ফ্যাশন শো
বিনোদন ডেস্ক
মেট গালা মানেই ফ্যাশন প্যারেড। নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছরের মে মাসের প্রথম সোমবার অনুষ্ঠিত হয় এ ফ্যাশন শো। ফ্যাশন দুনিয়ার সবচেয়ে বড় এই আসরে উপস্থিত হন জনপ্রিয় তারকারা। এতে অংশ নেওয়ার জন্য তারকাদের থাকে দীর্ঘ প্রস্তুতি। সবাই চান ভিন্নধর্মী পোশাক পরে তাক লাগিয়ে দিতে। সে কারণে কোন তারকা কী পোশাক পরলেন মেট গালায়, তা নিয়ে সবার থাকে ব্যাপক আগ্রহ। গত আসরে এ আয়োজনে দ্বিতীয়বারের মতো অংশ নিয়ে আলোচনা সৃষ্টি করেছিলেন আলিয়া ভাট। এবার আলোচনার কেন্দ্রে শাহরুখ খান ও কিয়ারা আদভানি। দুজনেরই প্রথম পা পড়ল মেট গালায়।
প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে এবার মেট গালায় আমন্ত্রণ পান শাহরুখ খান। কালো তাঁর পছন্দের রং। তাই মেট গালায় প্রথম পা রাখার এই স্মরণীয় মুহূর্তে কালো স্যুটই বেছে নিয়েছেন শাহরুখ। গলাভর্তি গয়না। সবচেয়ে নজর কেড়েছে ‘কে’ লেখা পেনডেন্ট। তাঁর হাতে ছিল বাঘের মুখাবয়বের ডিজাইনে তৈরি বাহারি লাঠি। শাহরুখের এই পোশাকের ডিজাইন করেছেন সব্যসাচী মুখোপাধ্যায়।
মেট গালার রেড কার্পেটে শাহরুখ বলেন, ‘আমি এখানে এসে অনেকটা নার্ভাস, একই সঙ্গে এক্সাইটেড। আমি খুব বেশি রেড কার্পেটে অংশ নিইনি, খানিকটা লজ্জা পাই। আমার বাচ্চারা মেট গালা নিয়ে খুবই উচ্ছ্বসিত থাকে। তাদের কারণেই আমি এখানে এসেছি।’
মেট গালায় এবার প্রিয়াঙ্কা চোপড়া, দিলজিৎ দোসাঞ্জও ছিলেন। তবে তাঁদের ছাপিয়ে আলোচনায় উঠে এসেছেন কিয়ারা আদভানি। মেট গালার মঞ্চে তাঁরও অভিষেক হলো এবার। বেবি বাম্প নিয়েই রেড কার্পেটে হেঁটেছেন কিয়ারা। গত ফেব্রুয়ারিতে মা হওয়ার খবর জানিয়েছিলেন অভিনেত্রী। মেট গালার রেড কার্পেটেই প্রথম অন্তঃসত্ত্বা লুক প্রকাশ্যে এল তাঁর। গৌরব গুপ্তার ডিজাইন করা কালো ও সোনালি পোশাকে দীপ্তি ছড়িয়েছেন কিয়ারা।
মেট গালা মানেই ফ্যাশন প্যারেড। নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছরের মে মাসের প্রথম সোমবার অনুষ্ঠিত হয় এ ফ্যাশন শো। ফ্যাশন দুনিয়ার সবচেয়ে বড় এই আসরে উপস্থিত হন জনপ্রিয় তারকারা। এতে অংশ নেওয়ার জন্য তারকাদের থাকে দীর্ঘ প্রস্তুতি। সবাই চান ভিন্নধর্মী পোশাক পরে তাক লাগিয়ে দিতে। সে কারণে কোন তারকা কী পোশাক পরলেন মেট গালায়, তা নিয়ে সবার থাকে ব্যাপক আগ্রহ। গত আসরে এ আয়োজনে দ্বিতীয়বারের মতো অংশ নিয়ে আলোচনা সৃষ্টি করেছিলেন আলিয়া ভাট। এবার আলোচনার কেন্দ্রে শাহরুখ খান ও কিয়ারা আদভানি। দুজনেরই প্রথম পা পড়ল মেট গালায়।
প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে এবার মেট গালায় আমন্ত্রণ পান শাহরুখ খান। কালো তাঁর পছন্দের রং। তাই মেট গালায় প্রথম পা রাখার এই স্মরণীয় মুহূর্তে কালো স্যুটই বেছে নিয়েছেন শাহরুখ। গলাভর্তি গয়না। সবচেয়ে নজর কেড়েছে ‘কে’ লেখা পেনডেন্ট। তাঁর হাতে ছিল বাঘের মুখাবয়বের ডিজাইনে তৈরি বাহারি লাঠি। শাহরুখের এই পোশাকের ডিজাইন করেছেন সব্যসাচী মুখোপাধ্যায়।
মেট গালার রেড কার্পেটে শাহরুখ বলেন, ‘আমি এখানে এসে অনেকটা নার্ভাস, একই সঙ্গে এক্সাইটেড। আমি খুব বেশি রেড কার্পেটে অংশ নিইনি, খানিকটা লজ্জা পাই। আমার বাচ্চারা মেট গালা নিয়ে খুবই উচ্ছ্বসিত থাকে। তাদের কারণেই আমি এখানে এসেছি।’
মেট গালায় এবার প্রিয়াঙ্কা চোপড়া, দিলজিৎ দোসাঞ্জও ছিলেন। তবে তাঁদের ছাপিয়ে আলোচনায় উঠে এসেছেন কিয়ারা আদভানি। মেট গালার মঞ্চে তাঁরও অভিষেক হলো এবার। বেবি বাম্প নিয়েই রেড কার্পেটে হেঁটেছেন কিয়ারা। গত ফেব্রুয়ারিতে মা হওয়ার খবর জানিয়েছিলেন অভিনেত্রী। মেট গালার রেড কার্পেটেই প্রথম অন্তঃসত্ত্বা লুক প্রকাশ্যে এল তাঁর। গৌরব গুপ্তার ডিজাইন করা কালো ও সোনালি পোশাকে দীপ্তি ছড়িয়েছেন কিয়ারা।
সাত মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে ৫ আগস্ট দেশে ফেরেন অভিনেতা অপূর্ব। ঘুম থেকে জেগে বাবাকে দেখে অবাক হয়ে যায় অপূর্বর ছেলে আয়াশ! আনন্দে কেঁদে ফেলে। এমন ভিডিও প্রকাশের পর নেতিবাচক মন্তব্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।
৭ ঘণ্টা আগে৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। এ উপলক্ষে আজ ৮ আগস্ট শুক্রবার রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচারিত হবে নাটক ‘জয়া’। নাম ভূমিকায় অভিনয় করেছেন জ্যোতি সিনহা।
১৩ ঘণ্টা আগে‘বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক’-প্রতিপাদ্য নিয়ে আয়োজিত হতে যাচ্ছে এই প্রতিযোগিতার পঞ্চম আসর। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজকেরা।
১৫ ঘণ্টা আগেকানাডার সারেতে জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মার সদ্য চালু হওয়া ‘ক্যাপস ক্যাফে’তে এক মাসের মধ্যে দ্বিতীয়বার গুলি ঘটনা ঘটল। এই হামলার দায় স্বীকার করেছে গুরপ্রীত সিং ওরফে গোল্ডি ধিলন এবং লরেন্স বিষ্ণোই গ্যাং। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা এই হামলার দায় স্বীকার করেছে।
১৬ ঘণ্টা আগে