Ajker Patrika

কঙ্গনার নতুন রেকর্ড

কঙ্গনার নতুন রেকর্ড

একতা কাপুর প্রযোজিত রিয়েলিটি শো ‘লক আপ’ দিয়ে নতুন রেকর্ড করলেন আলোচিত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। প্রথম থেকেই আলোচনায় জেলার-কয়েদি-সিক্রেট থিমে করা এই শো। ‘লক আপ’ সঞ্চালনা করছেন কঙ্গনা রানাউত। বর্তমানে এম এক্স প্লেয়ার আর অল্টবালাজি-তে দেখা যাচ্ছে এই শো। 

গত ২৭ ফেব্রুয়ারি থেকে প্রচারিত এই শো মাত্র ১৯ দিনে ১০০ মিলিয়ন ভিউ ঝুলিতে পুরেছে। এই খবর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে একতা লিখেছেন, ‘১০০ মিলিয়ন ভিউজ পার করে ফেলল “লক আপ”। এই প্রথম কোনো রিয়েলিটি শো মাত্র ১৯ দিনে এই রেকর্ড গড়ল। ভারতীয় ওটিটিতে সর্বাধিক দেখা রিয়েলিটি শো এখন লক আপ। জয় মাতা দি।’ 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, বিভিন্ন ক্ষেত্রে বিতর্কিত তারকাদের নিয়ে করা রিয়েলিটি শো ‘লক আপ’। এসব তারকাকে কারাবন্দী করে রাখা হয়েছে। ‘লক আপ’-এ এখন ১৬ জন কয়েদি। নানা কাণ্ডের মধ্যে রয়েছে একেকজনের সিক্রেট শেয়ার। আর বাড়তি আকর্ষণ কঙ্গনার সঞ্চালনা। 

রিয়েলিটি শো 'লক আপ'-এর সঞ্চালক কঙ্গনাএদিকে এই শো ঘিরে মানুষের আগ্রহে আপ্লুত কঙ্গনা। তিনি বলেন, ‘মানুষের প্রচুর ভালোবাসা পাচ্ছি ‘লক আপ’ ঘিরে। এর থেকেই প্রমাণ হয় এই রিয়েলিটি শো-এর বিষয়বস্তু কতটা আলাদা ও বিনোদন দিতে সক্ষম। একতা কাপুরের ভাবনা ফ্লপ হতেই পারে না। লক আপ আরও বড় হবে, আরও আলোচিত হবে, আরও মানুষকে বিনোদন দেবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত