বলিউডে কিং অব রোমাঞ্চ খ্যাত শাহরুখ খান ৬০ বছরে পা দিলেন। গতকাল তাঁর ৫৯ তম জন্মদিন পালন করেছেন তিনি। তাঁর এই ক্যারিয়ারের পেছনের গল্প বলতে গিয়ে শাহরুখ সম্মানের সঙ্গে উল্লেখ করলেন সকল নায়িকা ও নারী অভিনেত্রীদের কথা, যাদের সঙ্গে পর্দায় জায়গা হয়েছিল। অকপটে স্বীকার করলেন অভিনয়ে দক্ষতায় ‘কিং খান’ হয়ে ওঠার পেছনে সেসব বলিউড নায়িকাদের অবদানের কথা।
শুধু তাই নয় কঠোর পরিশ্রম ও অভিনয়ের লক্ষ্যে অটুট থাকা ছাড়া নিজের সাফল্যের পুরো কৃতিত্ব সেসব নারীদেরই দিয়েছেন তিনি। দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখের এ গল্প নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এনডিটিভি।
শাহরুখ খান বলেছেন, ‘আমি ছোটবেলায় বাবাকে হারিয়েছি, এরপর মাকে। কিন্তু আমার জীবনে নারী অভিনেত্রীদের ভূমিকা অপরিমেয়। আমি আজ যা কিছু, সব আসলে তাদের জন্য। সিনেমার অধিকাংশ কাজ তারাই করতো, আমি শুধু সিনেমার ক্রেডিট নিতাম। আমি শাহরুখ খান হয়েছি, তারা কেউ শাহরুখ খান হয়নি। আমি মনে করি তারাই আমাকে শাহরুখ খান বানিয়েছে। আমি নিজেকে বিশাল জমকালো কিছু দেখছি না।’
উদাহরণ দিতে গিয়ে শাহরুখ বলেছেন, মাধুরী দীক্ষিত আমাকে হাতে ধরে নাচ করিয়েছে। সে আমাকে লিড দিয়েছে, আমি নই। জুহি চাওলা আমাকে কমিক টাইমিং শিখিয়েছে। কাজল আমাকে শিখিয়েছে কীভাবে কাঁদতে হয়। তারা গাধার খাটুনি খেটেছে, কিন্তু সিনেমার শেষে “শাহরুখ খান: দ্য সুপারস্টার।’ ’ এবং আমি এগুলো জানি, এগুলো অস্বীকার করতে পারব না। আমি কখনোই ভুলব না যে, আমি আজকে যে স্থানে আছি, এটা শুধুমাত্র নারী অভিনেত্রীদের জন্য।’
শাহরুখ খান নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে অভিনেত্রীদের উদ্দেশে বলেছেন, আমার সকল সৌজন্য, বিনয়ের সঙ্গে সবাইকে ধন্যবাদ জানাই। তারা প্রত্যেকটি সিনেমায় অসাধারণ।’
এর আগে শাহরুখ খান বলেছিলেন ‘সংবেদনশীল’ আচরণের জন্য তিনি নারী নির্মাতাদের সঙ্গে কাজ করতে বেশি ভালোবাসেন।
এবারের জন্মদিনে দূর দুরান্ত থেকে মান্নাতের সামনে আসা ভক্তদের দেখা দেননি কিং খান। যদিও প্রতি বারের মতোই এ বছরও তাঁর বাড়ির সামনে অপেক্ষমাণ ভক্তরা কেউ গান গাইছিলেন, কেউ দাঁড়িয়ে বলিউড বাদশাহর সিগনেচার পোজে, কেউ পরে ছিল শাহরুখের ছবি সংবলিত টিশার্ট, কারও হাতে শুভ জন্মদিন লেখা পোস্টার, কেউ আবার খাবার বিতরণ করেছে দরিদ্রদের মধ্যে।
বলিউডে কিং অব রোমাঞ্চ খ্যাত শাহরুখ খান ৬০ বছরে পা দিলেন। গতকাল তাঁর ৫৯ তম জন্মদিন পালন করেছেন তিনি। তাঁর এই ক্যারিয়ারের পেছনের গল্প বলতে গিয়ে শাহরুখ সম্মানের সঙ্গে উল্লেখ করলেন সকল নায়িকা ও নারী অভিনেত্রীদের কথা, যাদের সঙ্গে পর্দায় জায়গা হয়েছিল। অকপটে স্বীকার করলেন অভিনয়ে দক্ষতায় ‘কিং খান’ হয়ে ওঠার পেছনে সেসব বলিউড নায়িকাদের অবদানের কথা।
শুধু তাই নয় কঠোর পরিশ্রম ও অভিনয়ের লক্ষ্যে অটুট থাকা ছাড়া নিজের সাফল্যের পুরো কৃতিত্ব সেসব নারীদেরই দিয়েছেন তিনি। দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখের এ গল্প নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এনডিটিভি।
শাহরুখ খান বলেছেন, ‘আমি ছোটবেলায় বাবাকে হারিয়েছি, এরপর মাকে। কিন্তু আমার জীবনে নারী অভিনেত্রীদের ভূমিকা অপরিমেয়। আমি আজ যা কিছু, সব আসলে তাদের জন্য। সিনেমার অধিকাংশ কাজ তারাই করতো, আমি শুধু সিনেমার ক্রেডিট নিতাম। আমি শাহরুখ খান হয়েছি, তারা কেউ শাহরুখ খান হয়নি। আমি মনে করি তারাই আমাকে শাহরুখ খান বানিয়েছে। আমি নিজেকে বিশাল জমকালো কিছু দেখছি না।’
উদাহরণ দিতে গিয়ে শাহরুখ বলেছেন, মাধুরী দীক্ষিত আমাকে হাতে ধরে নাচ করিয়েছে। সে আমাকে লিড দিয়েছে, আমি নই। জুহি চাওলা আমাকে কমিক টাইমিং শিখিয়েছে। কাজল আমাকে শিখিয়েছে কীভাবে কাঁদতে হয়। তারা গাধার খাটুনি খেটেছে, কিন্তু সিনেমার শেষে “শাহরুখ খান: দ্য সুপারস্টার।’ ’ এবং আমি এগুলো জানি, এগুলো অস্বীকার করতে পারব না। আমি কখনোই ভুলব না যে, আমি আজকে যে স্থানে আছি, এটা শুধুমাত্র নারী অভিনেত্রীদের জন্য।’
শাহরুখ খান নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে অভিনেত্রীদের উদ্দেশে বলেছেন, আমার সকল সৌজন্য, বিনয়ের সঙ্গে সবাইকে ধন্যবাদ জানাই। তারা প্রত্যেকটি সিনেমায় অসাধারণ।’
এর আগে শাহরুখ খান বলেছিলেন ‘সংবেদনশীল’ আচরণের জন্য তিনি নারী নির্মাতাদের সঙ্গে কাজ করতে বেশি ভালোবাসেন।
এবারের জন্মদিনে দূর দুরান্ত থেকে মান্নাতের সামনে আসা ভক্তদের দেখা দেননি কিং খান। যদিও প্রতি বারের মতোই এ বছরও তাঁর বাড়ির সামনে অপেক্ষমাণ ভক্তরা কেউ গান গাইছিলেন, কেউ দাঁড়িয়ে বলিউড বাদশাহর সিগনেচার পোজে, কেউ পরে ছিল শাহরুখের ছবি সংবলিত টিশার্ট, কারও হাতে শুভ জন্মদিন লেখা পোস্টার, কেউ আবার খাবার বিতরণ করেছে দরিদ্রদের মধ্যে।
এ বছরের শুরু থেকে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন ইলিয়াস কাঞ্চন। অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে নানা পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, ইলিয়াস কাঞ্চনের মাথায় টিউমার রয়েছে।
৩ ঘণ্টা আগেলন্ডনে আয়োজিত বাংলা বইমেলার বিশেষ সংগীতানুষ্ঠানে গান গাইতে যুক্তরাজ্যে যাচ্ছেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। আজ লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। ১৯ অক্টোবর আয়োজিত অনুষ্ঠানে একই মঞ্চে সাবিনা ইয়াসমীনের পাশাপাশি আরও গাইবেন পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী মৌসুমী ভৌমিক।
১৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন (এমা) অ্যাওয়ার্ডের স্বল্পদৈর্ঘ্য বিভাগে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা। এমা অ্যাওয়ার্ডের ৩৫তম আসরে প্রদর্শিত হবে গোলাম রাব্বানী ও জহিরুল ইসলামের যৌথ পরিচালনায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘নিশি’।
১৫ ঘণ্টা আগেএকসময়ের সাজানো-গোছানো শহর বিরলপুর এখন মাদকের আখড়া। দিনদুপুরে খুন হয়। পুলিশ কিছুই করতে পারছে না। শহরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি চৌধুরীর ব্যবসার আড়ালে রয়েছে অবৈধ ব্যবসা। হঠাৎ তার তিনজন লোক খুন হয়ে যায়। গোয়েন্দা মারুফ জামানের ওপর মামলার তদন্তভার দেওয়া হয়।
১৫ ঘণ্টা আগে