Ajker Patrika

ফ্যাশন শো

মেট গালায় নজর কাড়লেন শাহরুখ-কিয়ারা

বিনোদন ডেস্ক
শাহরুখ খান ও কিয়ারা আদভানি। ছবি: ইনস্টাগ্রাম
শাহরুখ খান ও কিয়ারা আদভানি। ছবি: ইনস্টাগ্রাম

মেট গালা মানেই ফ্যাশন প্যারেড। নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছরের মে মাসের প্রথম সোমবার অনুষ্ঠিত হয় এ ফ্যাশন শো। ফ্যাশন দুনিয়ার সবচেয়ে বড় এই আসরে উপস্থিত হন জনপ্রিয় তারকারা। এতে অংশ নেওয়ার জন্য তারকাদের থাকে দীর্ঘ প্রস্তুতি। সবাই চান ভিন্নধর্মী পোশাক পরে তাক লাগিয়ে দিতে। সে কারণে কোন তারকা কী পোশাক পরলেন মেট গালায়, তা নিয়ে সবার থাকে ব্যাপক আগ্রহ। গত আসরে এ আয়োজনে দ্বিতীয়বারের মতো অংশ নিয়ে আলোচনা সৃষ্টি করেছিলেন আলিয়া ভাট। এবার আলোচনার কেন্দ্রে শাহরুখ খান ও কিয়ারা আদভানি। দুজনেরই প্রথম পা পড়ল মেট গালায়।

প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে এবার মেট গালায় আমন্ত্রণ পান শাহরুখ খান। কালো তাঁর পছন্দের রং। তাই মেট গালায় প্রথম পা রাখার এই স্মরণীয় মুহূর্তে কালো স্যুটই বেছে নিয়েছেন শাহরুখ। গলাভর্তি গয়না। সবচেয়ে নজর কেড়েছে ‘কে’ লেখা পেনডেন্ট। তাঁর হাতে ছিল বাঘের মুখাবয়বের ডিজাইনে তৈরি বাহারি লাঠি। শাহরুখের এই পোশাকের ডিজাইন করেছেন সব্যসাচী মুখোপাধ্যায়।

মেট গালার রেড কার্পেটে শাহরুখ বলেন, ‘আমি এখানে এসে অনেকটা নার্ভাস, একই সঙ্গে এক্সাইটেড। আমি খুব বেশি রেড কার্পেটে অংশ নিইনি, খানিকটা লজ্জা পাই। আমার বাচ্চারা মেট গালা নিয়ে খুবই উচ্ছ্বসিত থাকে। তাদের কারণেই আমি এখানে এসেছি।’

মেট গালায় এবার প্রিয়াঙ্কা চোপড়া, দিলজিৎ দোসাঞ্জও ছিলেন। তবে তাঁদের ছাপিয়ে আলোচনায় উঠে এসেছেন কিয়ারা আদভানি। মেট গালার মঞ্চে তাঁরও অভিষেক হলো এবার। বেবি বাম্প নিয়েই রেড কার্পেটে হেঁটেছেন কিয়ারা। গত ফেব্রুয়ারিতে মা হওয়ার খবর জানিয়েছিলেন অভিনেত্রী। মেট গালার রেড কার্পেটেই প্রথম অন্তঃসত্ত্বা লুক প্রকাশ্যে এল তাঁর। গৌরব গুপ্তার ডিজাইন করা কালো ও সোনালি পোশাকে দীপ্তি ছড়িয়েছেন কিয়ারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

ফিলিস্তিনকে আজই রাষ্ট্রের স্বীকৃতি দেবে আরও ৬ দেশ, বিরোধিতা ইসরায়েল–যুক্তরাষ্ট্রের

ভবদহের দুঃখ ঘোচাতে আসছে সেনাবাহিনী, খনন করবে ৫ নদ-নদীর ৮১.৫ কিমি

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে মারতে উদ্যত হওয়া সেই চিকিৎসক বরখাস্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত