Ajker Patrika

নাচ-গানে মাতাতে ঢাকায় আসছেন নোরা

আপডেট : ১০ অক্টোবর ২০২২, ০৯: ২১
নাচ-গানে মাতাতে ঢাকায় আসছেন নোরা

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা দিয়ে নোরা ফাতেহি জানিয়ে দিলেন, ঢাকায় আসছেন তিনি। আগামী ১৮ নভেম্বর একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতেই নোরার এই ঢাকা সফর। এ অনুষ্ঠানে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। শুধু কি তাই! নোরা আসবেন, আর নাচ হবে না—তা কী হয়! অনুষ্ঠানে পারফর্মও করবেন তিনি।

নোরা ফাতেহি। জানা গেছে, নোরা ফাহেতিকে ঢাকায় আনার উদ্যোগ নিয়েছে উইমেনস লিডারশিপ কর্পোরেশন। তারা আয়োজন করেছে গ্লোবাল অ্যাচিভারস অ্যাওয়ার্ড। দেশের সেরা নারী উদ্যোক্তাদের পুরস্কৃত করতেই এ আয়োজন। ১৮ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসবে এ পুরস্কারের আসর। অনুষ্ঠানে নারী উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেবেন নোরা।

নোরা ফাতেহি। নোরাকে ঢাকার আনার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে উইমেনস লিডারশিপ কর্পোরেশন। অনুষ্ঠানটির সঙ্গে আছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ব্ল্যাক লিফ। তারা জানিয়েছে, দেড় হাজারের বেশি মানুষ এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেবেন।

নোরা ফাতেহি। কানাডায় জন্ম নেওয়া নোরা বলিউডে ক্যারিয়ার শুরু করেন ২০১৪ সালে, ‘রোর: টাইগারস অব সুন্দরবন’ সিনেমা দিয়ে। তবে অভিনয়ের চেয়ে আইটেম গানে তাঁর পারফরমেন্সে বেশি মজেছে দর্শক। ‘টেম্পার’, ‘বাহুবলী: দ্য বিগিনিং’, ‘কিক ২’, ‘ডাবল ব্যারেল’সহ বেশ কিছু দক্ষিণী সিনেমায় তাঁর নাচ তুমুল জনপ্রিয়তা পেয়েছে। বলিউডের অনেক সিনেমায় নোরার স্বল্প সময়ের উপস্থিতিতেই মুগ্ধ সবাই।

এবার কাতার বিশ্বকাপের থিম সংয়েও আছে নোরার উপস্থিতি। সদ্য প্রকাশিত ফিফা বিশ্বকাপ ২০২২-এর থিম সং ‘লাইট দ্য স্কাই’-এ কণ্ঠও দিয়েছেন নোরা। ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও শাকিরা এবং জেনিফার লোপেজের সঙ্গে একই স্টেজে পারফর্ম করার কথা রয়েছে নোরার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত