বিনোদন ডেস্ক
১৫ বছর আগে বলিউডে একটি অধ্যায় শুরু হয়েছিল। ২০১০ সালের ৩০ এপ্রিল মুক্তি পায় ‘হাউসফুল’। সিনেমাটি এতটাই জনপ্রিয় হয় যে, এর পর একে একে মুক্তি পেয়েছে হাউসফুলের চারটি পর্ব। চারটি পর্ব বিশ্বব্যাপী ৮০০ কোটি রুপির বেশি আয় করেছে। চারটি সিনেমা তৈরি হয়েছে আলাদা গল্পে, তবে প্রতিটিতে কমেডি ছিল কমন। নির্ভেজাল হাস্যরসের কারণেই ১৫ বছর ধরে বলিউডের আলোচিত ফ্র্যাঞ্চাইজির তালিকায় রয়েছে হাউসফুলের নাম।
হাউসফুলের ১৫ বছর পূর্তি উপলক্ষে নতুন ঘোষণা দিল প্রযোজনা প্রতিষ্ঠান নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট। গতকাল প্রকাশ করা হলো ‘হাউসফুল ফাইভ’-এর টিজার। এর আগে বলিউডের কোনো কমেডি ফ্র্যাঞ্চাইজি পঞ্চম পর্ব পর্যন্ত আসতে পারেনি। তারকাখচিত হাউসফুল ফাইভের টিজারটি অল্প সময়েই সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে।
বলিউড হাঙ্গামা জানিয়েছে, হাউসফুল ফ্র্যাঞ্চাইজির মধ্যে পঞ্চম পর্বের বাজেটই সবচেয়ে বেশি। ৩০০ কোটি রুপি ব্যয়ে তৈরি হয়েছে সিনেমাটি। তাই আয়োজনও বড়। পরিচালনা করেছেন তরুণ মনসুখানি। আগের পর্বগুলোর চেয়ে অনেকটাই ভিন্ন হাউসফুল ফাইভের গল্প। কমেডিকে প্রধান করে তৈরি হলেও এতে রয়েছে নাটকীয় ঘটনার মোড়। হাসির মোড়কে রয়েছে সাসপেন্স থ্রিলারের চমক। পঞ্চম পর্বকে তাই বলা হচ্ছে ‘কিলার কমেডি’।
টিজার দেখে বোঝা যাচ্ছে, হাউসফুল ফাইভের বেশির ভাগটা রয়েছে একটি বড় জাহাজে। নানা ঘটনার মধ্য দিয়ে চরিত্ররা মিলিত হয়েছে সেই প্রমোদভ্রমণে। সেখানে নানা নাটকীয় ঘটনা ও কমেডির মধ্য দিয়ে গল্পের রহস্য উন্মোচিত হবে।
হাউসফুলের প্রতিটি পর্বে একাধিক স্টারকাস্ট দেখা গিয়েছিল। তবে এবারের পর্বে সব রেকর্ড ছাড়িয়ে গেল। বলিউডের একঝাঁক জনপ্রিয় নাম যুক্ত হয়েছে হাউসফুল ফাইভে। টিজার শুরু হয় অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, জ্যাকুলিন ফার্নান্দেজ, সোনম বাজওয়া, নার্গিস ফাখরিকে দিয়ে।
টিজারের মাঝামাঝি একে একে দেখা যায় ফারদিন খান, শ্রেয়াস তালপান্ডে, চিত্রাঙ্গদা সিং, দিনো মারিয়া, চাঙ্কি পান্ডে, নিকিতিন ধীর, সৌন্দর্য শর্মা, রঞ্জিত ও জনি লিভারকে। ভাবছেন এখানেই শেষ হয়ে গেছে তারকার তালিকা? মোটেও নয়। এরপর একে একে আসতে থাকে জ্যাকি শ্রফ, সঞ্জয় দত্ত ও নানা পাটেকরের নাম। অভিনয়শিল্পীর তালিকা দেখেই বোঝা যাচ্ছে, কত ব্যাপক আয়োজনে আসতে চলেছে হাউসফুল ফাইভ। আগামী ৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
১৫ বছর আগে বলিউডে একটি অধ্যায় শুরু হয়েছিল। ২০১০ সালের ৩০ এপ্রিল মুক্তি পায় ‘হাউসফুল’। সিনেমাটি এতটাই জনপ্রিয় হয় যে, এর পর একে একে মুক্তি পেয়েছে হাউসফুলের চারটি পর্ব। চারটি পর্ব বিশ্বব্যাপী ৮০০ কোটি রুপির বেশি আয় করেছে। চারটি সিনেমা তৈরি হয়েছে আলাদা গল্পে, তবে প্রতিটিতে কমেডি ছিল কমন। নির্ভেজাল হাস্যরসের কারণেই ১৫ বছর ধরে বলিউডের আলোচিত ফ্র্যাঞ্চাইজির তালিকায় রয়েছে হাউসফুলের নাম।
হাউসফুলের ১৫ বছর পূর্তি উপলক্ষে নতুন ঘোষণা দিল প্রযোজনা প্রতিষ্ঠান নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট। গতকাল প্রকাশ করা হলো ‘হাউসফুল ফাইভ’-এর টিজার। এর আগে বলিউডের কোনো কমেডি ফ্র্যাঞ্চাইজি পঞ্চম পর্ব পর্যন্ত আসতে পারেনি। তারকাখচিত হাউসফুল ফাইভের টিজারটি অল্প সময়েই সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে।
বলিউড হাঙ্গামা জানিয়েছে, হাউসফুল ফ্র্যাঞ্চাইজির মধ্যে পঞ্চম পর্বের বাজেটই সবচেয়ে বেশি। ৩০০ কোটি রুপি ব্যয়ে তৈরি হয়েছে সিনেমাটি। তাই আয়োজনও বড়। পরিচালনা করেছেন তরুণ মনসুখানি। আগের পর্বগুলোর চেয়ে অনেকটাই ভিন্ন হাউসফুল ফাইভের গল্প। কমেডিকে প্রধান করে তৈরি হলেও এতে রয়েছে নাটকীয় ঘটনার মোড়। হাসির মোড়কে রয়েছে সাসপেন্স থ্রিলারের চমক। পঞ্চম পর্বকে তাই বলা হচ্ছে ‘কিলার কমেডি’।
টিজার দেখে বোঝা যাচ্ছে, হাউসফুল ফাইভের বেশির ভাগটা রয়েছে একটি বড় জাহাজে। নানা ঘটনার মধ্য দিয়ে চরিত্ররা মিলিত হয়েছে সেই প্রমোদভ্রমণে। সেখানে নানা নাটকীয় ঘটনা ও কমেডির মধ্য দিয়ে গল্পের রহস্য উন্মোচিত হবে।
হাউসফুলের প্রতিটি পর্বে একাধিক স্টারকাস্ট দেখা গিয়েছিল। তবে এবারের পর্বে সব রেকর্ড ছাড়িয়ে গেল। বলিউডের একঝাঁক জনপ্রিয় নাম যুক্ত হয়েছে হাউসফুল ফাইভে। টিজার শুরু হয় অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, জ্যাকুলিন ফার্নান্দেজ, সোনম বাজওয়া, নার্গিস ফাখরিকে দিয়ে।
টিজারের মাঝামাঝি একে একে দেখা যায় ফারদিন খান, শ্রেয়াস তালপান্ডে, চিত্রাঙ্গদা সিং, দিনো মারিয়া, চাঙ্কি পান্ডে, নিকিতিন ধীর, সৌন্দর্য শর্মা, রঞ্জিত ও জনি লিভারকে। ভাবছেন এখানেই শেষ হয়ে গেছে তারকার তালিকা? মোটেও নয়। এরপর একে একে আসতে থাকে জ্যাকি শ্রফ, সঞ্জয় দত্ত ও নানা পাটেকরের নাম। অভিনয়শিল্পীর তালিকা দেখেই বোঝা যাচ্ছে, কত ব্যাপক আয়োজনে আসতে চলেছে হাউসফুল ফাইভ। আগামী ৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
বাণিজ্যিক সিনেমায় আইটেম গান থাকবে না, তা কি হয়! গল্পের সঙ্গে সংযোগ থাকুক বা না থাকুক, প্রত্যেক নির্মাতাই চান, সিনেমায় একটা আইটেম গান রাখতে। তাতে নাকি সহজেই দর্শকদের আকর্ষণ করা যায়! দর্শক টানার এ ফর্মুলা অনুসরণ করছেন নাটকের নির্মাতারাও। ইদানীং নাটকেও শুরু হয়েছে এ প্রবণতা। সিনেমার আদলে নাটকের...
১ ঘণ্টা আগেকরোনার সময় সারা বিশ্বের মানুষ হয়ে পড়েছিল ঘরবন্দী। বন্ধ হয়ে গিয়েছিল পরস্পরের সঙ্গে দেখা-সাক্ষাৎ। ঘরে বসেই কাটাতে হতো অলস সময়। সবাই নতুন করে স্বপ্ন দেখত, কবে আবার ফিরবে সুদিন। নতুন গানে সেই সময়ের স্মৃতি ফিরিয়ে আনলেন পান্থ কানাই। গানের শিরোনাম ‘সেই এক সময় ছিল’। শহীদ মাহমুদ জঙ্গীর লেখা এ গানে সুর...
১ ঘণ্টা আগেকথা ছিল মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে একের পর এক সিনেমার খবরের শিরোনাম হবেন দীপিকা পাড়ুকোন। কিন্তু তা হচ্ছে কই! বরং একের পর এক বিতর্কের কেন্দ্রে তিনি। শুটিংয়ের সময় ও পারিশ্রমিক নিয়ে নির্মাতাদের সঙ্গে মতানৈক্যের কারণে সম্প্রতি দুই সিনেমা থেকে বাদ পড়েছেন দীপিকা। এ নিয়ে এত দিন চুপ ছিলেন অভিনেত্রী...
১ ঘণ্টা আগেঅভিরামপুর নামের এক গ্রামের মানুষের গল্প নিয়ে তৈরি হয়েছে ধারাবাহিক নাটক ‘ঘুরিতেছে পাঙ্খা’। ওই গ্রামের অস্থির স্বভাবের মানুষের মজার সব কাণ্ড, প্রেম, ঝগড়া আর ডিশ-সংযোগের ব্যবসা ঘিরেই নাটকের কাহিনি। রচনা ও পরিচালনা করেছেন হিমু আকরাম। ১৩ অক্টোবর থেকে আরটিভিতে প্রচার শুরু হবে। দেখা যাবে সোম থেকে...
১ ঘণ্টা আগে