Ajker Patrika

আসছে কপিল শর্মার বায়োপিক

আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ২১: ৪৭
আসছে কপিল শর্মার বায়োপিক

বলিউডে তৈরি হচ্ছে কপিল শর্মার বায়োপিক। পরিচালনায় মৃগদীপ সিং লাম্বা। ‘ফুকরে’ ছবির পরিচালক মৃগদীপ। ভারতের জনপ্রিয় ‘কমেডি কিং’-এর বায়োপিক তৈরির কথা ঘোষণা করলেন ফিল্ম সমালোচক তরণ আদর্শ। ছবির নাম হবে ‘ফানকার’।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তরণ জানান, ‘ফুকরে’ পরিচালক তৈরি করবেন কপিল শর্মার বায়োপিক। নাম ‘ফানকার’, যার অর্থ শিল্পী। প্রযোজনায় লাইকা প্রোডাকশন। ছবিতে কপিল শর্মার চরিত্রে কে অভিনয় করবেন, তা অবশ্য জানানো হয়নি।

কপিল শর্মার বায়োপিক হবে জানতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কমেডিয়ানের ভক্তরা। ছবিতে নিজের নাম চরিত্রে কপিলই অভিনয় করবেন, নাকি অন্য কেউ, তা নিয়ে জল্পনা রয়েই গেছে। কমেডিয়ান কপিল শর্মার জীবনীর ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে এই বায়োপিক।

পরিচালক ও প্রযোজকের সঙ্গে কপিলপরিচালক লাম্বা জানান, ‘ভারতের সব থেকে জনপ্রিয় শিল্পী কপিল শর্মার জীবনকাহিনি দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি।’ তবে কপিলের শৈশবের কথাও তুলে ধরা হবে কি না, তা অবশ্য জানানো হয়নি নির্মাতাদের পক্ষ থেকে। অন্যদিকে প্রযোজক জৈন বলছেন, ‘লক্ষ লক্ষ লোক প্রতিদিন হাসির ডোজ পান কপিলের জন্য। আমাদের প্রত্যেকের জীবনেই ভালোবাসা, হাস্যরসের প্রয়োজন হয়। কপিলের গল্প বড় পর্দায় আনার সুযোগ পেয়ে আমরা সত্যিই গর্বিত।’

‘ফুকরে ৩’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত পরিচালক মৃগদীপ সিং লাম্বা। ‘দ্য কপিল শর্মা শো’ বর্তমানে খুবই জনপ্রিয়। এই শোয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে দর্শকদের মন জয় করে আসছেন কপিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত