Ajker Patrika

ভোটের চেয়ে সিনেমা অনেক সহজ কাজ: কঙ্গনা

আপডেট : ১৯ মে ২০২৪, ১৫: ৩১
ভোটের চেয়ে সিনেমা অনেক সহজ কাজ: কঙ্গনা

ভারতে চলছে লোকসভা নির্বাচন। নির্বাচনে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হয়ে ভোটে লড়ছেন ভারতীয় অভিনেত্রী কঙ্গনা রনৌত। হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী তিনি। তাঁর নাম ঘোষণার পর থেকেই গত দেড় মাস প্রায় চষে বেড়িয়েছেন হিমাচল প্রদেশের বিভিন্ন জেলা। এমনকি এক দিনে প্রায় ৪৫০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছেন তিনি। ভোটে দাঁড়ানো যে খুব সহজ ব্যাপার নয়, সে কথা নিজেই স্বীকার করে নিলেন কঙ্গনা। বললেন, ‘ভোটের থেকে সিনেমা অনেক সহজ কাজ।’

কঙ্গনা নিজের ইনস্টাগ্রামে প্রচারণার একটি ভিডিও পোস্ট করে লেখেন, ‘৬টা জনসভা। দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক। অত্যন্ত দুর্গম গ্রামীণ পাহাড়ি রাস্তা। এক দিনে ৪৫০ কিলোমিটার পথ পাড়ি, এমনকি রাতেও চলেছে সেই যাত্রা। না ঠিকমতো খাবার আছে, না জলখাবারের সময়। রাস্তা দিয়ে যেতে যেতে গাড়িতে বসে ভাবছি, সিনেমা বানানো নিয়ে ফিল্মি লড়াই এই যুদ্ধের কাছে খানিকটা রসিকতার মতো।’

রাজনীতিতে নবাগতা কঙ্গনা। তবে, প্রচারে নাকি ভালোই সাড়া পাচ্ছেন। নিজের জয়ের বিষয়ে নিশ্চিত অভিনেত্রী। জিতলে অভিনয় ছেড়ে রাজনীতিতেই মনোনিবেশ করবেন এমন মন্তব্যও করেছেন। এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, ‘ভোটে জিতলে আমি ধীরে ধীরে বলিউড ছেড়ে দেব।’

নির্বাচনী প্রচারে অভিনেত্রী কঙ্গনা রনৌত। ছবি: সংগৃহীতবহুদিন ধরে কোনো হিটের মুখ দেখেননি কঙ্গনা। এমনকি চলতি লোকসভা নির্বাচনের ব্যস্ততায় পিছিয়ে গেছে তাঁর বহু প্রতীক্ষিত সিনেমা ‘ইমার্জেন্সি’, যার ফলে ‘ফ্লপ কুইন’-এর খোঁটাও শুনতে হয়েছে তাঁকে!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত