কারিনা কাপুর খান নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। অনেক দিন ধরেই ভাল থ্রিলারের খোঁজে ছিলেন কারিনা। এত দিনে মনের মতো রহস্যগল্পের চিত্রনাট্য পেয়েছেন অভিনেত্রী। সুজয় ঘোষের পরিচালনায় একটি থ্রিলারে অভিনয় করতে দেখা যাবে কারিনাকে। ছবির প্রযোজনায় রয়েছেন জয় শেওয়াক্রমনি।
২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হবে ছবির শুটিং। কালিম্পং ও দার্জিলিঙের পাহাড়ি এলাকায় শুটিং হবে। রহস্যগল্পের জন্য এমন জায়গা বেছে নিয়েছেন সুজয়। আপাতত দু’মাসের শুটিং শিডিউলের পরিকল্পনা করা হয়েছে। তার মধ্যেই ছবির পুরো শুটিং শেষ করার কথা রয়েছে। টানা দু’মাসের শিডিউল থাকায়, তৈমুর ও জেহ হয়তো কারিনার সঙ্গেই থাকবে।
শোনা যাচ্ছে, ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় অভিনেতাদেরও দেখা যাবে এই ছবিতে। তবে তাঁদের নাম এখনও ঘোষণা করা হয়নি। খুব শিগগিরই ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হবে উত্তর-পূর্ব ভারতের পাহাড়ি অঞ্চলে। সুজয়ের ছবির কাজ শেষ করে হানসাল মেহতার পরবর্তী ছবির কাজ শুরু করবেন কারিনা।
আমির খানের ‘লাল সিংহ চাড্ডা’ ছবি মুক্তির অপেক্ষায় আছে। এই ছবিতে অভিনয় করছেন কারিনা কাপুর খান। এছাড়াও এই মুহূর্তে কারিনা কাপুর খানের হাতে রয়েছে একগুচ্ছ ছবি। বলিউডের বেবোকে খুব শীঘ্রই দেখা যেতে চলেছে করণ জোহরের ‘তখত’ ছবিতে। যেখানে কারিনা কাপুরের সঙ্গে দেখা যাবে রণবীর সিং, ভিকি কৌশল এবং আলিয়া ভাটকে।
কারিনা কাপুর খান নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। অনেক দিন ধরেই ভাল থ্রিলারের খোঁজে ছিলেন কারিনা। এত দিনে মনের মতো রহস্যগল্পের চিত্রনাট্য পেয়েছেন অভিনেত্রী। সুজয় ঘোষের পরিচালনায় একটি থ্রিলারে অভিনয় করতে দেখা যাবে কারিনাকে। ছবির প্রযোজনায় রয়েছেন জয় শেওয়াক্রমনি।
২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হবে ছবির শুটিং। কালিম্পং ও দার্জিলিঙের পাহাড়ি এলাকায় শুটিং হবে। রহস্যগল্পের জন্য এমন জায়গা বেছে নিয়েছেন সুজয়। আপাতত দু’মাসের শুটিং শিডিউলের পরিকল্পনা করা হয়েছে। তার মধ্যেই ছবির পুরো শুটিং শেষ করার কথা রয়েছে। টানা দু’মাসের শিডিউল থাকায়, তৈমুর ও জেহ হয়তো কারিনার সঙ্গেই থাকবে।
শোনা যাচ্ছে, ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় অভিনেতাদেরও দেখা যাবে এই ছবিতে। তবে তাঁদের নাম এখনও ঘোষণা করা হয়নি। খুব শিগগিরই ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হবে উত্তর-পূর্ব ভারতের পাহাড়ি অঞ্চলে। সুজয়ের ছবির কাজ শেষ করে হানসাল মেহতার পরবর্তী ছবির কাজ শুরু করবেন কারিনা।
আমির খানের ‘লাল সিংহ চাড্ডা’ ছবি মুক্তির অপেক্ষায় আছে। এই ছবিতে অভিনয় করছেন কারিনা কাপুর খান। এছাড়াও এই মুহূর্তে কারিনা কাপুর খানের হাতে রয়েছে একগুচ্ছ ছবি। বলিউডের বেবোকে খুব শীঘ্রই দেখা যেতে চলেছে করণ জোহরের ‘তখত’ ছবিতে। যেখানে কারিনা কাপুরের সঙ্গে দেখা যাবে রণবীর সিং, ভিকি কৌশল এবং আলিয়া ভাটকে।
এ বছরের ২ মে ঢাকার ইউনাইটেড কনভেনশনে আয়োজিত কনসার্টে পারফর্ম করার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জুনুন-এর ভোকাল আলী আজমতের। ‘আলী আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’ শিরোনামের ওই কনসার্টের আয়োজন করেছিল অ্যাসেন বাজ।
২ ঘণ্টা আগেএ বছরের অন্যান্য চলচ্চিত্র উৎসবের মতো সান সেবাস্তিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ৭৩তম আসরেও গুরুত্ব পেল রাজনৈতিক প্রসঙ্গ। স্পেনে ১৯ সেপ্টেম্বর শুরু হওয়া উৎসবটি শেষ হয়েছে গতকাল। এতে প্রদর্শিত হয় অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্সের নতুন সিনেমা ‘ডাই মাই লাভ’।
৩ ঘণ্টা আগেদর্শক হিসেবে আঞ্চলিক ভাষার গল্পই সবচেয়ে বেশি পছন্দ পঙ্কজ ত্রিপাঠির। গ্রামীণ জীবনযাপন আর সংকট যেসব গল্পে উঠে আসে, সেগুলো মন দিয়ে দেখেন। পঙ্কজ জানালেন নিজের পছন্দের সিনেমা ও সিরিজের কথা, এর মধ্যে একটি তাঁর অভিনীত সিরিজ।
৩ ঘণ্টা আগেএ বছর অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে লিসা গাজী পরিচালিত ‘বাড়ির নাম শাহানা’। গতকাল বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের তত্ত্বাবধানে গঠিত অস্কার বাংলাদেশ কমিটি এক সংবাদ সম্মেলনে বাড়ির নাম শাহানা চলচ্চিত্রকে অস্কারে পাঠানোর ঘোষণা দেয়।
১৯ ঘণ্টা আগে