Ajker Patrika

আমির খানের তৃতীয় বিয়ের গুঞ্জন, পাত্রী কে

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭: ২৯
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিনেমায় অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমির খানের। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন ও অতিথিদের সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন দুই স্ত্রী রীনা দত্ত ও কিরণ রাও। তবে এরই মধ্যে গুঞ্জন উঠেছে, তৃতীয় বিয়ে করছেন মিস্টার পারফেকশনিস্ট।

বলিউড সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বেঙ্গালুরুর এক লাস্যময়ীর প্রেমে পড়েছেন আমির খান। ৫৯ বছর বয়সী অভিনেতা নাকি এতটাই দৃঢ় যে, এই সম্পর্ক নিয়ে সম্প্রতি পরিবারের সবার সঙ্গে পরিচয়ও করিয়ে দিয়েছেন। যদিও গোপনীয়তার স্বার্থে সেই নারীর পরিচয় খোলসা করা হয়নি। তবে সূত্রগুলো জানিয়েছে, বেঙ্গালুরুর সেই রহস্যময়ী নারীকে পরিবারের সদস্যরা সবাই পছন্দ করেছেন। এখন শুধু সেই নারীর সঙ্গে জীবনের নতুন পথচলা শুরুর অপেক্ষা!

আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে বহুদিন ধরেই বলিউডে চলছিল নানা গুঞ্জন! কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর ‘দঙ্গল’ সিনেমার অভিনেত্রী ফাতিমা সানাকে নিয়ে ছিল সেই গুঞ্জন। আমিরের পরিবারের বিভিন্ন অনুষ্ঠানেও দেখা গিয়েছিল ফাতিমাকে।

তবে সম্পর্কের গুঞ্জনে কোনো নেতিবাচক প্রভাব পড়তে দেখা যায় না আমির খানের মধ্যে। এর অন্যতম কারণ হলো সম্পর্কের প্রতি দায়িত্বশীলতা ও সম্মান। বিচ্ছেদের দীর্ঘ সময় পরও প্রাক্তন স্ত্রীদের সঙ্গে সুসম্পর্ক তাঁর। প্রথম স্ত্রী রিনা দত্ত বা দ্বিতীয় স্ত্রী কিরণ রাও—দুজনের ক্ষেত্রেই বন্ধুত্বটা অটুট। শুধু তাই নয়, নিয়ম করে তাঁদের দুজনের সঙ্গে সপ্তাহে দুই দিন দেখাও করেন তিনি। নেই বিচ্ছেদের তিক্ততাও। প্রেম নিয়ে ৫৯ বছরে আমির খান এখনো অকপটেই বলেন, ‘আমার দুই স্ত্রীকে জিজ্ঞেস করুন আমি কতটা রোম্যান্টিক।’

বলিউড তারকা আমীর খান। ছবি: সংগৃহীত
বলিউড তারকা আমীর খান। ছবি: সংগৃহীত

প্রসঙ্গত, বলিউডে কাজের মাধ্যমে ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাতি মিললেও ব্যক্তিগত জীবনে একাধিকবার আমির খানের সম্পর্ক ভেঙেছে। ক্যারিয়ারের সাফল্য পাওয়ার আগেই ১৯৮৬ সালে বিয়ে করেছিলেন রিনা দত্তকে। জুনাইদ ও ইরা, দুই সন্তান তাঁদের। শোনা যায়, আমিরের সফল ক্যারিয়ারেও রিনার অবদান রয়েছে। ‘লাগান’ সিনেমার অন্যতম প্রযোজক ছিলেন আমিরের প্রথম স্ত্রী। সেই সিনেমারই সহকারী পরিচালক কিরণ রাওয়ের প্রেমে পড়েন আমির। রিনা দত্তের সঙ্গে বিচ্ছেদের পর ২০০৫ সালে কিরণকে বিয়ে করেন আমির। সারোগেসির মাধ্যমে তাঁদের ছেলে আজাদের জন্ম হয়। কিন্তু সেই সম্পর্কও ভেঙে যায়। ২০২১ সালের জুলাই মাসে বিচ্ছেদের ঘোষণা দেন আমির-কিরণ। যৌথভাবে ছেলে আজাদের দায়িত্ব নেওয়ার কথাও জানান। দুজনের সঙ্গেই সুসম্পর্ক রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত