সম্প্রতি ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান ‘পূজা এন্টারটেইনমেন্ট’-এর বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়ার অভিযোগ আনেন একাধিক কর্মী। জানা যায়, কর্মীদের প্রায় দুই বছরের বেতন বকেয়া রাখা হয়েছে। এ নিয়ে চলছে তুমুল আলোচনা। কোভিডের পর একটানা ফ্লপের কারণে দেনায় জর্জরিত প্রযোজক বাসু ভগনানি। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, দেনা পরিশোধে বিক্রি করে দেওয়া হচ্ছে মুম্বাইতে প্রতিষ্ঠানটির সাততলা ভবন।
প্রযোজকের এই অবস্থার জন্য অনেকে দায়ী করেন বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে। বিশাল অঙ্কের পারিশ্রমিক এবং একের পর এক ফ্লপ সিনেমা। ‘বেলবটম’, ‘মিশন রানীগঞ্জ’ আর সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে।
প্রযোজকের এমন পরিস্থিতে পাশে থাকার আশ্বাস দেন অক্ষয় কুমার। এই পরিস্থিতিতে সবার আগে প্রযোজককে অক্ষয় ফোন করেন। এমনকি যা ক্ষতি হয়েছে, তা ভার বহন করারও আশ্বাস দেন অভিনেতা।
এবার বাসু ভগনানির পুত্র ও অভিনেতা জ্যাকি ভগনানি জানিয়েছেন অক্ষয় কুমার তাঁদের সঙ্গে দেখা করে এই পরিস্থিতিতে পাশে থাকার ভরসা দিয়েছেন। জ্যাকি জানিয়েছেন, অক্ষয় ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমার পারিশ্রমিক নেবেন না, যতক্ষণ না পুরো কাস্ট এবং ক্রুদের পারিশ্রমিক পরিশোধ হচ্ছে।
জ্যাকি ভগনানি বলেন, ‘অক্ষয় স্যার সম্প্রতি আমাদের সঙ্গে দেখা করেছেন। পরিস্থিতি সম্পর্কে জানার পর, তিনি এগিয়ে এসে কলাকুশলীদের প্রতি তাঁর সমর্থন দেখাতে দ্বিধা করেননি। আমাদের প্রকল্পগুলোর সব ক্রু সদস্য তাঁদের সম্পূর্ণ অর্থ না পাওয়া পর্যন্ত তিনি নিজের পারিশ্রমিক নেওয়া স্থগিত করেছেন।’
জ্যাকি আরও বলেন, ‘এই পরিস্থিতিতে আমাদের পাশে দাঁড়ানোর জন্য অক্ষয় স্যারের প্রতি কৃতজ্ঞতা। আসলে সিনেমার ব্যবসা নির্ভর করে দৃঢ় সম্পর্কের ওপর, এই চেতনাই আমরা ইন্ডাস্ট্রিতে লালন করার চেষ্টা করি।’
গত সপ্তাহে ভারতীয় সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়, ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমার বেশ কয়েকজন অভিনেতা এখনো তাদের পারিশ্রমিক পাননি। অভিনেতাদের মধ্যে রয়েছেন সোনাক্ষী সিনহা ও টাইগার শ্রফও।
আলি আব্বাস জাফর পরিচালিত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমায় অক্ষয় ও টাইগারের সঙ্গে আরও অভিনয় করেছেন—পৃথ্বীরাজ সুকুমারন, আলিয়া এফ, মানুষী চিল্লার এবং সোনাক্ষী সিনহা। চলতি বছরের ১০ এপ্রিল এটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। প্রায় ৩৫০ কোটি রুপি বাজেটে সিনেমাটি নির্মিত হলেও বিশ্বব্যাপী সিনেমাটি মাত্র ১১০ কোটি রুপি আয় করে।
সম্প্রতি ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান ‘পূজা এন্টারটেইনমেন্ট’-এর বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়ার অভিযোগ আনেন একাধিক কর্মী। জানা যায়, কর্মীদের প্রায় দুই বছরের বেতন বকেয়া রাখা হয়েছে। এ নিয়ে চলছে তুমুল আলোচনা। কোভিডের পর একটানা ফ্লপের কারণে দেনায় জর্জরিত প্রযোজক বাসু ভগনানি। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, দেনা পরিশোধে বিক্রি করে দেওয়া হচ্ছে মুম্বাইতে প্রতিষ্ঠানটির সাততলা ভবন।
প্রযোজকের এই অবস্থার জন্য অনেকে দায়ী করেন বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে। বিশাল অঙ্কের পারিশ্রমিক এবং একের পর এক ফ্লপ সিনেমা। ‘বেলবটম’, ‘মিশন রানীগঞ্জ’ আর সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে।
প্রযোজকের এমন পরিস্থিতে পাশে থাকার আশ্বাস দেন অক্ষয় কুমার। এই পরিস্থিতিতে সবার আগে প্রযোজককে অক্ষয় ফোন করেন। এমনকি যা ক্ষতি হয়েছে, তা ভার বহন করারও আশ্বাস দেন অভিনেতা।
এবার বাসু ভগনানির পুত্র ও অভিনেতা জ্যাকি ভগনানি জানিয়েছেন অক্ষয় কুমার তাঁদের সঙ্গে দেখা করে এই পরিস্থিতিতে পাশে থাকার ভরসা দিয়েছেন। জ্যাকি জানিয়েছেন, অক্ষয় ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমার পারিশ্রমিক নেবেন না, যতক্ষণ না পুরো কাস্ট এবং ক্রুদের পারিশ্রমিক পরিশোধ হচ্ছে।
জ্যাকি ভগনানি বলেন, ‘অক্ষয় স্যার সম্প্রতি আমাদের সঙ্গে দেখা করেছেন। পরিস্থিতি সম্পর্কে জানার পর, তিনি এগিয়ে এসে কলাকুশলীদের প্রতি তাঁর সমর্থন দেখাতে দ্বিধা করেননি। আমাদের প্রকল্পগুলোর সব ক্রু সদস্য তাঁদের সম্পূর্ণ অর্থ না পাওয়া পর্যন্ত তিনি নিজের পারিশ্রমিক নেওয়া স্থগিত করেছেন।’
জ্যাকি আরও বলেন, ‘এই পরিস্থিতিতে আমাদের পাশে দাঁড়ানোর জন্য অক্ষয় স্যারের প্রতি কৃতজ্ঞতা। আসলে সিনেমার ব্যবসা নির্ভর করে দৃঢ় সম্পর্কের ওপর, এই চেতনাই আমরা ইন্ডাস্ট্রিতে লালন করার চেষ্টা করি।’
গত সপ্তাহে ভারতীয় সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়, ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমার বেশ কয়েকজন অভিনেতা এখনো তাদের পারিশ্রমিক পাননি। অভিনেতাদের মধ্যে রয়েছেন সোনাক্ষী সিনহা ও টাইগার শ্রফও।
আলি আব্বাস জাফর পরিচালিত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমায় অক্ষয় ও টাইগারের সঙ্গে আরও অভিনয় করেছেন—পৃথ্বীরাজ সুকুমারন, আলিয়া এফ, মানুষী চিল্লার এবং সোনাক্ষী সিনহা। চলতি বছরের ১০ এপ্রিল এটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। প্রায় ৩৫০ কোটি রুপি বাজেটে সিনেমাটি নির্মিত হলেও বিশ্বব্যাপী সিনেমাটি মাত্র ১১০ কোটি রুপি আয় করে।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
১৩ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১ দিন আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১ দিন আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১ দিন আগে