ভারতে চলা মহাকুম্ভে মালাবিক্রেতা মোনালিসার ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল। শ্যামবর্ণের তরুণীর বাদামি চোখের মণি, উজ্জ্বল হাসি মন কেড়েছে নেটিজেনদের। অনেকে পোস্ট দিচ্ছেন এই অপরূপাকে নিয়ে। শোনা যাচ্ছে, বলিউডেও নাকি ডাক পড়েছে তাঁর। এবার তাঁকে নিয়ে মন্তব্য করলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।
মোনালিসার রূপের প্রশংসা করলেন ‘কন্ট্রোভার্সি’ খ্যাত কঙ্গনা। পাশাপাশি বলিউডে শ্যামলা সুন্দরীদের অভাব রয়েছে বলেও মন্তব্য করেন। দীপিকা পাড়ুকোন, বিপাশা বসু, কাজলের মতো ‘ডাস্কি বিউটি’র নামও টেনে আনেন কঙ্গনা।
মোনালিসার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন কঙ্গনা। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, নিজের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নেট দুনিয়ায় আকর্ষণ হয়ে উঠেছেন মোনালিসা। তাঁর ছবি তোলার জন্য মানুষ যেভাবে হেনস্তা করছে, তা মোটেই সমর্থন করছি না। কিন্তু একটা প্রশ্ন করতেই হবে, রুপালি দুনিয়ায় কি আর ভারতীয় শ্যামলা সুন্দরীদের প্রতিনিধিত্ব কেউ করে?’
কঙ্গনা আরও লেখেন, ‘একসময় অনু অগ্রবাল, কাজল, বিপাশা বসু ও রানি মুখোপাধ্যায় এমনকি দীপিকা পাড়ুকোনকে মানুষ যেমন ভালোবাসা দিয়েছে, তেমন কি এই প্রজন্মে হচ্ছে?’
একসময় বলিউডের শ্যামলা সুন্দরীরা বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে ফরসা হয়ে উঠেছেন বলেও মন্তব্য করেন কঙ্গনা। তবে তাঁদের মুখে আগের সেই উজ্জ্বলতা নেই বলেও উল্লেখ করেন তিনি। এ প্রসঙ্গ টেনে কঙ্গনা বলিউডের শ্যামলা অভিনেত্রীদের গ্রহণ করার বিষয়ে প্রশ্ন করেন। ‘মোনালিসাকে যেভাবে গ্রহণ করা হলো, কেন নতুন প্রজন্মের শ্যামলা অভিনেত্রীদের গ্রহণ করছেন না দর্শক?’
ভারতে চলা মহাকুম্ভে মালাবিক্রেতা মোনালিসার ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল। শ্যামবর্ণের তরুণীর বাদামি চোখের মণি, উজ্জ্বল হাসি মন কেড়েছে নেটিজেনদের। অনেকে পোস্ট দিচ্ছেন এই অপরূপাকে নিয়ে। শোনা যাচ্ছে, বলিউডেও নাকি ডাক পড়েছে তাঁর। এবার তাঁকে নিয়ে মন্তব্য করলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।
মোনালিসার রূপের প্রশংসা করলেন ‘কন্ট্রোভার্সি’ খ্যাত কঙ্গনা। পাশাপাশি বলিউডে শ্যামলা সুন্দরীদের অভাব রয়েছে বলেও মন্তব্য করেন। দীপিকা পাড়ুকোন, বিপাশা বসু, কাজলের মতো ‘ডাস্কি বিউটি’র নামও টেনে আনেন কঙ্গনা।
মোনালিসার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন কঙ্গনা। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, নিজের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নেট দুনিয়ায় আকর্ষণ হয়ে উঠেছেন মোনালিসা। তাঁর ছবি তোলার জন্য মানুষ যেভাবে হেনস্তা করছে, তা মোটেই সমর্থন করছি না। কিন্তু একটা প্রশ্ন করতেই হবে, রুপালি দুনিয়ায় কি আর ভারতীয় শ্যামলা সুন্দরীদের প্রতিনিধিত্ব কেউ করে?’
কঙ্গনা আরও লেখেন, ‘একসময় অনু অগ্রবাল, কাজল, বিপাশা বসু ও রানি মুখোপাধ্যায় এমনকি দীপিকা পাড়ুকোনকে মানুষ যেমন ভালোবাসা দিয়েছে, তেমন কি এই প্রজন্মে হচ্ছে?’
একসময় বলিউডের শ্যামলা সুন্দরীরা বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে ফরসা হয়ে উঠেছেন বলেও মন্তব্য করেন কঙ্গনা। তবে তাঁদের মুখে আগের সেই উজ্জ্বলতা নেই বলেও উল্লেখ করেন তিনি। এ প্রসঙ্গ টেনে কঙ্গনা বলিউডের শ্যামলা অভিনেত্রীদের গ্রহণ করার বিষয়ে প্রশ্ন করেন। ‘মোনালিসাকে যেভাবে গ্রহণ করা হলো, কেন নতুন প্রজন্মের শ্যামলা অভিনেত্রীদের গ্রহণ করছেন না দর্শক?’
অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত জয়া আহসান অভিনীত ‘ডিয়ার মা’ সিনেমাটি যুক্তরাষ্ট্র ও কানাডায় রেকর্ড গড়েছে। প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ১ লাখ ১ হাজার ১০০ ডলার। এর আগে কলকাতার কোনো সিনেমা প্রথম দিনে এত আয় করেনি।
৬ ঘণ্টা আগে‘ভদ্রলোক’ নাটকে মোশাররফ করিমের সঙ্গে প্রথম অভিনয় করেন মিম চৌধুরী। এরপর একসঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তাঁরা দুজন। এবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন একই পরিচালকের দুটি ধারাবাহিক নাটকে। শামস করিম পরিচালিত ধারাবাহিক দুটি হলো ‘রঙ্গিলা পুতুল’ ও ‘৭ কিলো ১ গ্রাম’।
৭ ঘণ্টা আগেগাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারাচ্ছে অনেক শিশু। তীব্র খাদ্যসংকটে শিশুরা অনাহার ও অপুষ্টিতে প্রাণ হারাচ্ছে। শিশুদের এই কষ্ট সহ্য করতে পারছেন না মার্কিন পপতারকা ম্যাডোনা।
৯ ঘণ্টা আগেভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
২০ ঘণ্টা আগে