Ajker Patrika

মানহানির মামলায় ফেঁসে গেলেন কঙ্গনা, আদালতে হাজিরার নির্দেশ

কলকাতা প্রতিনিধি  
কঙ্গনা রনৌত। ছবি: সংগৃহীত
কঙ্গনা রনৌত। ছবি: সংগৃহীত

বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ কঙ্গনা রনৌত আবার আইনি জটিলতায়। এবার আর কোনো সিনেমার স্ক্রিপ্ট নয়—সোজা আদালতের চিঠি নিয়ে হাজির হতে হবে বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনাকে।

বিতর্কের সূত্রপাত ২০২০-২১ সালের কৃষক আন্দোলনের সময়। সে সময় কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন, যেখানে তিনি পাঞ্জাবের ৭৩ বছর বয়সী বৃদ্ধা মহিন্দর কৌরের একটি ছবি শেয়ার করে দাবি করেন, তিনি নাকি শাহিনবাগের ‘বিলকিস বানু’, যাকে নাকি ১০০ টাকার বিনিময়ে আন্দোলনে আনা যায়।

এই মন্তব্যের জেরে মহিন্দর কৌর ক্ষুব্ধ হন এবং কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা করেন। ২০২২ সালে কঙ্গনার নামে সমন জারি করা হয়। কিন্তু অভিনেত্রী তখন আদালতের কাছে এই অভিযোগ তুলে নেওয়ার জন্য আবেদন করেন।

তবে আজ শুক্রবার (১ আগস্ট) পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট কঙ্গনার সেই আবেদন খারিজ করে দিয়েছেন। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই অভিযোগ খণ্ডনযোগ্য নয়। এর ফলে কঙ্গনাকে এখন পাঞ্জাবের স্থানীয় আদালতে হাজির হতে হবে।

এই মুহূর্তে কঙ্গনা হিমাচল প্রদেশের মান্ডি থেকে নির্বাচিত বিজেপি সাংসদ। সম্প্রতি একাধিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, রাজনীতির বাস্তবতা যেন তাঁর কল্পনার রাজনীতির সঙ্গে মেলে না। তাঁর মতে, রাজনীতির ধুলো যেন রঙিন দুনিয়ায় ফাটল ধরাচ্ছে।

তাহলে কি এটাই বিজেপির ‘ফায়ার ব্র্যান্ড ফেস’ কঙ্গনার রাজনীতির ‘রিয়েলিটি চেক’? সিনেমার মতোই কি তাঁর রাজনৈতিক সফরেরও ইন্টারভ্যাল এসে গেল? একদিকে কোর্টের মামলায় জর্জরিত, অন্যদিকে রাজনীতিতে অনীহা—‘ধাকড়’ অভিনেত্রীর বাস্তব জীবন যেন এখন চিত্রনাট্য থেকেও বেশি নাটকীয়!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ: সহকারী কর কমিশনার ফাতেমা বরখাস্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত