সানি দেওল অভিনীত ‘গদর ২’ মুক্তি পেয়েছে গত ১১ আগস্ট। মুক্তির পর থেকেই সিনেমাটি দাপট দেখাচ্ছে বক্স অফিসে। দুই সপ্তাহ পার হয়ে গেলেও বক্স অফিসের নিয়ন্ত্রণ এখনো ‘তারা সিং’ এর হাতেই। দ্বিতীয় সপ্তাহের শেষে অনিল শর্মা পরিচালিত সিনেমাটি আয় করেছে ৪১৯ কোটি রুপি। এমনটাই জানিয়েছেন বলিউড বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ।
মুক্তির পরই ‘গদর ২’ সিনেমা একাধিক বক্স অফিস রেকর্ড ভেঙেছে। এখনো নিত্য নতুন রেকর্ড গড়ে চলেছে এই ছবি। গত দুই সপ্তাহর মতো তৃতীয় সপ্তাহেও বক্স অফিসে বেশ ভালো আয় করবেন বলেও মনে করছেন বলিউড বাণিজ্য বিশ্লেষকেরা।
এক টুইটে তরুণ আদর্শ লিখেছেন, ‘অল টাইম ব্লকব্লাস্টার। দ্বিতীয় সপ্তাহেও দুর্দান্ত ব্যবসা করেছে এই ছবি। এটি আগামীতে আরও নতুন বেঞ্চমার্ক তৈরি করবে। তৃতীয় সপ্তাহেও দারুণ ব্যবসা করবে সিনেমাটি।’
তরুণ আদর্শের প্রকাশ করা সর্বশেষ তথ্য অনুযায়ী, দ্বিতীয় সপ্তাহে গত শুক্রবার এই সিনেমার আয় ছিল ২০.৫০ কোটি রুপি, শনিবার ৩১.০৭ কোটি রুপি, রোববার ৩৮.৯০ কোটি রুপি, সোমবার ১৩.৫০ কোটি রুপি, মঙ্গলবার ১২.১০ কোটি রুপি, বুধবার ১০ কোটি রুপি এবং বৃহস্পতিবার ৮.৪০ কোটি রুপি আয় করে সিনেমাটি।
দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি মোট ১৩৪.৪৭ কোটি রুপি আয় করেছে। অন্যদিকে প্রথম সপ্তাহে সিনেমাটির আয় ছিল ২৮৪.৬৩ কোটি রুপি। ফলে সবটা মিলিয়ে দুই সপ্তাহে ‘গদর ২’ এর ঝুলিতে এসেছে ৪১৯.১০ কোটি রুপি। তবে এটা কেবল ভারতীয় বক্স অফিসের হিসেব।
প্রসঙ্গত, ২০০১ সালে মুক্তি পায় অনিল শর্মা পরিচালিত ‘গদর: এক প্রেম কথা’। তারপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। সানি ও আমিশার পর্দার ‘প্রেম কথা’ সেখানেই থামেনি। সানি দেওল ও আমিশা ছাড়াও গদর ২-তে আরও অভিনয় করেছেন–উৎকর্ষ শার্মা, সিমরত কৌর, মণীশ ওয়াধওয়ারা প্রমুখ।
সানি দেওল অভিনীত ‘গদর ২’ মুক্তি পেয়েছে গত ১১ আগস্ট। মুক্তির পর থেকেই সিনেমাটি দাপট দেখাচ্ছে বক্স অফিসে। দুই সপ্তাহ পার হয়ে গেলেও বক্স অফিসের নিয়ন্ত্রণ এখনো ‘তারা সিং’ এর হাতেই। দ্বিতীয় সপ্তাহের শেষে অনিল শর্মা পরিচালিত সিনেমাটি আয় করেছে ৪১৯ কোটি রুপি। এমনটাই জানিয়েছেন বলিউড বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ।
মুক্তির পরই ‘গদর ২’ সিনেমা একাধিক বক্স অফিস রেকর্ড ভেঙেছে। এখনো নিত্য নতুন রেকর্ড গড়ে চলেছে এই ছবি। গত দুই সপ্তাহর মতো তৃতীয় সপ্তাহেও বক্স অফিসে বেশ ভালো আয় করবেন বলেও মনে করছেন বলিউড বাণিজ্য বিশ্লেষকেরা।
এক টুইটে তরুণ আদর্শ লিখেছেন, ‘অল টাইম ব্লকব্লাস্টার। দ্বিতীয় সপ্তাহেও দুর্দান্ত ব্যবসা করেছে এই ছবি। এটি আগামীতে আরও নতুন বেঞ্চমার্ক তৈরি করবে। তৃতীয় সপ্তাহেও দারুণ ব্যবসা করবে সিনেমাটি।’
তরুণ আদর্শের প্রকাশ করা সর্বশেষ তথ্য অনুযায়ী, দ্বিতীয় সপ্তাহে গত শুক্রবার এই সিনেমার আয় ছিল ২০.৫০ কোটি রুপি, শনিবার ৩১.০৭ কোটি রুপি, রোববার ৩৮.৯০ কোটি রুপি, সোমবার ১৩.৫০ কোটি রুপি, মঙ্গলবার ১২.১০ কোটি রুপি, বুধবার ১০ কোটি রুপি এবং বৃহস্পতিবার ৮.৪০ কোটি রুপি আয় করে সিনেমাটি।
দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি মোট ১৩৪.৪৭ কোটি রুপি আয় করেছে। অন্যদিকে প্রথম সপ্তাহে সিনেমাটির আয় ছিল ২৮৪.৬৩ কোটি রুপি। ফলে সবটা মিলিয়ে দুই সপ্তাহে ‘গদর ২’ এর ঝুলিতে এসেছে ৪১৯.১০ কোটি রুপি। তবে এটা কেবল ভারতীয় বক্স অফিসের হিসেব।
প্রসঙ্গত, ২০০১ সালে মুক্তি পায় অনিল শর্মা পরিচালিত ‘গদর: এক প্রেম কথা’। তারপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। সানি ও আমিশার পর্দার ‘প্রেম কথা’ সেখানেই থামেনি। সানি দেওল ও আমিশা ছাড়াও গদর ২-তে আরও অভিনয় করেছেন–উৎকর্ষ শার্মা, সিমরত কৌর, মণীশ ওয়াধওয়ারা প্রমুখ।
ছয় বছর পর একক অ্যালবাম নিয়ে আসছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। নাম ‘বোকা’। এটি জয়ের পঞ্চম স্টুডিও অ্যালবাম। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই অ্যালবামের প্রথম গান ‘তোমাকে ভুলতে সময় লাগবে’।
৮ মিনিট আগেআজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন চার সিনেমা। দেশের তিনটি সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় আছে হলিউডের এক সিনেমা। সিনেমাগুলো হলো ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘উদীয়মান সূর্য’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ সপ্তাহের মুক্তি পাওয়া সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
১ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২ ঘণ্টা আগেবুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৯ ঘণ্টা আগে