বয়স তাঁর কাছে নেহাতই অঙ্কমাত্র। ৮২ বছর বয়সেও এই প্রজন্মের অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন তিনি। বলিউডে নবাগত প্রজন্মের কাছে এক আদর্শ, অনুপ্রেরণার আরেক নাম অমিতাভ বচ্চন। কিন্তু এই মেগাস্টারের এক্স হ্যান্ডলে (টুইটার) করা এক পোস্টে দেখে হঠাৎই মাথায় আকাশ ভেঙে পড়েছে ভক্তদের। অভিনয় থেকে সরে যেতে চাইছেন অমিতাভ বচ্চন?
গতকাল শনিবার অমিতাভ তাঁর পোস্টে শুধু তিনটি শব্দ লিখেছেন, ‘টাইম টু গো...’। আর তাতেই মন্তব্যের ঘরে ঝড় শুরু। হবেই-বা না কেন, ওই পোস্টের অর্থ তো দাঁড়ায়, ‘বিদায় নেওয়ার সময় এসেছে’। তাহলে কি অভিনয় থেকে বিদায় নিতে চাইছেন অমিতাভ বচ্চন? এ নিয়ে ভক্তদের প্রশ্নের শেষ নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে কারও প্রশ্ন, ‘কী হয়েছে স্যার?’ কেউ লিখেছেন, ‘এত তাড়াহুড়োর কী আছে স্যার?’ কেউবা আবার খোলাখুলি চাইছেন তাঁর এই পোস্টের কী অর্থ?
শুধু তা-ই নয়, কেউ আবার ইতিবাচক ভাবনা নিয়ে প্রশ্ন করছেন, ‘পরবর্তী সিনেমার সেটে যাওয়ার সময়ের কথা বলছেন তো?’ সব মিলিয়ে সিনিয়র বচ্চনের পোস্ট নিয়ে সরগরম নেটপাড়া।
গত নভেম্বরে ‘কন বানেগা ক্রোড়পতি’ সিজন ১৬-এর সেটে তায়কোয়ান্দোর কলাকৌশল দেখিয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন বিগ বি। অমিতাভ বচ্চন আসলে এমনই একজন মানুষ। অস্ত্রোপচার, অসুস্থতা, এত ঝড়ঝাপটা—কোনো কিছুই তাঁকে দমিয়ে রাখতে পারেনি। এই বয়সে আজও তাঁর কাছে কাজই ধর্ম। চিরতরুণদের মতোই এনার্জি তাঁর। সেটে আজও পাল্লা দিয়ে ছুটে বেড়ান সবার সঙ্গে। সেই তিনিই যখন ‘যাওয়ার’ কথা বলছেন, তখন ভক্তদের উদ্বেগ খুবই স্বাভাবিক।
বয়স তাঁর কাছে নেহাতই অঙ্কমাত্র। ৮২ বছর বয়সেও এই প্রজন্মের অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন তিনি। বলিউডে নবাগত প্রজন্মের কাছে এক আদর্শ, অনুপ্রেরণার আরেক নাম অমিতাভ বচ্চন। কিন্তু এই মেগাস্টারের এক্স হ্যান্ডলে (টুইটার) করা এক পোস্টে দেখে হঠাৎই মাথায় আকাশ ভেঙে পড়েছে ভক্তদের। অভিনয় থেকে সরে যেতে চাইছেন অমিতাভ বচ্চন?
গতকাল শনিবার অমিতাভ তাঁর পোস্টে শুধু তিনটি শব্দ লিখেছেন, ‘টাইম টু গো...’। আর তাতেই মন্তব্যের ঘরে ঝড় শুরু। হবেই-বা না কেন, ওই পোস্টের অর্থ তো দাঁড়ায়, ‘বিদায় নেওয়ার সময় এসেছে’। তাহলে কি অভিনয় থেকে বিদায় নিতে চাইছেন অমিতাভ বচ্চন? এ নিয়ে ভক্তদের প্রশ্নের শেষ নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে কারও প্রশ্ন, ‘কী হয়েছে স্যার?’ কেউ লিখেছেন, ‘এত তাড়াহুড়োর কী আছে স্যার?’ কেউবা আবার খোলাখুলি চাইছেন তাঁর এই পোস্টের কী অর্থ?
শুধু তা-ই নয়, কেউ আবার ইতিবাচক ভাবনা নিয়ে প্রশ্ন করছেন, ‘পরবর্তী সিনেমার সেটে যাওয়ার সময়ের কথা বলছেন তো?’ সব মিলিয়ে সিনিয়র বচ্চনের পোস্ট নিয়ে সরগরম নেটপাড়া।
গত নভেম্বরে ‘কন বানেগা ক্রোড়পতি’ সিজন ১৬-এর সেটে তায়কোয়ান্দোর কলাকৌশল দেখিয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন বিগ বি। অমিতাভ বচ্চন আসলে এমনই একজন মানুষ। অস্ত্রোপচার, অসুস্থতা, এত ঝড়ঝাপটা—কোনো কিছুই তাঁকে দমিয়ে রাখতে পারেনি। এই বয়সে আজও তাঁর কাছে কাজই ধর্ম। চিরতরুণদের মতোই এনার্জি তাঁর। সেটে আজও পাল্লা দিয়ে ছুটে বেড়ান সবার সঙ্গে। সেই তিনিই যখন ‘যাওয়ার’ কথা বলছেন, তখন ভক্তদের উদ্বেগ খুবই স্বাভাবিক।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
৫ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১৬ ঘণ্টা আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১৭ ঘণ্টা আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১৭ ঘণ্টা আগে