রাশিয়া এবং তুরস্কে ‘টাইগার ৩’ ছবির কাজ সেরে দেশে ফিরেছেন বলিউড তারকা সালমান খান। যথারীতি মুম্বাই বিমানবন্দরে তাঁকে একঝলক দেখতে ও ছবি তুলতে অপেক্ষা করছিলেন ভক্তরা। কিন্তু একি! সালমান খান মাস্ক পরেছেন উল্টো! বিষয়টি হাসির খোরাক হয়ে উঠছে অনুরাগী, ভক্তদের কাছে। কেউ কেউ নাকি ব্যঙ্গ করে বলেছেন, মাস্ক পরার অভ্যাস না থাকলে এ ধরনের ভুল হওয়াটাই স্বাভাবিক।
উল্টো মাস্ক পড়ার ছবি ও একটি ভিডিও parulkhanna 01 একটি ইনস্টাগ্রামে আইডিতে দেখা যায়। এ ছাড়া ভারতীয় একটি গণমাধ্যমের সংবাদ হয়ে ওঠে বিষয়টি।
কালো টি শার্টের সঙ্গে ডেনিম শার্ট পরেছিলেন সালমান খান। মাথায় টুপি। মুখে পরেছিলেন কালো মাস্ক। সালমানের মাস্কে সোনালি রঙের সুতো দিয়ে ফুটিয়ে তোলা তাঁর নামের প্রথম অক্ষর দুটি ‘এস কে’। কিন্তু তিনি মাস্কটি উল্টো পরার ফলে সেই অক্ষর দুটিও উল্টো দেখাচ্ছিল।
সেই অবস্থাতেই চিত্রগ্রাহকদের ক্যামেরায় দৃশ্যবন্দী হন এই বলিউড তারকা। এ দৃশ্য দেখে হাসি চেপে রাখতে পারলেন না তাঁর একনিষ্ঠ অনুরাগীরাও। কেউ কেউ ব্যঙ্গ করেছেন, কেউ তাঁকে ঠিক করে মাস্ক পরার উপদেশ দিয়েছেন। জানা গেছে, ‘বিগ বস’-এর পনেরোতম পর্যায় সঞ্চালনার দায়িত্ব তাঁরই কাঁধে। শিঘ্রই শুরু হবে এই শো তাই দেশে ফিরে এসেছেন তিনি।
রাশিয়া এবং তুরস্কে ‘টাইগার ৩’ ছবির কাজ সেরে দেশে ফিরেছেন বলিউড তারকা সালমান খান। যথারীতি মুম্বাই বিমানবন্দরে তাঁকে একঝলক দেখতে ও ছবি তুলতে অপেক্ষা করছিলেন ভক্তরা। কিন্তু একি! সালমান খান মাস্ক পরেছেন উল্টো! বিষয়টি হাসির খোরাক হয়ে উঠছে অনুরাগী, ভক্তদের কাছে। কেউ কেউ নাকি ব্যঙ্গ করে বলেছেন, মাস্ক পরার অভ্যাস না থাকলে এ ধরনের ভুল হওয়াটাই স্বাভাবিক।
উল্টো মাস্ক পড়ার ছবি ও একটি ভিডিও parulkhanna 01 একটি ইনস্টাগ্রামে আইডিতে দেখা যায়। এ ছাড়া ভারতীয় একটি গণমাধ্যমের সংবাদ হয়ে ওঠে বিষয়টি।
কালো টি শার্টের সঙ্গে ডেনিম শার্ট পরেছিলেন সালমান খান। মাথায় টুপি। মুখে পরেছিলেন কালো মাস্ক। সালমানের মাস্কে সোনালি রঙের সুতো দিয়ে ফুটিয়ে তোলা তাঁর নামের প্রথম অক্ষর দুটি ‘এস কে’। কিন্তু তিনি মাস্কটি উল্টো পরার ফলে সেই অক্ষর দুটিও উল্টো দেখাচ্ছিল।
সেই অবস্থাতেই চিত্রগ্রাহকদের ক্যামেরায় দৃশ্যবন্দী হন এই বলিউড তারকা। এ দৃশ্য দেখে হাসি চেপে রাখতে পারলেন না তাঁর একনিষ্ঠ অনুরাগীরাও। কেউ কেউ ব্যঙ্গ করেছেন, কেউ তাঁকে ঠিক করে মাস্ক পরার উপদেশ দিয়েছেন। জানা গেছে, ‘বিগ বস’-এর পনেরোতম পর্যায় সঞ্চালনার দায়িত্ব তাঁরই কাঁধে। শিঘ্রই শুরু হবে এই শো তাই দেশে ফিরে এসেছেন তিনি।
প্রায় দেড় যুগ পর আসছে আমির খানের ‘তারে জমিন পার’ সিনেমার সিকুয়েল ‘সিতারে জমিন পার’। গতকাল মঙ্গলবার প্রকাশ পেয়েছে সিনেমার ট্রেলার। বিশেষ চাহিদাসম্পন্ন একদল মানুষ কীভাবে রূঢ় স্বভাবের বাস্কেটবল কোচকে ভালো মানুষ হতে শেখায়, সেটাই দেখা যাবে সিনেমায়। তবে ট্রেলার প্রকাশের পর সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে...
১ মিনিট আগেশাশ্বত চট্টোপাধ্যায় এখন শুধু বাংলার নন, বলিউডেও তাঁর ব্যস্ততা বেড়েছে। তবু বাংলাদেশের সিরিজে অভিনয়ের প্রস্তাব পেতেই উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন। বাংলাদেশে আসতে পারবেন, এটাই ছিল তাঁর প্রধান আগ্রহের বিষয়। সৈয়দ আহমেদ শাওকীর পরিচালনায় ‘গুলমোহর’ সিরিজের শুটিং করতে গত বছর ঢাকায় এসেছিলেন শাশ্বত।
১২ ঘণ্টা আগেবিশ্বের অন্যতম ধনী সংগীতশিল্পী সেলেনা গোমেজ। গত বছর বিলিয়নিয়ার হওয়ার গৌরব অর্জন করেন তিনি। সেই সেলেনাই নাকি হিমশিম খাচ্ছেন কর্মীদের বেতন দিতে। প্রতিষ্ঠান চালাতে তাঁর মা ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছেন। ফোর্বসে এমন খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন সেলেনা।
১৩ ঘণ্টা আগেকিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক বানিয়েছিলেন সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ নামের সিনেমাটিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে, প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি এবার আসছে টিভির পর্দায়।
১৩ ঘণ্টা আগে