বিনোদন ডেস্ক
ভৌতিক সিনেমা ‘স্ত্রী টু’ দিয়ে গত বছর নতুন করে আলোচনায় এসেছিলেন শ্রদ্ধা কাপুর। প্রায় ৮০০ কোটি রুপি আয় করে স্ত্রী টু বলিউডের তৃতীয় সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমার মর্যাদা পেয়েছে। এর পর থেকেই ভক্তরা অপেক্ষায়, কবে আসবে তাঁর নতুন সিনেমা! কয়েক দিন আগে খবর এসেছিল, ‘তুম্বাদ’খ্যাত পরিচালক রাহি অনীল বারভির নতুন সিনেমায় যুক্ত হয়েছেন শ্রদ্ধা, যেটি প্রযোজনা করবেন একতা কাপুর। তবে বিনোদন ও লাইফস্টাইলভিত্তিক পোর্টাল পিংমুন গতকাল জানিয়েছে, এ সিনেমা থেকে বেরিয়ে এসেছেন শ্রদ্ধা কাপুর।
রাহি অনীল বারভি ও একতা কাপুরের নতুন এই প্রজেক্টটি হওয়ার কথা ছিল থ্রিলার গল্পের। যে চরিত্রে শ্রদ্ধার অভিনয়ের কথা ছিল, সেটিও বেশ চমকপ্রদ। তবে পারিশ্রমিকের বিষয়ে একমত হতে না পেরে সরে এসেছেন অভিনেত্রী। জানা গেছে, স্ত্রী টুর সাফল্যের পর থেকে নিজের পারিশ্রমিক নিয়ে সচেতন হয়েছেন শ্রদ্ধা। নতুন এ সিনেমার জন্য ১৭ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছেন। একই সঙ্গে লভ্যাংশের ভাগও চেয়েছেন। তবে এত টাকা দিতে চাননি প্রযোজক একতা কাপুর।
বলিউড হাঙ্গামা জানিয়েছে, নাম চূড়ান্ত না হওয়া নতুন এই সিনেমায় শ্রদ্ধাকে নিতে বেশ আগ্রহী ছিলেন প্রযোজক একতা। যেহেতু এটিই হবে স্ত্রী টুর পরে শ্রদ্ধার প্রথম সিনেমা, তাই দর্শকদের মধ্যেও অনেক আগ্রহ। কিন্তু পারিশ্রমিকের বিষয়ে বনিবনা হয়নি তাঁদের মধ্যে। প্রযোজক একতার মতে, নারীপ্রধান কোনো সিনেমার জন্য শ্রদ্ধা যে অর্থ দাবি করেছেন, তা অনেক বেশি। এতে সিনেমাটির সামগ্রিক বাজেট অনেক বেড়ে যাবে।
প্রজেক্টটি থেকে শ্রদ্ধা চলে যাওয়ার পর বিকল্প ভাবছেন নির্মাতারা। চরিত্রটি নতুনভাবে সাজাচ্ছেন। আরও কয়েকজন অভিনেত্রীর সঙ্গে এরই মধ্যে আলোচনা করেছেন তাঁরা। পরিচালক রাহি অনীল বারভি এখন নেটফ্লিক্সের ‘রক্ত ব্রহ্মাণ্ড’ সিরিজের কাজ নিয়ে ব্যস্ত। এরপরই অন্য অভিনেত্রী নিয়ে একতা প্রযোজিত নতুন সিনেমাটির কাজ শুরু করবেন।
অন্যদিকে, শ্রদ্ধা অপেক্ষায় আছেন ‘স্ত্রী’ সিরিজের পরবর্তী সিনেমার জন্য। এরই মধ্যে ‘স্ত্রী থ্রি’র ঘোষণা এসেছে। আগামী বছর হবে শুটিং। মুক্তি পাবে ২০২৭ সালের ১৩ আগস্ট। রাজকুমার রাও, অপারশক্তি খুরানা, পঙ্কজ ত্রিপাঠীরা এ পর্বেও শ্রদ্ধার সঙ্গে থাকবেন বলে জানা গেছে।
ভৌতিক সিনেমা ‘স্ত্রী টু’ দিয়ে গত বছর নতুন করে আলোচনায় এসেছিলেন শ্রদ্ধা কাপুর। প্রায় ৮০০ কোটি রুপি আয় করে স্ত্রী টু বলিউডের তৃতীয় সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমার মর্যাদা পেয়েছে। এর পর থেকেই ভক্তরা অপেক্ষায়, কবে আসবে তাঁর নতুন সিনেমা! কয়েক দিন আগে খবর এসেছিল, ‘তুম্বাদ’খ্যাত পরিচালক রাহি অনীল বারভির নতুন সিনেমায় যুক্ত হয়েছেন শ্রদ্ধা, যেটি প্রযোজনা করবেন একতা কাপুর। তবে বিনোদন ও লাইফস্টাইলভিত্তিক পোর্টাল পিংমুন গতকাল জানিয়েছে, এ সিনেমা থেকে বেরিয়ে এসেছেন শ্রদ্ধা কাপুর।
রাহি অনীল বারভি ও একতা কাপুরের নতুন এই প্রজেক্টটি হওয়ার কথা ছিল থ্রিলার গল্পের। যে চরিত্রে শ্রদ্ধার অভিনয়ের কথা ছিল, সেটিও বেশ চমকপ্রদ। তবে পারিশ্রমিকের বিষয়ে একমত হতে না পেরে সরে এসেছেন অভিনেত্রী। জানা গেছে, স্ত্রী টুর সাফল্যের পর থেকে নিজের পারিশ্রমিক নিয়ে সচেতন হয়েছেন শ্রদ্ধা। নতুন এ সিনেমার জন্য ১৭ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছেন। একই সঙ্গে লভ্যাংশের ভাগও চেয়েছেন। তবে এত টাকা দিতে চাননি প্রযোজক একতা কাপুর।
বলিউড হাঙ্গামা জানিয়েছে, নাম চূড়ান্ত না হওয়া নতুন এই সিনেমায় শ্রদ্ধাকে নিতে বেশ আগ্রহী ছিলেন প্রযোজক একতা। যেহেতু এটিই হবে স্ত্রী টুর পরে শ্রদ্ধার প্রথম সিনেমা, তাই দর্শকদের মধ্যেও অনেক আগ্রহ। কিন্তু পারিশ্রমিকের বিষয়ে বনিবনা হয়নি তাঁদের মধ্যে। প্রযোজক একতার মতে, নারীপ্রধান কোনো সিনেমার জন্য শ্রদ্ধা যে অর্থ দাবি করেছেন, তা অনেক বেশি। এতে সিনেমাটির সামগ্রিক বাজেট অনেক বেড়ে যাবে।
প্রজেক্টটি থেকে শ্রদ্ধা চলে যাওয়ার পর বিকল্প ভাবছেন নির্মাতারা। চরিত্রটি নতুনভাবে সাজাচ্ছেন। আরও কয়েকজন অভিনেত্রীর সঙ্গে এরই মধ্যে আলোচনা করেছেন তাঁরা। পরিচালক রাহি অনীল বারভি এখন নেটফ্লিক্সের ‘রক্ত ব্রহ্মাণ্ড’ সিরিজের কাজ নিয়ে ব্যস্ত। এরপরই অন্য অভিনেত্রী নিয়ে একতা প্রযোজিত নতুন সিনেমাটির কাজ শুরু করবেন।
অন্যদিকে, শ্রদ্ধা অপেক্ষায় আছেন ‘স্ত্রী’ সিরিজের পরবর্তী সিনেমার জন্য। এরই মধ্যে ‘স্ত্রী থ্রি’র ঘোষণা এসেছে। আগামী বছর হবে শুটিং। মুক্তি পাবে ২০২৭ সালের ১৩ আগস্ট। রাজকুমার রাও, অপারশক্তি খুরানা, পঙ্কজ ত্রিপাঠীরা এ পর্বেও শ্রদ্ধার সঙ্গে থাকবেন বলে জানা গেছে।
সাত মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে ৫ আগস্ট দেশে ফেরেন অভিনেতা অপূর্ব। ঘুম থেকে জেগে বাবাকে দেখে অবাক হয়ে যায় অপূর্বর ছেলে আয়াশ! আনন্দে কেঁদে ফেলে। এমন ভিডিও প্রকাশের পর নেতিবাচক মন্তব্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।
৭ ঘণ্টা আগে৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। এ উপলক্ষে আজ ৮ আগস্ট শুক্রবার রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচারিত হবে নাটক ‘জয়া’। নাম ভূমিকায় অভিনয় করেছেন জ্যোতি সিনহা।
১৩ ঘণ্টা আগে‘বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক’-প্রতিপাদ্য নিয়ে আয়োজিত হতে যাচ্ছে এই প্রতিযোগিতার পঞ্চম আসর। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজকেরা।
১৫ ঘণ্টা আগেকানাডার সারেতে জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মার সদ্য চালু হওয়া ‘ক্যাপস ক্যাফে’তে এক মাসের মধ্যে দ্বিতীয়বার গুলি ঘটনা ঘটল। এই হামলার দায় স্বীকার করেছে গুরপ্রীত সিং ওরফে গোল্ডি ধিলন এবং লরেন্স বিষ্ণোই গ্যাং। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা এই হামলার দায় স্বীকার করেছে।
১৬ ঘণ্টা আগে