বলিউডের ‘হায়দার’ খ্যাত নির্মাতা বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ নামের আলোচিত সিনেমাটিতেই দেখা যাবে আজমেরি হক বাঁধনকে। যার সত্যতা নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। ইনস্টাগ্রামে বাঁধনের সঙ্গে একটি স্থিরচিত্র প্রকাশ করে খবরটি শেয়ার করেন বিশাল। ছবিতে ‘হ্যাশট্যাগখুফিয়া’ যুক্ত করে বিশাল ভরদ্বাজ লিখেন, ‘বাংলাদেশের দুর্দান্ত অভিনেত্রী বাঁধনকে পেয়ে আমি খুবই আনন্দিত।’
বাঁধনও নিশ্চিত করেছেন তিনি এই ছবিটি করছেন। তবে ছবিটি নিয়ে বিস্তারিত এখনি বলতে চাইলেন না। এই ছবির জন্য বাংলাদেশের একজন অভিনেত্রী লাগবে, সে কারণে বিশাল প্রথমে প্রস্তাব পাঠান বিদ্যা সিনহা মিমের কাছে। এরপর মেহজাবীনকেও একই প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়েছেন ‘মকবুল’, ‘কামিনে’, ‘হায়দার’, ‘ওমকারা’ -খ্যাত এই নির্মাতা। দুই অভিনেত্রীরই একই মন্তব্য, ছবিটির গল্পের সঙ্গে নেতিবাচকভাবে জড়িয়ে আছে বাংলাদেশের নাম। গুঞ্জন রয়েছে একই প্রস্তাব ছিলো জয়া আহসানের কাছেও। তারা কেউ এই ছবিটি করতে রাজি হননি।
‘খুফিয়া’ ছবিটি হতে যাচ্ছে একটি অত্যাধুনিক অ্যাকশন স্পাই থ্রিলার। এরআগে ছবিটি প্রসঙ্গে বিশাল ভরদ্বাজ বলেছেন, ‘ভারতীয় চলচ্চিত্রে এই মানের থ্রিলার ফিল্ম খুব একটা হয়নি।’ তবে ছবির প্লট নিয়ে আগাম কিছুই বললেন না নির্মাতা। এরইমধ্যে ছবির টিজারও প্রকাশ করেছে নেটফ্লিক্স। যেখানে দেখা যায় বলিউডের একঝাঁক জনপ্রিয় মুখ। আছেন টাবু, আলী ফজল, আশীষ বিদ্যার্থীর মতো অভিনেতারা।
এই ছবিতে বাঁধনের চরিত্র নিয়ে এখনও নির্মাতা কিংবা নেটফ্লিক্স এর পক্ষেও কিছুই খোলাসা করা হয়নি।
বলিউডের ‘হায়দার’ খ্যাত নির্মাতা বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ নামের আলোচিত সিনেমাটিতেই দেখা যাবে আজমেরি হক বাঁধনকে। যার সত্যতা নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। ইনস্টাগ্রামে বাঁধনের সঙ্গে একটি স্থিরচিত্র প্রকাশ করে খবরটি শেয়ার করেন বিশাল। ছবিতে ‘হ্যাশট্যাগখুফিয়া’ যুক্ত করে বিশাল ভরদ্বাজ লিখেন, ‘বাংলাদেশের দুর্দান্ত অভিনেত্রী বাঁধনকে পেয়ে আমি খুবই আনন্দিত।’
বাঁধনও নিশ্চিত করেছেন তিনি এই ছবিটি করছেন। তবে ছবিটি নিয়ে বিস্তারিত এখনি বলতে চাইলেন না। এই ছবির জন্য বাংলাদেশের একজন অভিনেত্রী লাগবে, সে কারণে বিশাল প্রথমে প্রস্তাব পাঠান বিদ্যা সিনহা মিমের কাছে। এরপর মেহজাবীনকেও একই প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়েছেন ‘মকবুল’, ‘কামিনে’, ‘হায়দার’, ‘ওমকারা’ -খ্যাত এই নির্মাতা। দুই অভিনেত্রীরই একই মন্তব্য, ছবিটির গল্পের সঙ্গে নেতিবাচকভাবে জড়িয়ে আছে বাংলাদেশের নাম। গুঞ্জন রয়েছে একই প্রস্তাব ছিলো জয়া আহসানের কাছেও। তারা কেউ এই ছবিটি করতে রাজি হননি।
‘খুফিয়া’ ছবিটি হতে যাচ্ছে একটি অত্যাধুনিক অ্যাকশন স্পাই থ্রিলার। এরআগে ছবিটি প্রসঙ্গে বিশাল ভরদ্বাজ বলেছেন, ‘ভারতীয় চলচ্চিত্রে এই মানের থ্রিলার ফিল্ম খুব একটা হয়নি।’ তবে ছবির প্লট নিয়ে আগাম কিছুই বললেন না নির্মাতা। এরইমধ্যে ছবির টিজারও প্রকাশ করেছে নেটফ্লিক্স। যেখানে দেখা যায় বলিউডের একঝাঁক জনপ্রিয় মুখ। আছেন টাবু, আলী ফজল, আশীষ বিদ্যার্থীর মতো অভিনেতারা।
এই ছবিতে বাঁধনের চরিত্র নিয়ে এখনও নির্মাতা কিংবা নেটফ্লিক্স এর পক্ষেও কিছুই খোলাসা করা হয়নি।
ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে আবারও শক্ত হচ্ছিল রাজেশের অবস্থান। তবে তাঁর সাফল্যের পালে জোর হাওয়া দিল সম্প্রতি মুক্তি পাওয়া সাইয়ারা। এতে অনীত পাড্ডার বাবার চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হচ্ছেন রাজেশ।
৩ ঘণ্টা আগেচঞ্চল চৌধুরীকে নিয়ে সিনেমা বানাচ্ছেন ব্রাত্য বসু। সব ঠিক থাকলে দুর্গাপূজার পরই ‘টান’ নামের এই সিনেমার শুটিং শুরু হবে। টান সিনেমাটি নির্মিত হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি গল্পের ওপর ভিত্তি করে।
৫ ঘণ্টা আগেমেঘের কপাট এবার এল ওটিটিতে। ৩ আগস্ট বন্ধু দিবস উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম টফিতে মুক্তি পেয়েছে সিনেমাটি। টফির অ্যাপ ও ওয়েবসাইটে বিনামূল্যে দেখা যাচ্ছে মেঘের কপাট।
৬ ঘণ্টা আগেশূন্যন রেপার্টরি থিয়েটারের নতুন নাটক ‘গোধূলিবেলায়’। গত জুনে নিউইয়র্কের জ্যামাইকা আর্টস সেন্টারে উদ্বোধনী মঞ্চায়ন হয়েছিল নাটকটির। নিউইয়র্কের পর এবার দেশের মঞ্চে আসছে নতুন এই নাটক। ৮ আগস্ট রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে গোধূলিবেলায়।
১০ ঘণ্টা আগে