বছর এই পুরস্কার পায় ‘নো ম্যানস ল্যান্ড’। ‘লাগান’ সিনেমার সহকারী পরিচালক ছিলেন কিরণ। আর ‘লাপাত্তা লেডিজ’ তাঁর পরিচালনায় তৈরি এবং সিনেমাটির প্রযোজনাতেও তিনি অংশীদার। সিনেমাটির জন্য আমেরিকায় গিয়েও প্রচার-প্রচারণা চালিয়েছিলেন কিরণ-আমির। কিন্তু তাতে লাভ বিশেষ হলো না।
তবে ভারতীয়দের আশা এখনো রয়েছে। অস্কারের দৌড়ে রয়েছে গুণীত মঙ্গার লাইভ অ্যাকশন শর্ট ‘অনুজা’। আর সেরা ১৫ আন্তর্জাতিক সিনেমার তালিকায় এখনো লড়াই করছে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ পরিচালক সন্ধ্যা সুরির সিনেমা সন্তোষ। সিনেমাটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সাহানা গোস্বামী।
এবারে সেরা ১৫ সিনেমাগুলোকে অস্কারের জুরি সদস্যদের দেখানো হবে। তারপর ভোটের মাধ্যমে বাছা হবে চূড়ান্ত মনোনয়নের তালিকা।
উল্লেখ্য, ভারত থেকে যখন লাপাত্তা লেডিজকে অস্কারে পাঠানো হয়, তখন অনেকেই তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁদের বক্তব্য ছিল, আমির-কিরণের ছবির বদলে পায়েল কাপাডিয়ার কানজয়ী সিনেমা ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’কে আন্তর্জাতিক মঞ্চের লড়াইয়ের জন্য পাঠানো উচিত ছিল।
সাত মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে ৫ আগস্ট দেশে ফেরেন অভিনেতা অপূর্ব। ঘুম থেকে জেগে বাবাকে দেখে অবাক হয়ে যায় অপূর্বর ছেলে আয়াশ! আনন্দে কেঁদে ফেলে। এমন ভিডিও প্রকাশের পর নেতিবাচক মন্তব্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।
৭ ঘণ্টা আগে৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। এ উপলক্ষে আজ ৮ আগস্ট শুক্রবার রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচারিত হবে নাটক ‘জয়া’। নাম ভূমিকায় অভিনয় করেছেন জ্যোতি সিনহা।
১৩ ঘণ্টা আগে‘বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক’-প্রতিপাদ্য নিয়ে আয়োজিত হতে যাচ্ছে এই প্রতিযোগিতার পঞ্চম আসর। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজকেরা।
১৫ ঘণ্টা আগেকানাডার সারেতে জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মার সদ্য চালু হওয়া ‘ক্যাপস ক্যাফে’তে এক মাসের মধ্যে দ্বিতীয়বার গুলি ঘটনা ঘটল। এই হামলার দায় স্বীকার করেছে গুরপ্রীত সিং ওরফে গোল্ডি ধিলন এবং লরেন্স বিষ্ণোই গ্যাং। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা এই হামলার দায় স্বীকার করেছে।
১৬ ঘণ্টা আগে