ভারতের অস্কারজয়ী সুরকার এ আর রহমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বলিউডের পরিচালক রামগোপাল ভার্মা। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক দাবি করেছেন, ‘জয় হো’ গানের সুরকার নাকি এ আর রহমান নন। তাই তাঁর এই পুরস্কার গ্রহণ ঠিক হয়নি! ওই গানের প্রকৃত সুরকার সুখবিন্দর সিং, এমনটাও সবার সামনে এনেছেন রামগোপাল।
এই মন্তব্য ঘিরে বলিউডে চর্চা শুরু হয়েছে। পরিচালক সুভাষ ঘাইয়ের সঙ্গে সংগীত পরিচালক এ আর রহমানের সম্পর্কের অবনতি হয়েছিল, এমনটাও দাবি করেছেন রামগোপাল। রামগোপাল যে ঘটনাক্রম দিয়েছেন, তা এ রকম—সুভাষ ঘাইয়ের ‘যুবরাজ’ ছবির জন্য তিনি গান তৈরি করতে দিয়েছিলেন রহমানকে। পরিচালকের থেকে টাকা নিয়ে সুখবিন্দরকে নাকি সেই গান তৈরি করতে বলেন এ আর রহমান। ঘটনাটা পরিচালকের সামনে চলে আসায়, সেই গান আর ‘যুবরাজ’ ছবিতে ব্যবহার করেননি সুভাষ।
এরপর এ আর রহমান গানটি পরে ‘স্লামডগ মিলিয়নিয়ার’ সিনেমায় ব্যবহার করেন। আর এর জন্যই অস্কারের ছোঁয়া পান সংগীত পরিচালক।
রামগোপালের এমন দাবিতে, প্রশ্ন এটাই যে এ আর রহমান কি সত্যিই এমন করেছেন? তা হলে সুখবিন্দর সিং কেন মুখে কুলুপ এঁটে ছিলেন এত বছর? নাকি এই মুহূর্তে রামগোপাল যেমন অনেককেই আক্রমণ করেন, কিন্তু সেই আক্রমণের প্রভাব তীব্র হয় না, বিষয়টা সেরকম?
এমন চর্চা শুরু হওয়ার পর এই বিষয়ে এ আর রহমান কোনও মন্তব্য করেননি। তবে পুরো বিষয়টা ভুল বলে জানিয়েছেন গায়ক সুখবিন্দর সিং। গায়ক বলেছেন, ‘এ আর রহমানই গানটা কম্পোজ করেছিলেন। আমি শুধু গেয়েছি। রাম গোপাল ভার্মা বড় ব্যক্তিত্ব, আমার মনে হয় উনি কোনও ভুল খবর পেয়েছেন।’
ভারতের অস্কারজয়ী সুরকার এ আর রহমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বলিউডের পরিচালক রামগোপাল ভার্মা। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক দাবি করেছেন, ‘জয় হো’ গানের সুরকার নাকি এ আর রহমান নন। তাই তাঁর এই পুরস্কার গ্রহণ ঠিক হয়নি! ওই গানের প্রকৃত সুরকার সুখবিন্দর সিং, এমনটাও সবার সামনে এনেছেন রামগোপাল।
এই মন্তব্য ঘিরে বলিউডে চর্চা শুরু হয়েছে। পরিচালক সুভাষ ঘাইয়ের সঙ্গে সংগীত পরিচালক এ আর রহমানের সম্পর্কের অবনতি হয়েছিল, এমনটাও দাবি করেছেন রামগোপাল। রামগোপাল যে ঘটনাক্রম দিয়েছেন, তা এ রকম—সুভাষ ঘাইয়ের ‘যুবরাজ’ ছবির জন্য তিনি গান তৈরি করতে দিয়েছিলেন রহমানকে। পরিচালকের থেকে টাকা নিয়ে সুখবিন্দরকে নাকি সেই গান তৈরি করতে বলেন এ আর রহমান। ঘটনাটা পরিচালকের সামনে চলে আসায়, সেই গান আর ‘যুবরাজ’ ছবিতে ব্যবহার করেননি সুভাষ।
এরপর এ আর রহমান গানটি পরে ‘স্লামডগ মিলিয়নিয়ার’ সিনেমায় ব্যবহার করেন। আর এর জন্যই অস্কারের ছোঁয়া পান সংগীত পরিচালক।
রামগোপালের এমন দাবিতে, প্রশ্ন এটাই যে এ আর রহমান কি সত্যিই এমন করেছেন? তা হলে সুখবিন্দর সিং কেন মুখে কুলুপ এঁটে ছিলেন এত বছর? নাকি এই মুহূর্তে রামগোপাল যেমন অনেককেই আক্রমণ করেন, কিন্তু সেই আক্রমণের প্রভাব তীব্র হয় না, বিষয়টা সেরকম?
এমন চর্চা শুরু হওয়ার পর এই বিষয়ে এ আর রহমান কোনও মন্তব্য করেননি। তবে পুরো বিষয়টা ভুল বলে জানিয়েছেন গায়ক সুখবিন্দর সিং। গায়ক বলেছেন, ‘এ আর রহমানই গানটা কম্পোজ করেছিলেন। আমি শুধু গেয়েছি। রাম গোপাল ভার্মা বড় ব্যক্তিত্ব, আমার মনে হয় উনি কোনও ভুল খবর পেয়েছেন।’
বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৬ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
১০ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
২০ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
২১ ঘণ্টা আগে