ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার প্লাসে ২০০০ সালের ৩ জুলাই থেকে 'কৌন বনেগা ক্রোড়পতি' বা কে হতে চায় কোটিপতি নামে একটি রিয়্যালিটি শো চলছে। শুরু থেকে অনুষ্ঠানটির উপস্থাপনা করে আসছেন কিংবদন্তি ভারতীয় অভিনেতা অমিতাভ বচ্চন। তবে শোর-র ১০০০ তম পর্বে এসে ৩ ডিসেম্বর বলিউড শাহেনশাহ বললেন, তিনি নাকি সেই সময় বড় পর্দায় তেমন কাজ পাচ্ছিলেন না বলে এই অনুষ্ঠানে উপস্থাপনা শুরু করেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, 'কৌন বনেগা ক্রোড়পতি' অনুষ্ঠানের ১০০০ তম বিশেষ পর্বে অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চন এবং তাঁর ভাগনি নভ্যা নাভেলি নন্দাকে মঞ্চে উপস্থিত হতে বলেন আয়োজকেরা। ভার্চুয়ালে যুক্ত হন অমিতাভ বচ্চনের স্ত্রী অভিনেত্রী জয়া বচ্চনও।
অনুষ্ঠানে শ্বেতা বচ্চন এই প্রবীণ অভিনেতার কাছে জানতে চাইলেন, ১০০০ তম পর্বে কেমন অনুভব করছেন। তখন অমিতাভ বচ্চন বলেন, 'দারসাল, ২১ সাল হো গে হ্যায়। সান ২০০০ মে ইসকি শুরুভাত হুই থি। অর উস সময় হামকো পাতা নাহি থা। সব লগ কেহ রহে ওরা কে আপ ফিল্ম সে টেলিভিশন মে জা রহে হ্যায়, বাদে পরদে সে ছোটে পরদে পার আ রাহে হ্যায়, আপকি ছবি কো নুকসান হোগা।' বাংলা করলে এই বক্তব্যের অর্থ দাঁড়ায়—তার মানে, ২০০০ সালে শোটি প্রথম প্রচারিত হওয়ার পর থেকে ২১ বছর পেড়িয়ে গেছে। আমার মনে আছে—লোকেরা আমাকে বলেছিল, এই বড় পর্দা থেকে ছোট পর্দায় আসায় আমার চলচ্চিত্রের কাজে প্রভাব পড়বে।
২০ বছর পরে শোর ১০০০ তম পর্বে এসে শোতে যোগদানের পেছনের কারণও ব্যাখ্যা করলেন অমিতাভ বচ্চন। বললেন, 'হামারি আপনি কুছ পরিস্থিতিয়ান এমনি থি কে মুঝে লাগা কে ফিল্মওঁ মে কাম জো হ্যায় ওহ মিল না রাহা থা। অর্থাৎ—আসলে, সেই সময় আমি খুব বেশি কাজ পাচ্ছিলাম না। তবে প্রথম পর্বের পরে যে প্রতিক্রিয়া পেয়েছি তাতে অনুভব করেছি যে পৃথিবী ইতিবাচকভাবে বদলে গেছে।
এই ক্লিপটির দ্বিতীয়ার্ধে শো থেকে সেরা কিছু থ্রোব্যাক মুহূর্ত দেখানো হয়েছে। শেষের দিকে দেখা যায়, অমিতাভ বচ্চন পুরো যাত্রার সাক্ষী হয়ে কান্নায় ভেঙে পড়ছেন।
ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার প্লাসে ২০০০ সালের ৩ জুলাই থেকে 'কৌন বনেগা ক্রোড়পতি' বা কে হতে চায় কোটিপতি নামে একটি রিয়্যালিটি শো চলছে। শুরু থেকে অনুষ্ঠানটির উপস্থাপনা করে আসছেন কিংবদন্তি ভারতীয় অভিনেতা অমিতাভ বচ্চন। তবে শোর-র ১০০০ তম পর্বে এসে ৩ ডিসেম্বর বলিউড শাহেনশাহ বললেন, তিনি নাকি সেই সময় বড় পর্দায় তেমন কাজ পাচ্ছিলেন না বলে এই অনুষ্ঠানে উপস্থাপনা শুরু করেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, 'কৌন বনেগা ক্রোড়পতি' অনুষ্ঠানের ১০০০ তম বিশেষ পর্বে অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চন এবং তাঁর ভাগনি নভ্যা নাভেলি নন্দাকে মঞ্চে উপস্থিত হতে বলেন আয়োজকেরা। ভার্চুয়ালে যুক্ত হন অমিতাভ বচ্চনের স্ত্রী অভিনেত্রী জয়া বচ্চনও।
অনুষ্ঠানে শ্বেতা বচ্চন এই প্রবীণ অভিনেতার কাছে জানতে চাইলেন, ১০০০ তম পর্বে কেমন অনুভব করছেন। তখন অমিতাভ বচ্চন বলেন, 'দারসাল, ২১ সাল হো গে হ্যায়। সান ২০০০ মে ইসকি শুরুভাত হুই থি। অর উস সময় হামকো পাতা নাহি থা। সব লগ কেহ রহে ওরা কে আপ ফিল্ম সে টেলিভিশন মে জা রহে হ্যায়, বাদে পরদে সে ছোটে পরদে পার আ রাহে হ্যায়, আপকি ছবি কো নুকসান হোগা।' বাংলা করলে এই বক্তব্যের অর্থ দাঁড়ায়—তার মানে, ২০০০ সালে শোটি প্রথম প্রচারিত হওয়ার পর থেকে ২১ বছর পেড়িয়ে গেছে। আমার মনে আছে—লোকেরা আমাকে বলেছিল, এই বড় পর্দা থেকে ছোট পর্দায় আসায় আমার চলচ্চিত্রের কাজে প্রভাব পড়বে।
২০ বছর পরে শোর ১০০০ তম পর্বে এসে শোতে যোগদানের পেছনের কারণও ব্যাখ্যা করলেন অমিতাভ বচ্চন। বললেন, 'হামারি আপনি কুছ পরিস্থিতিয়ান এমনি থি কে মুঝে লাগা কে ফিল্মওঁ মে কাম জো হ্যায় ওহ মিল না রাহা থা। অর্থাৎ—আসলে, সেই সময় আমি খুব বেশি কাজ পাচ্ছিলাম না। তবে প্রথম পর্বের পরে যে প্রতিক্রিয়া পেয়েছি তাতে অনুভব করেছি যে পৃথিবী ইতিবাচকভাবে বদলে গেছে।
এই ক্লিপটির দ্বিতীয়ার্ধে শো থেকে সেরা কিছু থ্রোব্যাক মুহূর্ত দেখানো হয়েছে। শেষের দিকে দেখা যায়, অমিতাভ বচ্চন পুরো যাত্রার সাক্ষী হয়ে কান্নায় ভেঙে পড়ছেন।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে