বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’। ১ ডিসেম্বর মুক্তির পর গতকাল সোমবার পর্যন্ত বলিউডের ছবিটি আয় করেছে ৭৩৭ কোটি রুপির বেশি। সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত সিনেমাটি বক্স অফিসে বেশ দাপট দেখাচ্ছে। বক্স অফিসে তুমুল ব্যবসার সমান তালে চলছে সমালোচনা। সিনেমার গল্পে বাড়াবাড়ি যৌনতা, নারী বিদ্বেষী সংলাপ আর নৃশংসতার কারণে সমালোচিত হচ্ছে সিনেমাটি।
এদিকে পানপাত্র মাথায় নিয়ে ‘জামাল কুদু’ শিরোনামের গানের সঙ্গে নেচে দারুণ জনপ্রিয় হয়েছেন অ্যানিমেল সিনেমায় খল চরিত্রে অভিনয় করা ববি দেওল। সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে বেশ আলোচনা চলছে। এই গানের উৎপত্তি এবং ববির নাচের স্টাইলের পেছনের কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
সিনেমাটির মাধ্যমে যেন অভিনেতা হিসেবে পুনর্জন্ম হয়েছে ধর্মেন্দ্রপুত্র ববি দেওলের। তিন ঘণ্টা ২১ মিনিটের এ সিনেমায় ববিকে দেখা গেছে ২০ মিনিট, সংলাপ নেই বললেই চলে। কিন্তু তাতেই তিনি নজর কেড়েছেন।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ‘জামাল জামালু’ শিরোনামের একটি জনপ্রিয় ইরানি লোকসংগীত থেকে ‘জামাল কুদু’ গানটি তৈরি করা হয়েছে। পঞ্চাশের দশকের ইরানি গানটি দেশটির বিভিন্ন অঞ্চলে ‘বিয়ের গীত’ হিসেবে প্রচলিত। ইরানি কবি বিজান ইসমান্দারের কবিতা থেকে গানটি তৈরি করা হয়। গানের কথায় ‘হৃদয় ভেঙে না দিতে প্রেমিকার প্রতি আকুতি’ জানানো হয়েছে। বলা হয়েছে, প্রেমিকা দূরে চলে যাচ্ছে বলে প্রেমিক পাগলপ্রায়।
এই গানের সুরকার হর্ষবর্ধন রামেশ্বর ও পরিচালক ভাঙার পরিকল্পনা ছিল, গানটিকে সিনেমার অন্যতম ‘আকর্ষণ’ হিসেবে তৈরি করা। গানের শুটিংয়ের সময় অভিজ্ঞতা বর্ণনা করে ববি বলেন, ‘ভাঙা গানটি শুনিয়ে আমাকে বলেছিলেন, আমি যেন ভিন্ন কিছু করি, যা দেখে শিখিয়ে দেওয়া অভিনয় মনে না হয়। তবে আমাকে আমার সহশিল্পী সৌরভ নাচের কিছু মুদ্রা দেখিয়ে দেন। এরপর মাথায় এল ছোটবেলায় যখন পরিবারের সঙ্গে পাঞ্জাবে যেতাম, তখন মাতাল অবস্থায় এভাবেই মাথায় গ্লাস নিয়ে নাচতাম। যদিও আমি জানি না, কেন আমরা এ রকম করতাম! তবে নাচের সেই ভঙ্গি পরিচালককে করে দেখালে সেটি তাঁর মনে ধরে গেল।’
বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’। ১ ডিসেম্বর মুক্তির পর গতকাল সোমবার পর্যন্ত বলিউডের ছবিটি আয় করেছে ৭৩৭ কোটি রুপির বেশি। সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত সিনেমাটি বক্স অফিসে বেশ দাপট দেখাচ্ছে। বক্স অফিসে তুমুল ব্যবসার সমান তালে চলছে সমালোচনা। সিনেমার গল্পে বাড়াবাড়ি যৌনতা, নারী বিদ্বেষী সংলাপ আর নৃশংসতার কারণে সমালোচিত হচ্ছে সিনেমাটি।
এদিকে পানপাত্র মাথায় নিয়ে ‘জামাল কুদু’ শিরোনামের গানের সঙ্গে নেচে দারুণ জনপ্রিয় হয়েছেন অ্যানিমেল সিনেমায় খল চরিত্রে অভিনয় করা ববি দেওল। সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে বেশ আলোচনা চলছে। এই গানের উৎপত্তি এবং ববির নাচের স্টাইলের পেছনের কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
সিনেমাটির মাধ্যমে যেন অভিনেতা হিসেবে পুনর্জন্ম হয়েছে ধর্মেন্দ্রপুত্র ববি দেওলের। তিন ঘণ্টা ২১ মিনিটের এ সিনেমায় ববিকে দেখা গেছে ২০ মিনিট, সংলাপ নেই বললেই চলে। কিন্তু তাতেই তিনি নজর কেড়েছেন।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ‘জামাল জামালু’ শিরোনামের একটি জনপ্রিয় ইরানি লোকসংগীত থেকে ‘জামাল কুদু’ গানটি তৈরি করা হয়েছে। পঞ্চাশের দশকের ইরানি গানটি দেশটির বিভিন্ন অঞ্চলে ‘বিয়ের গীত’ হিসেবে প্রচলিত। ইরানি কবি বিজান ইসমান্দারের কবিতা থেকে গানটি তৈরি করা হয়। গানের কথায় ‘হৃদয় ভেঙে না দিতে প্রেমিকার প্রতি আকুতি’ জানানো হয়েছে। বলা হয়েছে, প্রেমিকা দূরে চলে যাচ্ছে বলে প্রেমিক পাগলপ্রায়।
এই গানের সুরকার হর্ষবর্ধন রামেশ্বর ও পরিচালক ভাঙার পরিকল্পনা ছিল, গানটিকে সিনেমার অন্যতম ‘আকর্ষণ’ হিসেবে তৈরি করা। গানের শুটিংয়ের সময় অভিজ্ঞতা বর্ণনা করে ববি বলেন, ‘ভাঙা গানটি শুনিয়ে আমাকে বলেছিলেন, আমি যেন ভিন্ন কিছু করি, যা দেখে শিখিয়ে দেওয়া অভিনয় মনে না হয়। তবে আমাকে আমার সহশিল্পী সৌরভ নাচের কিছু মুদ্রা দেখিয়ে দেন। এরপর মাথায় এল ছোটবেলায় যখন পরিবারের সঙ্গে পাঞ্জাবে যেতাম, তখন মাতাল অবস্থায় এভাবেই মাথায় গ্লাস নিয়ে নাচতাম। যদিও আমি জানি না, কেন আমরা এ রকম করতাম! তবে নাচের সেই ভঙ্গি পরিচালককে করে দেখালে সেটি তাঁর মনে ধরে গেল।’
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৬ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১০ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১২ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৫ ঘণ্টা আগে