বিগ বস ভারতের টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো। টিভি পর্দার মাধ্যমে প্রচার হলেও করোনাভাইরাস মহামারি চলাকালে ২০২১ সালে প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে প্রচারিত হয়েছিল ‘বিগ বস ওটিটি’। সেবার উপস্থাপকের ভূমিকায় ছিলেন বলিউডের জনপ্রিয় প্রযোজক-পরিচালক করণ জোহর।
বছর দু-এক পর আবারও ওটিটির পর্দায় ফিরে আসছে ‘বিগ বস ওটিটি’। তবে এটির দ্বিতীয় কিস্তিতে করণ নন, সঞ্চালকের আসনে রয়েছে বলিউড অভিনেতা সালমান খান। এক প্রতিবেদনে এ জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে ‘বিগ বস ওটিটি ২ ’–এর টিজার। সেখানে ঝলমলে রুপালি জ্যাকেটে দেখা মিলেছে সালমানের। সেই সঙ্গে তাঁর পরনে ছিল সাদা একটি টি-শার্ট। টিজারের শুরুতে ক্যামেরার মুখোমুখি হয়ে সালমান বলেন, ‘এবার এই প্রতিযোগিতা এত কঠিন হবে যে, আপনাদের সাহায্য প্রতিযোগীদের লাগবেই।’
‘বিগ বস ওটিটি ২ ’–এর প্রতিযোগীদের চূড়ান্ত তালিকা এখনো প্রকাশ করা হয়নি। তবে সংবাদমাধ্যমে জিয়া শঙ্কর, মুনাওয়ার ফারুকী, শিবম শর্মা, উমর রিয়াজ এবং ওয়াজে দরবারের মতো প্রতিযোগীদের নাম এসেছে।
ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমা এবং ভূতে আগামী ১৭ জুন থেকে শুরু হবে ‘বিগ বস ওটিটি ২ ’। প্রথম কিস্তির মতো দ্বিতীয় মৌসুমেও মাস দেড়েক (ছয় সপ্তাহ) ধরে এ রিয়্যালিটি শো চলবে। আগেরবারের মতো এবারও থাকবেন ১০ জন প্রতিযোগী। প্রথম কিস্তির তিন ফাইনালিস্ট শমিতা শেঠি, প্রতীক সহজপাল এবং নিশান্ত ভাট এবারও অংশ নেবেন।
বিগ বস ভারতের টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো। টিভি পর্দার মাধ্যমে প্রচার হলেও করোনাভাইরাস মহামারি চলাকালে ২০২১ সালে প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে প্রচারিত হয়েছিল ‘বিগ বস ওটিটি’। সেবার উপস্থাপকের ভূমিকায় ছিলেন বলিউডের জনপ্রিয় প্রযোজক-পরিচালক করণ জোহর।
বছর দু-এক পর আবারও ওটিটির পর্দায় ফিরে আসছে ‘বিগ বস ওটিটি’। তবে এটির দ্বিতীয় কিস্তিতে করণ নন, সঞ্চালকের আসনে রয়েছে বলিউড অভিনেতা সালমান খান। এক প্রতিবেদনে এ জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে ‘বিগ বস ওটিটি ২ ’–এর টিজার। সেখানে ঝলমলে রুপালি জ্যাকেটে দেখা মিলেছে সালমানের। সেই সঙ্গে তাঁর পরনে ছিল সাদা একটি টি-শার্ট। টিজারের শুরুতে ক্যামেরার মুখোমুখি হয়ে সালমান বলেন, ‘এবার এই প্রতিযোগিতা এত কঠিন হবে যে, আপনাদের সাহায্য প্রতিযোগীদের লাগবেই।’
‘বিগ বস ওটিটি ২ ’–এর প্রতিযোগীদের চূড়ান্ত তালিকা এখনো প্রকাশ করা হয়নি। তবে সংবাদমাধ্যমে জিয়া শঙ্কর, মুনাওয়ার ফারুকী, শিবম শর্মা, উমর রিয়াজ এবং ওয়াজে দরবারের মতো প্রতিযোগীদের নাম এসেছে।
ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমা এবং ভূতে আগামী ১৭ জুন থেকে শুরু হবে ‘বিগ বস ওটিটি ২ ’। প্রথম কিস্তির মতো দ্বিতীয় মৌসুমেও মাস দেড়েক (ছয় সপ্তাহ) ধরে এ রিয়্যালিটি শো চলবে। আগেরবারের মতো এবারও থাকবেন ১০ জন প্রতিযোগী। প্রথম কিস্তির তিন ফাইনালিস্ট শমিতা শেঠি, প্রতীক সহজপাল এবং নিশান্ত ভাট এবারও অংশ নেবেন।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে