সালমান মানেই যেন অ্যাকশন। গত কয়েক বছরে সালমান খান বেছে নিয়েছেন একের পর এক অ্যাকশনধর্মী ছবি। দর্শক মিস করছিলেন সালমান খানের কমেডি ছবি। তিনি নিজেও হয়তো মিস করছিলেন। আর তাই তো নতুন ছবি নিয়ে ভিন্নভাবে পরিকল্পনা সাজাচ্ছেন সালমান।
সম্প্রতি সালমান খানের দুটি ছবির কথা জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। একটি ‘অ্যাডভেঞ্চার’ ঘরানার। ৩০০ কোটি বাজেটের এই ছবির প্রযোজক হিসেবেও থাকছেন সালমান খান। অন্যটি নির্মাতা আনিস বাজমীর নতুন কমেডি ছবি। আগামী বছরের শুরুতে এই সিনেমার শুটিং শুরু হবে। পুরোদস্তুর কমেডি ধাঁচের হবে ছবিটি।
সালমান এর আগে আনিসের ‘নো এন্ট্রি’ এবং ‘রেডি’ ছবিতে অভিনয় করেছেন। দুটো ছবিই ব্যাপক ব্যবসাসফল হয়। ছবি দুটোতে সালমানের নাম ছিল প্রেম। মজার ব্যাপার হলো, এই ছবিতেও সালমান খানের চরিত্রের নাম থাকবে প্রেম। এই ছবির প্রযোজনায়ও থাকবেন সালমান। ছবিটি নিয়ে সালমান নিজেও বেশ আশাবাদী। কারণ, তাঁর ক্যারিয়ারের অন্যতম সফল ছবিগুলো কমেডি। এর মধ্যে রয়েছে ‘আন্দাজ আপনা আপনা’, ‘বিবি নম্বর ওয়ান’,‘জুড়ওয়া’, ‘মুঝসে শাদি করোগি’, ‘নো এন্ট্রি’, ‘মেইনে পেয়ার কিউ কিয়া’, ‘পার্টনার’ ও ‘রেডি’।
সালমান খান বর্তমানে ‘টাইগার থ্রি’, ‘ভাইজান’ ও রবীন্দ্র কৌশিকের বায়োপিকে অভিনয় করছেন। তামিল ছবি ‘মাস্টার’-এর রিমেকে সালমানের কাজ করার কথা শোনা গিয়েছিল। কিন্তু সালমান জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে রিমেক করতে আগ্রহী নন তিনি। প্রযোজক মুরাদ খাতানির একটা কোরিয়ান ছবির রিমেকেরও কথা ছিল। সেটাও ‘না’ করে দিয়েছেন; বরং মুরাদ খাতানিকে প্রযোজনায় রেখেছেন আনিসের ছবিটির জন্য।
তেলুগু মেগাস্টার চিরঞ্জীবী তাঁর ১৫৩তম ছবির শুটিং শুরু করেছেন। মালয়ালম মেগাস্টার মোহনলাল অভিনীত ‘লুসিফার’ ছবির রিমেক এটি। বলিউড বাবল, ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস, লাইভ মিররসহ বিভিন্ন ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে সালমানকে। এরই মধ্যে নাকি সালমান তাঁর দিনক্ষণ চূড়ান্ত করেছেন। এ-ও গুঞ্জন, শিগগিরই সাড়ম্বরে সালমানের নাম ঘোষণা করবেন চিরঞ্জীবী। যদি এ খবর সত্য হয়, তবে এটিই হবে সালমান-চিরঞ্জীবীর প্রথম কাজ।
সর্বশেষ খবর, এ সপ্তাহেই ‘টাইগার থ্রি’ ছবির শুটিং শুরু করবেন সালমান খান। টানা ৪০ দিন শুটিং করবেন তুরস্ক, রাশিয়াসহ ইউরোপের আরও কয়েকটি দেশে।
সালমান মানেই যেন অ্যাকশন। গত কয়েক বছরে সালমান খান বেছে নিয়েছেন একের পর এক অ্যাকশনধর্মী ছবি। দর্শক মিস করছিলেন সালমান খানের কমেডি ছবি। তিনি নিজেও হয়তো মিস করছিলেন। আর তাই তো নতুন ছবি নিয়ে ভিন্নভাবে পরিকল্পনা সাজাচ্ছেন সালমান।
সম্প্রতি সালমান খানের দুটি ছবির কথা জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। একটি ‘অ্যাডভেঞ্চার’ ঘরানার। ৩০০ কোটি বাজেটের এই ছবির প্রযোজক হিসেবেও থাকছেন সালমান খান। অন্যটি নির্মাতা আনিস বাজমীর নতুন কমেডি ছবি। আগামী বছরের শুরুতে এই সিনেমার শুটিং শুরু হবে। পুরোদস্তুর কমেডি ধাঁচের হবে ছবিটি।
