Ajker Patrika

ষাট বছর আটকেছেন ৩০-এ, যা বললেন শাহরুখ

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০০: ০০
শাহরুখ খান। ছবি: সংগৃহীত
শাহরুখ খান। ছবি: সংগৃহীত

বলিউড বাদশাহ শাহরুখ খান সম্প্রতি দুবাইয়ের গ্লোবাল ভিলেজে একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে অভিনেতার অনন্য স্টাইল ও আকর্ষণীয় ভাব দর্শকদের মন জয় করে। ভক্তদের শেয়ার করা একাধিক ছবি ও ভিডিওতে ধরা পড়েছে কিং খানের সেসব মুহূর্ত।

একটি ভিডিওতে শাহরুখকে বলতে শোনা যায়, ‘আমি আর এক বছরের মধ্যে ৬০-এ পা রাখব, কিন্তু দেখুন তো, আমাকে ৩০ বছরের মতোই লাগছে। কিছু কিছু জিনিস আমি ভুলে যাই।’ তাঁর এই মন্তব্যে দর্শকেরা উচ্ছ্বাসে ফেটে পড়েন।

শাহরুখ খান বর্তমানে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার শুটিং করছেন। সিনেমাটিতে তিনি মেয়ে সুহানা খান এবং অভিষেক বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন।

শাহরুখ খান মজার ছলে বলেন, ‘আমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ খুব কড়া। তিনি “পাঠান” বানিয়েছেন। তিনি আমাকে বলেছেন, ‘‘সিনেমার বিষয়ে কাউকে কিছু বলবে না।” তাই আমি বিস্তারিত কিছু বলতে পারব না। তবে এটুকু বলতে পারি, এই সিনেমা আপনাদের দারুণ আনন্দ দেবে। শাহরুখ খান নিজেই “কিং” নামে আসছেন। একটু বেশি দেখানো হয়ে গেল, তাই না?’

অনুষ্ঠানে শাহরুখ খান ‘জওয়ান’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘ডন’, এবং ‘জব তক হ্যায় জান’-এর ডায়ালগ দেন। তাঁর জনপ্রিয় গান ‘ছম্মক ছল্লো’, ‘ঝুমে জো পাঠান’ এবং ‘ছাইয়া ছাইয়া’তে নাচেন এবং ভক্তদের সঙ্গে মঞ্চে উঠে আনন্দ ভাগ করেন।

২০২৪ সালে শাহরুখ খানের কোনো সিনেমা মুক্তি পায়নি। তবে ২০২৩ সালে পাঠান, জওয়ান ও ডাংকি দিয়ে চার বছরের বিরতির পর পর্দা কাঁপান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত