ভারতে চলছে লোকসভা নির্বাচন। আগামীকাল সোমবার (২০ মে) পঞ্চম দফার ভোট গ্রহণ হবে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে লোকসভা আসন রয়েছে ৪৮টি। ভোটের আগে মুম্বাইয়ের ভোটারদের কাছে বিশেষ আবেদন রেখেছেন শাহরুখ, সালমান, অক্ষয়সহ অন্য শিল্পীরা।
আজ রোববার শাহরুখ এক্সে লিখেছেন, ‘দায়িত্বশীল ভারতীয় নাগরিক হিসেবে অবশ্যই এই সোমবার আমাদের মহারাষ্ট্রে ভোটের অধিকার প্রয়োগ করতে হবে। আসুন ভারতীয় হিসেবে আমরা আমাদের দায়িত্ব পালন করি। আমরা দেশের সর্বোত্তম স্বার্থকে মাথায় রেখে ভোট দিই। নিজের ভোটটি দিন, ভোট দেওয়ার কথা প্রচার করুন।’
একইভাবে সালমান খানও মহারাষ্ট্রের নাগরিকদের ভোট দেওয়ার অনুরোধ করে লেখেন, ‘আমি বছরে ৩৬৫ দিন যা-ই করি না কেন, ২০ মে আমি আমার ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করব, তা সে যা-ই ঘটুক না কেন! সুতরাং, আপনি যা করতে চান তা করুন, তবে গিয়ে ভোটটা দিয়ে আসুন। এতে আপনার সমস্যা হবে না। ভারত মাতা কী জয়।’
বলিউড খিলাড়ি অক্ষয় কুমার সবার উদ্দেশে বলেন, ‘নমস্কার মুম্বাইবাসী, এই সুযোগটা পাঁচ বছরে মাত্র একবারই আসে, সেটা হলো ভোট দিয়ে নিজের পছন্দের লোকসভা সাংসদকে বেছে নেওয়ার সুযোগ। এটা মিস করবেন না। কারণ, প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ। আপনার রোববার ছুটি কাটান, আর সোমবার দেশের জন্য আপনার দায়িত্ব পালন করুন।’
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি কুন্দ্রা ভিডিও বার্তায় বলেন, ‘আমি ভোট দেওয়ার জন্য মুম্বাইয়ের সবার কাছে আবেদন রাখছি। অনুগ্রহ করে ২০ মে বাড়ির বাইরে যান এবং ভোট দিন। ভোট দেওয়া আপনার অধিকার, এই অধিকার ব্যবহার করুন।’
একইভাবে ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন আরও অনেক তারকা। এঁদের মধ্যে সুনীল শেঠি বলেন, ‘ভোটদান শুধু আমাদের অধিকার নয়, দায়িত্বও। একজন গর্বিত মুম্বাইকার হিসেবে, আমি অবশ্যই ভোট দেব। ২০ মে, অনুগ্রহ করে বাড়ি থেকে বের হয়ে আপনার ভোটটা দিয়ে আসুন।’
ভারতে চলছে লোকসভা নির্বাচন। আগামীকাল সোমবার (২০ মে) পঞ্চম দফার ভোট গ্রহণ হবে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে লোকসভা আসন রয়েছে ৪৮টি। ভোটের আগে মুম্বাইয়ের ভোটারদের কাছে বিশেষ আবেদন রেখেছেন শাহরুখ, সালমান, অক্ষয়সহ অন্য শিল্পীরা।
আজ রোববার শাহরুখ এক্সে লিখেছেন, ‘দায়িত্বশীল ভারতীয় নাগরিক হিসেবে অবশ্যই এই সোমবার আমাদের মহারাষ্ট্রে ভোটের অধিকার প্রয়োগ করতে হবে। আসুন ভারতীয় হিসেবে আমরা আমাদের দায়িত্ব পালন করি। আমরা দেশের সর্বোত্তম স্বার্থকে মাথায় রেখে ভোট দিই। নিজের ভোটটি দিন, ভোট দেওয়ার কথা প্রচার করুন।’
একইভাবে সালমান খানও মহারাষ্ট্রের নাগরিকদের ভোট দেওয়ার অনুরোধ করে লেখেন, ‘আমি বছরে ৩৬৫ দিন যা-ই করি না কেন, ২০ মে আমি আমার ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করব, তা সে যা-ই ঘটুক না কেন! সুতরাং, আপনি যা করতে চান তা করুন, তবে গিয়ে ভোটটা দিয়ে আসুন। এতে আপনার সমস্যা হবে না। ভারত মাতা কী জয়।’
বলিউড খিলাড়ি অক্ষয় কুমার সবার উদ্দেশে বলেন, ‘নমস্কার মুম্বাইবাসী, এই সুযোগটা পাঁচ বছরে মাত্র একবারই আসে, সেটা হলো ভোট দিয়ে নিজের পছন্দের লোকসভা সাংসদকে বেছে নেওয়ার সুযোগ। এটা মিস করবেন না। কারণ, প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ। আপনার রোববার ছুটি কাটান, আর সোমবার দেশের জন্য আপনার দায়িত্ব পালন করুন।’
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি কুন্দ্রা ভিডিও বার্তায় বলেন, ‘আমি ভোট দেওয়ার জন্য মুম্বাইয়ের সবার কাছে আবেদন রাখছি। অনুগ্রহ করে ২০ মে বাড়ির বাইরে যান এবং ভোট দিন। ভোট দেওয়া আপনার অধিকার, এই অধিকার ব্যবহার করুন।’
একইভাবে ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন আরও অনেক তারকা। এঁদের মধ্যে সুনীল শেঠি বলেন, ‘ভোটদান শুধু আমাদের অধিকার নয়, দায়িত্বও। একজন গর্বিত মুম্বাইকার হিসেবে, আমি অবশ্যই ভোট দেব। ২০ মে, অনুগ্রহ করে বাড়ি থেকে বের হয়ে আপনার ভোটটা দিয়ে আসুন।’
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে