আজ বলিউড অভিনেতা শশী কাপুরের ৮৫তম জন্মবার্ষিকী। ১৯৩৮ সালের ১৮ মার্চ জন্মগ্রহণ করেছিলেন তিনি। বলিউডের বিখ্যাত কাপুর পরিবারের সদস্য শশী ছিলেন পৃথ্বীরাজ কাপুরের কনিষ্ঠ সন্তান। তাঁর দুই ভাই রাজ কাপুর ও শাম্মী কাপুরও দাপিয়ে বেড়িয়েছেন বলিউড। ঋষি কাপুর ও রণধীর কাপুররা এই পরিবারের তৃতীয় প্রজন্ম। কাপুর পরিবারের চতুর্থ প্রজন্ম হিসেবে বলিউডে দাপিয়ে বেড়াচ্ছেন কারিশমা, কারিনা ও রণবীররা।
১৯৫৯ সালে ‘গেস্ট হাউস’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পান শশী। এর পরে তিনি ‘দুলহা-দুলহান’ ও ‘শ্রীমান সত্যবাদী’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তাঁর ভাই রাজ কাপুর। ১৯৬১ সালে ‘ধর্মপুত্র’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক ঘটে শশী কাপুরের। এরপর দীর্ঘ অভিনয়জীবনে তিনি দেড় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। এর মধ্যে ‘সত্তম শিব সুন্দরম’, ‘ধীবর’, ‘সোহাগ’, ‘নিমক হালাল’, ‘কেভি কেভি’, ‘আওয়ারে’, ‘চোর’, ‘কালা পাত্থর’ ও ‘ত্রিশূল’ উল্লেখযোগ্য। তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য পাঁচটি সিনেমা হচ্ছে ‘ধর্মপুত্র’, ‘দিওয়ার’ ‘জুনুন’, ‘কালযুগ’ ও ‘নিউ দিল্লি টাইমস’।
ধর্মপুত্র
‘ধর্মপুত্র’ সিনেমার মাধ্যমে প্রথম নায়কের ভূমিকায় অভিনয় করেন শশী কাপুর। আচার্য চতুরসেনের একই নামের উপন্যাসের ওপর ভিত্তি করে সিনেমাটি নির্মিত হয়। সিনেমাটি পরিচালনা করেন যশ রাজ চোপড়া। ১৯৬১ সালে মুক্তি পায় সিনেমাটি। ভারত বিভাজনের গল্প নিয়ে এটি ছিল প্রথম নির্মিত হিন্দি চলচ্চিত্র।
দিওয়ার
‘দিওয়ার’ সিনেমাটি পরিচালনা করেন যশ রাজ চোপড়া। অমিতাভ বচ্চনের সঙ্গে অসংখ্য ছবিতে অভিনয় করেছেন শশী কাপুর। এর মধ্যে একটি সিনেমা হলো ‘দিওয়ার’। সিনেমাটি মুক্তি পায় ১৯৭৫ সালে। সিনেমাটির জন্য পার্শ্ব অভিনেতা হিসেবে ফিল্ম ফেয়ার জেতেন শশী কাপুর।
জুনুন
‘জুনুন’ সিনেমায় অভিনয় করে শশী কাপুর জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন। শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমাটির প্রযোজনাও করেছেন শশী কাপুর। ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে শশী কাপুরের বিপরীতে অভিনয় করেছিলেন শাবানা আজমী।
কালযুগ
শশী কাপুরের আরেকটি কালজয়ী সিনেমা হচ্ছে শ্যাম বেনেগাল পরিচালিত ‘কালযুগ’। সিনেমাটি মুক্তি পায় ১৯৮১ সালে। ১৯৮২ সালে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিল। সিনেমাটি সেরা চিত্রনাট্যের জন্য বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছিল। এতে শশী কাপুরের বিপরীতে অভিনয় করেন রেখা।
নিউ দিল্লি টাইমস
১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নিউ দিল্লি টাইমস’। রমেশ শর্মা পরিচালিত সিনেমাটিতে শশী কাপুর একজন সাংবাদিক চরিত্রে অনবদ্য অভিনয় করেন। সিনেমাটিতে শশী কাপুরের বিপরীতে অভিনয় করেন শর্মীলা ঠাকুর। এই সিনেমার জন্যও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।
আজ বলিউড অভিনেতা শশী কাপুরের ৮৫তম জন্মবার্ষিকী। ১৯৩৮ সালের ১৮ মার্চ জন্মগ্রহণ করেছিলেন তিনি। বলিউডের বিখ্যাত কাপুর পরিবারের সদস্য শশী ছিলেন পৃথ্বীরাজ কাপুরের কনিষ্ঠ সন্তান। তাঁর দুই ভাই রাজ কাপুর ও শাম্মী কাপুরও দাপিয়ে বেড়িয়েছেন বলিউড। ঋষি কাপুর ও রণধীর কাপুররা এই পরিবারের তৃতীয় প্রজন্ম। কাপুর পরিবারের চতুর্থ প্রজন্ম হিসেবে বলিউডে দাপিয়ে বেড়াচ্ছেন কারিশমা, কারিনা ও রণবীররা।
১৯৫৯ সালে ‘গেস্ট হাউস’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পান শশী। এর পরে তিনি ‘দুলহা-দুলহান’ ও ‘শ্রীমান সত্যবাদী’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তাঁর ভাই রাজ কাপুর। ১৯৬১ সালে ‘ধর্মপুত্র’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক ঘটে শশী কাপুরের। এরপর দীর্ঘ অভিনয়জীবনে তিনি দেড় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। এর মধ্যে ‘সত্তম শিব সুন্দরম’, ‘ধীবর’, ‘সোহাগ’, ‘নিমক হালাল’, ‘কেভি কেভি’, ‘আওয়ারে’, ‘চোর’, ‘কালা পাত্থর’ ও ‘ত্রিশূল’ উল্লেখযোগ্য। তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য পাঁচটি সিনেমা হচ্ছে ‘ধর্মপুত্র’, ‘দিওয়ার’ ‘জুনুন’, ‘কালযুগ’ ও ‘নিউ দিল্লি টাইমস’।
ধর্মপুত্র
‘ধর্মপুত্র’ সিনেমার মাধ্যমে প্রথম নায়কের ভূমিকায় অভিনয় করেন শশী কাপুর। আচার্য চতুরসেনের একই নামের উপন্যাসের ওপর ভিত্তি করে সিনেমাটি নির্মিত হয়। সিনেমাটি পরিচালনা করেন যশ রাজ চোপড়া। ১৯৬১ সালে মুক্তি পায় সিনেমাটি। ভারত বিভাজনের গল্প নিয়ে এটি ছিল প্রথম নির্মিত হিন্দি চলচ্চিত্র।
দিওয়ার
‘দিওয়ার’ সিনেমাটি পরিচালনা করেন যশ রাজ চোপড়া। অমিতাভ বচ্চনের সঙ্গে অসংখ্য ছবিতে অভিনয় করেছেন শশী কাপুর। এর মধ্যে একটি সিনেমা হলো ‘দিওয়ার’। সিনেমাটি মুক্তি পায় ১৯৭৫ সালে। সিনেমাটির জন্য পার্শ্ব অভিনেতা হিসেবে ফিল্ম ফেয়ার জেতেন শশী কাপুর।
জুনুন
‘জুনুন’ সিনেমায় অভিনয় করে শশী কাপুর জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন। শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমাটির প্রযোজনাও করেছেন শশী কাপুর। ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে শশী কাপুরের বিপরীতে অভিনয় করেছিলেন শাবানা আজমী।
কালযুগ
শশী কাপুরের আরেকটি কালজয়ী সিনেমা হচ্ছে শ্যাম বেনেগাল পরিচালিত ‘কালযুগ’। সিনেমাটি মুক্তি পায় ১৯৮১ সালে। ১৯৮২ সালে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিল। সিনেমাটি সেরা চিত্রনাট্যের জন্য বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছিল। এতে শশী কাপুরের বিপরীতে অভিনয় করেন রেখা।
নিউ দিল্লি টাইমস
১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নিউ দিল্লি টাইমস’। রমেশ শর্মা পরিচালিত সিনেমাটিতে শশী কাপুর একজন সাংবাদিক চরিত্রে অনবদ্য অভিনয় করেন। সিনেমাটিতে শশী কাপুরের বিপরীতে অভিনয় করেন শর্মীলা ঠাকুর। এই সিনেমার জন্যও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।
নব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
১ ঘণ্টা আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
৪ ঘণ্টা আগেআজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
৪ ঘণ্টা আগেগত বছরের আগস্টে সারা দেশে যখন উত্তাল পরিস্থিতি বিরাজ করছে, সেই সময় দেশের শোবিজ ইন্ডাস্ট্রিও হয়ে পড়েছিল স্থবির। প্রায় সব মাধ্যমে বন্ধ ছিল শুটিং। অনেকটা সাহস নিয়ে ‘ফ্যাঁকড়া’ নামের ওয়েব সিরিজের শুটিং শুরু করেন আসিফ চৌধুরী। নান বাধা পেরিয়ে শেষ করেন শুটিং। এবার সিরিজটি মুক্তির পালা।
৫ ঘণ্টা আগে