বিয়ে করবেন সারা আলী খান। কিন্তু যিনি তাঁর শর্ত মেনে নেবেন, সেই পুরুষের পাণি গ্রহণ করবেন সাইফ আলী খানের মেয়ে। কী সেই শর্ত? যে পুরুষ তাঁর ও তাঁর মায়ের সঙ্গে থাকতে পারবেন, সাইফকন্যা নাকি তাঁকেই বিয়ে করবেন।
নতুন ছবি ‘আতরঙ্গি রে’র প্রচারে দ্য ইকোনমিক টাইমসের মুখোমুখি হয়েছিলেন সারা আলী খান। ছবিতে তাঁর চরিত্রের নাম রিঙ্কু। প্রেমিকের সঙ্গে বহুবার সে বাড়ি থেকে পালায়। বাস্তবে এমন পালিয়ে বিয়ে করার পরিকল্পনা আছে কি না—সাক্ষাৎকারে এমন প্রশ্নের উত্তরে সারা বলেন, ‘আমার ঘর মানে আমার মা। কোথাও পালিয়ে গেলেও সেখানেই ফিরে আসব। মাকে ছেড়ে কোথাও যাওয়ার ক্ষমতা আমার নেই। এই যে আজকে সাক্ষাৎকার দিতে এলাম, কোন পোষাক পরব, সেটাও আমার মা বলে দিয়েছে।’
সাইফ আলী খানের সঙ্গে অমৃতার যখন বিচ্ছেদ হয়, সারার বয়স তখন মাত্র ৯। এরপর মায়ের কাছে থেকে তাঁর আদর্শেই বেড়ে ওঠেন। তাই অমৃতাকে ঘিরেই আবর্তিত সারার জীবন। সাইফ দ্বিতীয় বিয়ে করলেও অমৃতা একাই থেকেছেন তাঁর সন্তানদের সঙ্গে। ২০০৪ সালের পর থেকে মেয়ে সারা ও ছেলে ইব্রাহিমের সঙ্গে আলাদা বাড়িতে থাকেন অমৃতা। তাই মা ছাড়া মেয়ে যেন অন্ধ। তাঁর এই সাক্ষাৎকারেও সেই উদাহরণই মিলল।
বলিউডে পা রাখার পরেই সুশান্ত সিং রাজপুতের সাথে সম্পর্কে জড়িয়েছিলেন সারা আলী খান। তবে তা টিকেছিল মাসখানেক। তারপর কার্তিক আরিয়ানের সঙ্গে তাঁর প্রেমের খবরও কারো অজানা নয়। কিন্তু সেটাও ভেঙে যায় হুট করে। আপাতত সিঙ্গেল। বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর, সুন্দরী সারার সিঙ্গেল থাকার রহস্য কী তাহলে এমন ছেলে!
বলা যায়, সারা আলী খান তাঁর মা অমৃতা সিংয়ের জেরক্স কপি। মুখের আদলে যেমন মিল রয়েছে, তেমনি ব্যবহারে। অমৃতাও নাকি সারার মতোই চট করে সবার সাথে মিশতে পারেন। এভাবেই হাসি লেগে থাকত অমৃতার মুখে। আর তাই মা-মেয়ের জমেও খুব। এমনকি সারা অনেকবার জানিয়েছেন, যে কোনো সাক্ষাৎকার দেওয়ার আগে তিনি কথা বলেন মায়ের সঙ্গে।
বিয়ে করবেন সারা আলী খান। কিন্তু যিনি তাঁর শর্ত মেনে নেবেন, সেই পুরুষের পাণি গ্রহণ করবেন সাইফ আলী খানের মেয়ে। কী সেই শর্ত? যে পুরুষ তাঁর ও তাঁর মায়ের সঙ্গে থাকতে পারবেন, সাইফকন্যা নাকি তাঁকেই বিয়ে করবেন।
নতুন ছবি ‘আতরঙ্গি রে’র প্রচারে দ্য ইকোনমিক টাইমসের মুখোমুখি হয়েছিলেন সারা আলী খান। ছবিতে তাঁর চরিত্রের নাম রিঙ্কু। প্রেমিকের সঙ্গে বহুবার সে বাড়ি থেকে পালায়। বাস্তবে এমন পালিয়ে বিয়ে করার পরিকল্পনা আছে কি না—সাক্ষাৎকারে এমন প্রশ্নের উত্তরে সারা বলেন, ‘আমার ঘর মানে আমার মা। কোথাও পালিয়ে গেলেও সেখানেই ফিরে আসব। মাকে ছেড়ে কোথাও যাওয়ার ক্ষমতা আমার নেই। এই যে আজকে সাক্ষাৎকার দিতে এলাম, কোন পোষাক পরব, সেটাও আমার মা বলে দিয়েছে।’
সাইফ আলী খানের সঙ্গে অমৃতার যখন বিচ্ছেদ হয়, সারার বয়স তখন মাত্র ৯। এরপর মায়ের কাছে থেকে তাঁর আদর্শেই বেড়ে ওঠেন। তাই অমৃতাকে ঘিরেই আবর্তিত সারার জীবন। সাইফ দ্বিতীয় বিয়ে করলেও অমৃতা একাই থেকেছেন তাঁর সন্তানদের সঙ্গে। ২০০৪ সালের পর থেকে মেয়ে সারা ও ছেলে ইব্রাহিমের সঙ্গে আলাদা বাড়িতে থাকেন অমৃতা। তাই মা ছাড়া মেয়ে যেন অন্ধ। তাঁর এই সাক্ষাৎকারেও সেই উদাহরণই মিলল।
বলিউডে পা রাখার পরেই সুশান্ত সিং রাজপুতের সাথে সম্পর্কে জড়িয়েছিলেন সারা আলী খান। তবে তা টিকেছিল মাসখানেক। তারপর কার্তিক আরিয়ানের সঙ্গে তাঁর প্রেমের খবরও কারো অজানা নয়। কিন্তু সেটাও ভেঙে যায় হুট করে। আপাতত সিঙ্গেল। বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর, সুন্দরী সারার সিঙ্গেল থাকার রহস্য কী তাহলে এমন ছেলে!
বলা যায়, সারা আলী খান তাঁর মা অমৃতা সিংয়ের জেরক্স কপি। মুখের আদলে যেমন মিল রয়েছে, তেমনি ব্যবহারে। অমৃতাও নাকি সারার মতোই চট করে সবার সাথে মিশতে পারেন। এভাবেই হাসি লেগে থাকত অমৃতার মুখে। আর তাই মা-মেয়ের জমেও খুব। এমনকি সারা অনেকবার জানিয়েছেন, যে কোনো সাক্ষাৎকার দেওয়ার আগে তিনি কথা বলেন মায়ের সঙ্গে।
ছয় বছর পর একক অ্যালবাম নিয়ে আসছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। নাম ‘বোকা’। এটি জয়ের পঞ্চম স্টুডিও অ্যালবাম। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই অ্যালবামের প্রথম গান ‘তোমাকে ভুলতে সময় লাগবে’।
৬ মিনিট আগেআজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন চার সিনেমা। দেশের তিনটি সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় আছে হলিউডের এক সিনেমা। সিনেমাগুলো হলো ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘উদীয়মান সূর্য’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ সপ্তাহের মুক্তি পাওয়া সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
১ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২ ঘণ্টা আগেবুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৯ ঘণ্টা আগে