সাইফ-কারিনার জুটি বলিউডের অন্যতম জনপ্রিয় জুটির একটি। অমৃতা সিংয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর কারিনাকে বিয়ে করেন সাইফ আলী খান, তখন অনেকেই ভেবেছিলেন এটিও ভেঙে যাবে কয়েক বছরেই। তবে দুই সন্তান তৈমুর আর জেহ-কে নিয়ে তাঁদের সুখের সংসারে গত ১২ বছরে একবারও ফাটল ধরার কোনও খবর সামনে আসেনি।
সম্প্রতি এক অনুষ্ঠানে সাইফ আলী খান জানিয়েছেন, কারিনার সঙ্গে ডেটের প্রথম দিনগুলোর কথা। রানী মুখার্জির পরামর্শ নিয়েই কারিনার সঙ্গে প্রথম ডেটে গিয়েছিলেন এ অভিনেতা। এবং অভিনেতার কথায়, রানীর পরামর্শ এখনো তাঁর দাম্পত্য জীবনে কাজে লাগে।
টাটা প্লে বিঞ্জের ‘নাউ বিঞ্জিং’-এ একসঙ্গে হাজির হয়েছিলেন সাইফ আর কারিনা। আর সেখানেই লাভ লাইফ প্রসঙ্গে কথা বলার সময় সাইফ জানান, তিনি আর কারিনা সম্পর্কে আছেন জানানোর পর, পরামর্শ এসেছিল অভিনেত্রী রানী মুখার্জির কাছ থেকে, যা মাঝে মাঝে এখনো তাঁর কাজে আসে।
সাইফের কথায়, ‘রানী সত্যিই দুর্দান্ত। আমি তাঁর সঙ্গে বন্ধুত্ব আগের চেয়ে বেশি উপভোগ করি। আমার মনে আছে, আমরা শুটিং করছিলাম। তখনো ও সিঙ্গেল। ভালোবাসার মানুষ আসেনি ওর জীবনে। আমাদের প্রেমের খবর পেয়েই বলেছিল, চল আমরা নন-স্টপ, জলদি জলদি করে শুটিং শেষ করে নেই। কোনও ডে অফ নেওয়ারও প্রয়োজন নেই।’, বলেন সাইফ।
আসলে রানী শুনেছিলেন, সাইফ ও কারিনা একসঙ্গে ঘুরতে যাচ্ছেন। তাই চেয়েছিলেন সাইফ আলী খান যেন সব কাজ দ্রুত শেষ করতে পারেন। সাইফ আরও বলেন, ‘রানী আমাকে বলেছিল, মনে রেখো বাড়িতে দুজন নায়ক। সে যা বোঝাতে চেয়েছিল আমি বুঝেছিলাম। এখনো আমি রানীর সেই পরামর্শ মেনে চলি। যখন একজন কাজ করে আমাদের মধ্যে, অন্য জন সময় দেয় বাচ্চাদের। আমি এটা বুঝতে পেরেছি, এটি সত্যিই ভালো পরামর্শ ছিল, দুর্দান্ত পরামর্শ ছিল। আমার বুঝতে অসুবিধে হয়নি ও দুজনের মধ্যে সমতা রাখার কথা বলেছিল।’
২০০৪ সালে যখন অমৃতার সঙ্গে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন সাইফ আলী খান, তখন তাঁদের দুই সন্তান সারা ও ইব্রাহিম বেশ ছোট। এরপর রোজা ক্যাটালানোর সঙ্গে বছর দু-এক ডেট করেন। ২০০৮ সালে ‘টাশন’ সিনেমার সেটে কারিনার প্রেমে পড়েন। আর শুরু করেন ডেটিং। তাঁদের বিয়েটা হয় ২০১২ সালে।
সাইফ-কারিনার জুটি বলিউডের অন্যতম জনপ্রিয় জুটির একটি। অমৃতা সিংয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর কারিনাকে বিয়ে করেন সাইফ আলী খান, তখন অনেকেই ভেবেছিলেন এটিও ভেঙে যাবে কয়েক বছরেই। তবে দুই সন্তান তৈমুর আর জেহ-কে নিয়ে তাঁদের সুখের সংসারে গত ১২ বছরে একবারও ফাটল ধরার কোনও খবর সামনে আসেনি।
সম্প্রতি এক অনুষ্ঠানে সাইফ আলী খান জানিয়েছেন, কারিনার সঙ্গে ডেটের প্রথম দিনগুলোর কথা। রানী মুখার্জির পরামর্শ নিয়েই কারিনার সঙ্গে প্রথম ডেটে গিয়েছিলেন এ অভিনেতা। এবং অভিনেতার কথায়, রানীর পরামর্শ এখনো তাঁর দাম্পত্য জীবনে কাজে লাগে।
টাটা প্লে বিঞ্জের ‘নাউ বিঞ্জিং’-এ একসঙ্গে হাজির হয়েছিলেন সাইফ আর কারিনা। আর সেখানেই লাভ লাইফ প্রসঙ্গে কথা বলার সময় সাইফ জানান, তিনি আর কারিনা সম্পর্কে আছেন জানানোর পর, পরামর্শ এসেছিল অভিনেত্রী রানী মুখার্জির কাছ থেকে, যা মাঝে মাঝে এখনো তাঁর কাজে আসে।
সাইফের কথায়, ‘রানী সত্যিই দুর্দান্ত। আমি তাঁর সঙ্গে বন্ধুত্ব আগের চেয়ে বেশি উপভোগ করি। আমার মনে আছে, আমরা শুটিং করছিলাম। তখনো ও সিঙ্গেল। ভালোবাসার মানুষ আসেনি ওর জীবনে। আমাদের প্রেমের খবর পেয়েই বলেছিল, চল আমরা নন-স্টপ, জলদি জলদি করে শুটিং শেষ করে নেই। কোনও ডে অফ নেওয়ারও প্রয়োজন নেই।’, বলেন সাইফ।
আসলে রানী শুনেছিলেন, সাইফ ও কারিনা একসঙ্গে ঘুরতে যাচ্ছেন। তাই চেয়েছিলেন সাইফ আলী খান যেন সব কাজ দ্রুত শেষ করতে পারেন। সাইফ আরও বলেন, ‘রানী আমাকে বলেছিল, মনে রেখো বাড়িতে দুজন নায়ক। সে যা বোঝাতে চেয়েছিল আমি বুঝেছিলাম। এখনো আমি রানীর সেই পরামর্শ মেনে চলি। যখন একজন কাজ করে আমাদের মধ্যে, অন্য জন সময় দেয় বাচ্চাদের। আমি এটা বুঝতে পেরেছি, এটি সত্যিই ভালো পরামর্শ ছিল, দুর্দান্ত পরামর্শ ছিল। আমার বুঝতে অসুবিধে হয়নি ও দুজনের মধ্যে সমতা রাখার কথা বলেছিল।’
২০০৪ সালে যখন অমৃতার সঙ্গে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন সাইফ আলী খান, তখন তাঁদের দুই সন্তান সারা ও ইব্রাহিম বেশ ছোট। এরপর রোজা ক্যাটালানোর সঙ্গে বছর দু-এক ডেট করেন। ২০০৮ সালে ‘টাশন’ সিনেমার সেটে কারিনার প্রেমে পড়েন। আর শুরু করেন ডেটিং। তাঁদের বিয়েটা হয় ২০১২ সালে।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
১২ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১ দিন আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১ দিন আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১ দিন আগে