ভারতে চলা মহাকুম্ভে মালাবিক্রেতা মোনালিসার ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল। শ্যামবর্ণের তরুণীর বাদামি চোখের মণি, উজ্জ্বল হাসি মন কেড়েছে নেটিজেনদের। অনেকে পোস্ট দিচ্ছেন এই অপরূপাকে নিয়ে। শোনা যাচ্ছে, বলিউডেও নাকি ডাক পড়েছে তাঁর। এবার তাঁকে নিয়ে মন্তব্য করলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।
মোনালিসার রূপের প্রশংসা করলেন ‘কন্ট্রোভার্সি’ খ্যাত কঙ্গনা। পাশাপাশি বলিউডে শ্যামলা সুন্দরীদের অভাব রয়েছে বলেও মন্তব্য করেন। দীপিকা পাড়ুকোন, বিপাশা বসু, কাজলের মতো ‘ডাস্কি বিউটি’র নামও টেনে আনেন কঙ্গনা।
মোনালিসার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন কঙ্গনা। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, নিজের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নেট দুনিয়ায় আকর্ষণ হয়ে উঠেছেন মোনালিসা। তাঁর ছবি তোলার জন্য মানুষ যেভাবে হেনস্তা করছে, তা মোটেই সমর্থন করছি না। কিন্তু একটা প্রশ্ন করতেই হবে, রুপালি দুনিয়ায় কি আর ভারতীয় শ্যামলা সুন্দরীদের প্রতিনিধিত্ব কেউ করে?’
কঙ্গনা আরও লেখেন, ‘একসময় অনু অগ্রবাল, কাজল, বিপাশা বসু ও রানি মুখোপাধ্যায় এমনকি দীপিকা পাড়ুকোনকে মানুষ যেমন ভালোবাসা দিয়েছে, তেমন কি এই প্রজন্মে হচ্ছে?’
একসময় বলিউডের শ্যামলা সুন্দরীরা বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে ফরসা হয়ে উঠেছেন বলেও মন্তব্য করেন কঙ্গনা। তবে তাঁদের মুখে আগের সেই উজ্জ্বলতা নেই বলেও উল্লেখ করেন তিনি। এ প্রসঙ্গ টেনে কঙ্গনা বলিউডের শ্যামলা অভিনেত্রীদের গ্রহণ করার বিষয়ে প্রশ্ন করেন। ‘মোনালিসাকে যেভাবে গ্রহণ করা হলো, কেন নতুন প্রজন্মের শ্যামলা অভিনেত্রীদের গ্রহণ করছেন না দর্শক?’
ভারতে চলা মহাকুম্ভে মালাবিক্রেতা মোনালিসার ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল। শ্যামবর্ণের তরুণীর বাদামি চোখের মণি, উজ্জ্বল হাসি মন কেড়েছে নেটিজেনদের। অনেকে পোস্ট দিচ্ছেন এই অপরূপাকে নিয়ে। শোনা যাচ্ছে, বলিউডেও নাকি ডাক পড়েছে তাঁর। এবার তাঁকে নিয়ে মন্তব্য করলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।
মোনালিসার রূপের প্রশংসা করলেন ‘কন্ট্রোভার্সি’ খ্যাত কঙ্গনা। পাশাপাশি বলিউডে শ্যামলা সুন্দরীদের অভাব রয়েছে বলেও মন্তব্য করেন। দীপিকা পাড়ুকোন, বিপাশা বসু, কাজলের মতো ‘ডাস্কি বিউটি’র নামও টেনে আনেন কঙ্গনা।
মোনালিসার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন কঙ্গনা। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, নিজের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নেট দুনিয়ায় আকর্ষণ হয়ে উঠেছেন মোনালিসা। তাঁর ছবি তোলার জন্য মানুষ যেভাবে হেনস্তা করছে, তা মোটেই সমর্থন করছি না। কিন্তু একটা প্রশ্ন করতেই হবে, রুপালি দুনিয়ায় কি আর ভারতীয় শ্যামলা সুন্দরীদের প্রতিনিধিত্ব কেউ করে?’
কঙ্গনা আরও লেখেন, ‘একসময় অনু অগ্রবাল, কাজল, বিপাশা বসু ও রানি মুখোপাধ্যায় এমনকি দীপিকা পাড়ুকোনকে মানুষ যেমন ভালোবাসা দিয়েছে, তেমন কি এই প্রজন্মে হচ্ছে?’
একসময় বলিউডের শ্যামলা সুন্দরীরা বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে ফরসা হয়ে উঠেছেন বলেও মন্তব্য করেন কঙ্গনা। তবে তাঁদের মুখে আগের সেই উজ্জ্বলতা নেই বলেও উল্লেখ করেন তিনি। এ প্রসঙ্গ টেনে কঙ্গনা বলিউডের শ্যামলা অভিনেত্রীদের গ্রহণ করার বিষয়ে প্রশ্ন করেন। ‘মোনালিসাকে যেভাবে গ্রহণ করা হলো, কেন নতুন প্রজন্মের শ্যামলা অভিনেত্রীদের গ্রহণ করছেন না দর্শক?’
এ বছর অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে লিসা গাজী পরিচালিত ‘বাড়ির নাম শাহানা’। গতকাল বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের তত্ত্বাবধানে গঠিত অস্কার বাংলাদেশ কমিটি এক সংবাদ সম্মেলনে বাড়ির নাম শাহানা চলচ্চিত্রকে অস্কারে পাঠানোর ঘোষণা দেয়।
৬ ঘণ্টা আগেআট বছর আগে জোড়া সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল রুনা খানের। ২০১৭ সালের ১ ডিসেম্বর মুক্তি পেয়েছিল তৌকীর আহমেদের ‘হালদা’ ও সাজেদুল আউয়ালের ‘ছিটকিনি’। তবে রুনা খান এর আগে অভিনয় করেন আরও দুটি সিনেমায়।
১৫ ঘণ্টা আগেনাট্যনির্মাতা নাসির উদ্দিন আহমেদ মাসুদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন তাছলিমা খাতুন আয়েশা নামের এক অভিনয়শিল্পী। তাঁর দাবি, অভিনয়ের প্রলোভন দেখিয়ে রিসোর্টে নিয়ে গিয়ে নাসির উদ্দিন আহমেদ মাসুদ, তাঁর সহযোগী বাবর ও অজ্ঞাতনামা একজন ধর্ষণ ও মারধর করেন। তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন নির্মাত
১৫ ঘণ্টা আগেব্যক্তিগত প্লেলিস্ট থেকে সোশ্যাল মিডিয়ার রিলস—সবখানে সবার পছন্দের গান ‘আপাতে’। দক্ষিণ কোরিয়ার নারী ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের অন্যতম সদস্য রোজের সঙ্গে এই গানে কণ্ঠ দিয়েছেন ব্রুনো মার্স। এই জুটির আপাতে প্রকাশিত হয় গত বছরের ১৮ অক্টোবর। তখন থেকে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে রাজত্ব করছে গ
১৫ ঘণ্টা আগে