সালমান এর আগে আনিসের ‘নো এন্ট্রি’ এবং ‘রেডি’ ছবিতে অভিনয় করেছেন। দুটো ছবিই ব্যাপক ব্যবসাসফল হয়। ছবি দুটোতে সালমানের নাম ছিল প্রেম। মজার ব্যাপার হলো, এই ছবিতেও সালমান খানের চরিত্রের নাম থাকবে প্রেম। এই ছবির প্রযোজনায়ও থাকবেন সালমান। ছবিটি নিয়ে সালমান নিজেও বেশ আশাবাদী। কারণ, তাঁর ক্যারিয়ারের অন্যতম সফল ছবিগুলো কমেডি। এর মধ্যে রয়েছে ‘আন্দাজ আপনা আপনা’, ‘বিবি নম্বর ওয়ান’,‘জুড়ওয়া’, ‘মুঝসে শাদি করোগি’, ‘নো এন্ট্রি’, ‘মেইনে পেয়ার কিউ কিয়া’, ‘পার্টনার’ ও ‘রেডি’।
সালমান খান বর্তমানে ‘টাইগার থ্রি’, ‘ভাইজান’ ও রবীন্দ্র কৌশিকের বায়োপিকে অভিনয় করছেন। তামিল ছবি ‘মাস্টার’-এর রিমেকে সালমানের কাজ করার কথা শোনা গিয়েছিল। কিন্তু সালমান জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে রিমেক করতে আগ্রহী নন তিনি। প্রযোজক মুরাদ খাতানির একটা কোরিয়ান ছবির রিমেকেরও কথা ছিল। সেটাও ‘না’ করে দিয়েছেন; বরং মুরাদ খাতানিকে প্রযোজনায় রেখেছেন আনিসের ছবিটির জন্য।
তেলুগু মেগাস্টার চিরঞ্জীবী তাঁর ১৫৩তম ছবির শুটিং শুরু করেছেন। মালয়ালম মেগাস্টার মোহনলাল অভিনীত ‘লুসিফার’ ছবির রিমেক এটি। বলিউড বাবল, ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস, লাইভ মিররসহ বিভিন্ন ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে সালমানকে। এরই মধ্যে নাকি সালমান তাঁর দিনক্ষণ চূড়ান্ত করেছেন। এ-ও গুঞ্জন, শিগগিরই সাড়ম্বরে সালমানের নাম ঘোষণা করবেন চিরঞ্জীবী। যদি এ খবর সত্য হয়, তবে এটিই হবে সালমান-চিরঞ্জীবীর প্রথম কাজ।
সর্বশেষ খবর, এ সপ্তাহেই ‘টাইগার থ্রি’ ছবির শুটিং শুরু করবেন সালমান খান। টানা ৪০ দিন শুটিং করবেন তুরস্ক, রাশিয়াসহ ইউরোপের আরও কয়েকটি দেশে।
শাশ্বত চট্টোপাধ্যায় এখন শুধু বাংলার নন, বলিউডেও তাঁর ব্যস্ততা বেড়েছে। তবু বাংলাদেশের সিরিজে অভিনয়ের প্রস্তাব পেতেই উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন। বাংলাদেশে আসতে পারবেন, এটাই ছিল তাঁর প্রধান আগ্রহের বিষয়। সৈয়দ আহমেদ শাওকীর পরিচালনায় ‘গুলমোহর’ সিরিজের শুটিং করতে গত বছর ঢাকায় এসেছিলেন শাশ্বত।
১২ ঘণ্টা আগেবিশ্বের অন্যতম ধনী সংগীতশিল্পী সেলেনা গোমেজ। গত বছর বিলিয়নিয়ার হওয়ার গৌরব অর্জন করেন তিনি। সেই সেলেনাই নাকি হিমশিম খাচ্ছেন কর্মীদের বেতন দিতে। প্রতিষ্ঠান চালাতে তাঁর মা ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছেন। ফোর্বসে এমন খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন সেলেনা।
১৩ ঘণ্টা আগেকিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক বানিয়েছিলেন সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ নামের সিনেমাটিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে, প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি এবার আসছে টিভির পর্দায়।
১৩ ঘণ্টা আগে১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
২ দিন আগে