ইটিভি নেটওয়ার্ক এবং ভারতের প্রসিদ্ধ রামোজি ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা রামোজি রাও মারা গেছেন। আজ শনিবার হায়দরাবাদে চিকিৎসাধীন অবস্থায় ৮৭ বছর বয়সে মৃত্যু হয় তাঁর।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গতকাল শুক্রবার বিকেলে উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টের কারণে রামোজি রাওকে তাঁর রামোজি ফিল্ম সিটি বাসভবন থেকে নানকরামগুড়ার বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সেখানেই শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
রামোজি রাওয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে রামোজি রাওয়ের সঙ্গে তাঁর একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘রামোজি রাওয়ের চলে যাওয়া খুবই দুঃখজনক। তিনি একজন ভবিষ্যৎদ্রষ্টা ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যমে বিপ্লব ঘটিয়েছিলেন। সংবাদজগৎ ও চলচ্চিত্রে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। উদ্ভাবন ও শ্রেষ্ঠত্বের এক ভিন্ন মানদণ্ড স্থাপন করেছিলেন তিনি।’
মোদি আরও লিখেছেন, ‘ভারতের উন্নয়ন নিয়ে রামোজি রাও অত্যন্ত আগ্রহী ছিলেন। আমি সৌভাগ্যবান তাঁর সঙ্গে একাধিকবার সাক্ষাতের সুযোগ পেয়েছি। তাঁর থেকে জ্ঞান আহরণ করেছি। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রয়েছে। এই কঠিন সময়ে আমি তাঁদের পাশে রয়েছি।’
বর্ষীয়ান বিজেপি নেতা জি কিষাণ রেড্ডি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘রামোজি রাওয়ের মৃত্যুতে শোকাহত। তেলুগু মিডিয়া ও সংবাদমাধ্যমে তাঁর উল্লেখযোগ্য অবদান প্রশংসনীয়। তাঁর পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা রইল।’
রামোজি রাও একজন ছিলেন খ্যাতনামা ভারতীয় চলচ্চিত্র প্রযোজক এবং প্রযোজনা সংস্থা উষাকিরণ মুভিজের প্রধান ছিলেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং দুটি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন তিনি।
রামোজি রাওয়ের মৃতদেহ রামোজি ফিল্ম সিটিতে তাঁর বাসভবনে নিয়ে যাওয়া হবে। যেখানে পরিবারের সদস্য, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীরা তাঁর আত্মার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করবেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঘনিষ্ঠজন ও শুভাকাঙ্ক্ষীরা।
ইটিভি নেটওয়ার্ক এবং ভারতের প্রসিদ্ধ রামোজি ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা রামোজি রাও মারা গেছেন। আজ শনিবার হায়দরাবাদে চিকিৎসাধীন অবস্থায় ৮৭ বছর বয়সে মৃত্যু হয় তাঁর।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গতকাল শুক্রবার বিকেলে উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টের কারণে রামোজি রাওকে তাঁর রামোজি ফিল্ম সিটি বাসভবন থেকে নানকরামগুড়ার বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সেখানেই শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
রামোজি রাওয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে রামোজি রাওয়ের সঙ্গে তাঁর একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘রামোজি রাওয়ের চলে যাওয়া খুবই দুঃখজনক। তিনি একজন ভবিষ্যৎদ্রষ্টা ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যমে বিপ্লব ঘটিয়েছিলেন। সংবাদজগৎ ও চলচ্চিত্রে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। উদ্ভাবন ও শ্রেষ্ঠত্বের এক ভিন্ন মানদণ্ড স্থাপন করেছিলেন তিনি।’
মোদি আরও লিখেছেন, ‘ভারতের উন্নয়ন নিয়ে রামোজি রাও অত্যন্ত আগ্রহী ছিলেন। আমি সৌভাগ্যবান তাঁর সঙ্গে একাধিকবার সাক্ষাতের সুযোগ পেয়েছি। তাঁর থেকে জ্ঞান আহরণ করেছি। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রয়েছে। এই কঠিন সময়ে আমি তাঁদের পাশে রয়েছি।’
বর্ষীয়ান বিজেপি নেতা জি কিষাণ রেড্ডি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘রামোজি রাওয়ের মৃত্যুতে শোকাহত। তেলুগু মিডিয়া ও সংবাদমাধ্যমে তাঁর উল্লেখযোগ্য অবদান প্রশংসনীয়। তাঁর পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা রইল।’
রামোজি রাও একজন ছিলেন খ্যাতনামা ভারতীয় চলচ্চিত্র প্রযোজক এবং প্রযোজনা সংস্থা উষাকিরণ মুভিজের প্রধান ছিলেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং দুটি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন তিনি।
রামোজি রাওয়ের মৃতদেহ রামোজি ফিল্ম সিটিতে তাঁর বাসভবনে নিয়ে যাওয়া হবে। যেখানে পরিবারের সদস্য, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীরা তাঁর আত্মার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করবেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঘনিষ্ঠজন ও শুভাকাঙ্ক্ষীরা।
টেলিভিশন ও ওটিটিতে পরিচিতি পাওয়ার পর বড় পর্দায়ও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। ২০২৩ সালে ‘আরো এক পৃথিবী’ দিয়ে অভিষেক হয়েছে টালিউড ইন্ডাস্ট্রিতে। গত কোরবানির ঈদে ‘ইনসাফ’ দিয়ে যাত্রা শুরু করেছেন ঢালিউডে। এবার এই অভিনেত্রী আসছেন প্রযোজক হয়ে।
৬ ঘণ্টা আগে৩৬ বছরে পদার্পণ করল নাটকের দল ‘নাট্যকেন্দ্র’। গত শুক্র ও শনিবার রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে দুই দিনের অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে নাট্যদলটি।
৬ ঘণ্টা আগেদুজনই বিচ্ছেদের যন্ত্রণাদায়ক সময় পেরিয়ে এসেছেন। দুজনই খুঁজছেন জীবনসঙ্গী। সংসারে আবার থিতু হওয়ার তীব্র ইচ্ছা দুজনের মনেই। এ বছরের জুনে অরল্যান্ডো ব্লুমের সঙ্গে বিচ্ছেদ হয় মার্কিন গায়িকা কেটি পেরির। অন্যদিকে, কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ১৮ বছরের সংসার ভাঙে ২০২৩ সালে।
৬ ঘণ্টা আগেফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের ৭০তম আসরটি হয়ে গেল ১১ অক্টোবর রাতে ভারতের আহমেদাবাদের ইকেএ অ্যারেনায়। উপস্থাপনায় ছিলেন শাহরুখ খান, করণ জোহর ও মনীশ পাল। এবারের আসরে সর্বোচ্চ ১৩টি বিভাগে পুরস্কার পেয়েছে কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’।
৬ ঘণ্টা আগে