ভারতের অস্কারজয়ী সুরকার এ আর রহমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বলিউডের পরিচালক রামগোপাল ভার্মা। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক দাবি করেছেন, ‘জয় হো’ গানের সুরকার নাকি এ আর রহমান নন। তাই তাঁর এই পুরস্কার গ্রহণ ঠিক হয়নি! ওই গানের প্রকৃত সুরকার সুখবিন্দর সিং, এমনটাও সবার সামনে এনেছেন রামগোপাল।
এই মন্তব্য ঘিরে বলিউডে চর্চা শুরু হয়েছে। পরিচালক সুভাষ ঘাইয়ের সঙ্গে সংগীত পরিচালক এ আর রহমানের সম্পর্কের অবনতি হয়েছিল, এমনটাও দাবি করেছেন রামগোপাল। রামগোপাল যে ঘটনাক্রম দিয়েছেন, তা এ রকম—সুভাষ ঘাইয়ের ‘যুবরাজ’ ছবির জন্য তিনি গান তৈরি করতে দিয়েছিলেন রহমানকে। পরিচালকের থেকে টাকা নিয়ে সুখবিন্দরকে নাকি সেই গান তৈরি করতে বলেন এ আর রহমান। ঘটনাটা পরিচালকের সামনে চলে আসায়, সেই গান আর ‘যুবরাজ’ ছবিতে ব্যবহার করেননি সুভাষ।
এরপর এ আর রহমান গানটি পরে ‘স্লামডগ মিলিয়নিয়ার’ সিনেমায় ব্যবহার করেন। আর এর জন্যই অস্কারের ছোঁয়া পান সংগীত পরিচালক।
রামগোপালের এমন দাবিতে, প্রশ্ন এটাই যে এ আর রহমান কি সত্যিই এমন করেছেন? তা হলে সুখবিন্দর সিং কেন মুখে কুলুপ এঁটে ছিলেন এত বছর? নাকি এই মুহূর্তে রামগোপাল যেমন অনেককেই আক্রমণ করেন, কিন্তু সেই আক্রমণের প্রভাব তীব্র হয় না, বিষয়টা সেরকম?
এমন চর্চা শুরু হওয়ার পর এই বিষয়ে এ আর রহমান কোনও মন্তব্য করেননি। তবে পুরো বিষয়টা ভুল বলে জানিয়েছেন গায়ক সুখবিন্দর সিং। গায়ক বলেছেন, ‘এ আর রহমানই গানটা কম্পোজ করেছিলেন। আমি শুধু গেয়েছি। রাম গোপাল ভার্মা বড় ব্যক্তিত্ব, আমার মনে হয় উনি কোনও ভুল খবর পেয়েছেন।’
ভারতের অস্কারজয়ী সুরকার এ আর রহমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বলিউডের পরিচালক রামগোপাল ভার্মা। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক দাবি করেছেন, ‘জয় হো’ গানের সুরকার নাকি এ আর রহমান নন। তাই তাঁর এই পুরস্কার গ্রহণ ঠিক হয়নি! ওই গানের প্রকৃত সুরকার সুখবিন্দর সিং, এমনটাও সবার সামনে এনেছেন রামগোপাল।
এই মন্তব্য ঘিরে বলিউডে চর্চা শুরু হয়েছে। পরিচালক সুভাষ ঘাইয়ের সঙ্গে সংগীত পরিচালক এ আর রহমানের সম্পর্কের অবনতি হয়েছিল, এমনটাও দাবি করেছেন রামগোপাল। রামগোপাল যে ঘটনাক্রম দিয়েছেন, তা এ রকম—সুভাষ ঘাইয়ের ‘যুবরাজ’ ছবির জন্য তিনি গান তৈরি করতে দিয়েছিলেন রহমানকে। পরিচালকের থেকে টাকা নিয়ে সুখবিন্দরকে নাকি সেই গান তৈরি করতে বলেন এ আর রহমান। ঘটনাটা পরিচালকের সামনে চলে আসায়, সেই গান আর ‘যুবরাজ’ ছবিতে ব্যবহার করেননি সুভাষ।
এরপর এ আর রহমান গানটি পরে ‘স্লামডগ মিলিয়নিয়ার’ সিনেমায় ব্যবহার করেন। আর এর জন্যই অস্কারের ছোঁয়া পান সংগীত পরিচালক।
রামগোপালের এমন দাবিতে, প্রশ্ন এটাই যে এ আর রহমান কি সত্যিই এমন করেছেন? তা হলে সুখবিন্দর সিং কেন মুখে কুলুপ এঁটে ছিলেন এত বছর? নাকি এই মুহূর্তে রামগোপাল যেমন অনেককেই আক্রমণ করেন, কিন্তু সেই আক্রমণের প্রভাব তীব্র হয় না, বিষয়টা সেরকম?
এমন চর্চা শুরু হওয়ার পর এই বিষয়ে এ আর রহমান কোনও মন্তব্য করেননি। তবে পুরো বিষয়টা ভুল বলে জানিয়েছেন গায়ক সুখবিন্দর সিং। গায়ক বলেছেন, ‘এ আর রহমানই গানটা কম্পোজ করেছিলেন। আমি শুধু গেয়েছি। রাম গোপাল ভার্মা বড় ব্যক্তিত্ব, আমার মনে হয় উনি কোনও ভুল খবর পেয়েছেন।’
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৬ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১০ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১২ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৫ ঘণ্টা আগে