কলকাতা প্রতিনিধি
বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ কঙ্গনা রনৌত আবার আইনি জটিলতায়। এবার আর কোনো সিনেমার স্ক্রিপ্ট নয়—সোজা আদালতের চিঠি নিয়ে হাজির হতে হবে বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনাকে।
বিতর্কের সূত্রপাত ২০২০-২১ সালের কৃষক আন্দোলনের সময়। সে সময় কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন, যেখানে তিনি পাঞ্জাবের ৭৩ বছর বয়সী বৃদ্ধা মহিন্দর কৌরের একটি ছবি শেয়ার করে দাবি করেন, তিনি নাকি শাহিনবাগের ‘বিলকিস বানু’, যাকে নাকি ১০০ টাকার বিনিময়ে আন্দোলনে আনা যায়।
এই মন্তব্যের জেরে মহিন্দর কৌর ক্ষুব্ধ হন এবং কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা করেন। ২০২২ সালে কঙ্গনার নামে সমন জারি করা হয়। কিন্তু অভিনেত্রী তখন আদালতের কাছে এই অভিযোগ তুলে নেওয়ার জন্য আবেদন করেন।
তবে আজ শুক্রবার (১ আগস্ট) পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট কঙ্গনার সেই আবেদন খারিজ করে দিয়েছেন। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই অভিযোগ খণ্ডনযোগ্য নয়। এর ফলে কঙ্গনাকে এখন পাঞ্জাবের স্থানীয় আদালতে হাজির হতে হবে।
এই মুহূর্তে কঙ্গনা হিমাচল প্রদেশের মান্ডি থেকে নির্বাচিত বিজেপি সাংসদ। সম্প্রতি একাধিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, রাজনীতির বাস্তবতা যেন তাঁর কল্পনার রাজনীতির সঙ্গে মেলে না। তাঁর মতে, রাজনীতির ধুলো যেন রঙিন দুনিয়ায় ফাটল ধরাচ্ছে।
তাহলে কি এটাই বিজেপির ‘ফায়ার ব্র্যান্ড ফেস’ কঙ্গনার রাজনীতির ‘রিয়েলিটি চেক’? সিনেমার মতোই কি তাঁর রাজনৈতিক সফরেরও ইন্টারভ্যাল এসে গেল? একদিকে কোর্টের মামলায় জর্জরিত, অন্যদিকে রাজনীতিতে অনীহা—‘ধাকড়’ অভিনেত্রীর বাস্তব জীবন যেন এখন চিত্রনাট্য থেকেও বেশি নাটকীয়!
বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ কঙ্গনা রনৌত আবার আইনি জটিলতায়। এবার আর কোনো সিনেমার স্ক্রিপ্ট নয়—সোজা আদালতের চিঠি নিয়ে হাজির হতে হবে বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনাকে।
বিতর্কের সূত্রপাত ২০২০-২১ সালের কৃষক আন্দোলনের সময়। সে সময় কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন, যেখানে তিনি পাঞ্জাবের ৭৩ বছর বয়সী বৃদ্ধা মহিন্দর কৌরের একটি ছবি শেয়ার করে দাবি করেন, তিনি নাকি শাহিনবাগের ‘বিলকিস বানু’, যাকে নাকি ১০০ টাকার বিনিময়ে আন্দোলনে আনা যায়।
এই মন্তব্যের জেরে মহিন্দর কৌর ক্ষুব্ধ হন এবং কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা করেন। ২০২২ সালে কঙ্গনার নামে সমন জারি করা হয়। কিন্তু অভিনেত্রী তখন আদালতের কাছে এই অভিযোগ তুলে নেওয়ার জন্য আবেদন করেন।
তবে আজ শুক্রবার (১ আগস্ট) পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট কঙ্গনার সেই আবেদন খারিজ করে দিয়েছেন। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই অভিযোগ খণ্ডনযোগ্য নয়। এর ফলে কঙ্গনাকে এখন পাঞ্জাবের স্থানীয় আদালতে হাজির হতে হবে।
এই মুহূর্তে কঙ্গনা হিমাচল প্রদেশের মান্ডি থেকে নির্বাচিত বিজেপি সাংসদ। সম্প্রতি একাধিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, রাজনীতির বাস্তবতা যেন তাঁর কল্পনার রাজনীতির সঙ্গে মেলে না। তাঁর মতে, রাজনীতির ধুলো যেন রঙিন দুনিয়ায় ফাটল ধরাচ্ছে।
তাহলে কি এটাই বিজেপির ‘ফায়ার ব্র্যান্ড ফেস’ কঙ্গনার রাজনীতির ‘রিয়েলিটি চেক’? সিনেমার মতোই কি তাঁর রাজনৈতিক সফরেরও ইন্টারভ্যাল এসে গেল? একদিকে কোর্টের মামলায় জর্জরিত, অন্যদিকে রাজনীতিতে অনীহা—‘ধাকড়’ অভিনেত্রীর বাস্তব জীবন যেন এখন চিত্রনাট্য থেকেও বেশি নাটকীয়!
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
৪ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৬ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৯ ঘণ্টা আগে